প্রথমবার হলুদ তরমুজ খাওয়ার অনুভূতি।।

rupaie22 -

🎨 🎨 🎨হ্যালো বন্ধুরা🎨 🎨 🎨


কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। আজ আপনার সামনে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।


স্থান: বাকুড়া, পশ্চিমবাংলা।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আজকে সকালে ঘুম থেকে উঠেই আচমকা তো অফিস জয়েন করেছি এবং অফিস জয়েন করার সাথে সাথে সব থেকে বেশি অবাক হলাম যেটা দেখি সেটা হলো হলুদ রঙের তরমুজ। এর আগে অবশ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হলুদ তরমুজ দেখেছি কিন্তু চোখের সামনে এইভাবে হলুদ তরমুজ দেখা এবং সেটা খাওয়ার জন্য অনুভূতি সেটা সত্যিই অসাধারণ ছিল। আমরা নরমালি লাল রঙের তরমুজ খাই, যেটা মিষ্টি তো বটে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পানসে হয়ে যায়। কিন্তু এই হলুদ তরমুজগুলো খেতে কেমন জানি একটু অন্যরকম টেস্ট নরমাল তরমুজের থেকে। তাছাড়া মিষ্টি ও অনেক বেশি এই তরমুজগুলো। তবে আসল বিষয় হল এই তরমুজগুলো আকৃতিতে লাল তরমুজের মত এত বড় হয় না। এগুলো আকৃতিতে একটু ছোট হয়।

যাইহোক অফিসে প্রথমে তরমুজগুলো কাটতে দেখে অনেক বেশি অবাক হচ্ছিলাম। এজন্য আমি নিজেও এগিয়ে গিয়েছিলাম একটু সাহায্য করার জন্য। তারপর সবাই মিলে তরমুজ কেটে কুটে তার বীজ গুলো ছাড়িয়ে বিভিন্ন প্লেটে রেডি করতে লাগলাম সবার জন্য। যেহেতু এটা ছিল আমার কাজের প্রথম দিন এজন্য অনেক বেশি এনজয় করছিলাম ব্যাপারটাকে। তবে সর্বপ্রথম এই তরমুজ মুখে দেয়ার পর আমার কাছে যে অনুভূতি হয়েছিল সেটা হল যে এরকম মিষ্টি তরমুজ এর আগে আমি কখনো খাইনি, এটাই প্রথম বার ছিল। আমাদের কলকাতার দিকে সাধারণত এই হলুদ তরমুজ খুব বেশি একটা পাওয়া যায় না। যেহেতু প্রথমবার দেখেছি এবং খেয়েছি এজন্য অভিজ্ঞতাটা একটু অন্যরকম।


স্থান: বাকুড়া, পশ্চিমবাংলা।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.


স্থান: বাকুড়া, পশ্চিমবাংলা।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

স্থান: বাকুড়া, পশ্চিমবাংলা।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️