রেনডম ফটোগ্রাফি পোস্ট।

rupok -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত বেশ কিছুদিন ধরে তীব্র তাপদাহে সারাদেশ যেন জ্বলে পুড়ে যাচ্ছে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে খারাপ অবস্থায় হয়েছে যারা খেটে খায় তাদের এই প্রচন্ড গরমের ভিতরেও তাদেরকে বাইরে যেতে হচ্ছে আমি গরম সহ্য করতে পারি না এই জন্য এই প্রচন্ড গরমে ঘর থেকে বের হই না তারপরেও কিছু কাজের জন্য বাইরে যেতে হয়। গত কয়েকদিনে আমি বিভিন্ন জায়গা থেকে কিছু ছবি তুলেছি। এই ছবিগুলোর ভেতর থেকে আমার পছন্দের কিছু ছবি আজ এই পোস্টটিতে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

কয়েকদিন আগে সকালের দিকে বাজারে গিয়েছিলাম। বাসার ফ্রিজের সবজি সব শেষ হয়ে গিয়েছিলো তাই বাজারে না গিয়ে উপায় ছিলো না। বাজারে গিয়ে সেখান থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিটিতে দেখতে পাচ্ছেন লোকজন বিভিন্ন রকমের সবজি কেনাকাটায় ব্যস্ত রয়েছে। বাজারের এই অংশটাতে সবাই সবজি কেনার জন্য আসে।

এই ছবিটিও বাজার থেকে তুলেছিলাম। ছবিটিতে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটা কিছুটা অন্যরকম। এখানে ডাল থেকে শুরু করে ছোলা, ডাবরি, গম আরো বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়।

আমাদের শহরের মূল বাজারটাতে যাওয়ার পথে একটা লোহার ব্রিজ পরে সেই লোহার ব্রিজ পার হয়ে আমাদেরকে বাজারে যেতে হয় উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা সেই লোহার ব্রিজের উপর থেকে তুলেছিলাম ছবিতে আপনার যে নদীতে দেখতে পাচ্ছেন এই নদীর নাম কুমার নদ। এটি পদ্মার একটি শাখা নদী। যদিও বছরের এই সময়টাতে এই নদীতে পানি খুবই কম থাকে। কিন্তু বর্ষাকালে নদীটি কানায় কানায় ভরে ওঠে।

সেদিন বাজারে গিয়ে দেখতে পেলাম কাঁচা আম উঠেছে। এই গরমের ভেতরে কাঁচা আম লবণ মরিচের গুড়া দিয়ে মাখিয়ে খেতে দারুন লাগে। তাছাড়া কাঁচা আমের জুস খেতেও অনেক মজা লাগে। বাজারে গিয়ে কাঁচা আম দেখতে পেয়ে চিন্তা করেছিলাম ফেরার সময় কিছু কাঁচা আম কিনবো। কিন্তু পরবর্তীতে আর মনে ছিলো না। এই কারণে সেদিন আর কাঁচা আম কেনা হয়নি।

কয়েকদিন আগে সকালের দিকে মার্কেটে গিয়েছিলাম ছবিটা আপনারা যেই ফুলের দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি ফরিদপুর নিউমার্কেটের গেটের পাশেই অবস্থিত ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের ফুল নিয়ে বিক্রেতা বসে রয়েছে এই ফুল গুলোর মূল ক্রেতা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের লোকজন ১৪ই ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি আর ১৬ই ডিসেম্বর ছাড়া আমাদের দেশের মানুষ খুব একটা বেশি ফুল কেনে না।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok