ব্যস্ত কলকাতা শহরের কিছু ফটোগ্রাফি।। আগস্ট -১৬/০৮/২০২২।।

rupaie22 -

🙏নমস্কার সবাইকে 🙏

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থাকছে ব্যস্ত কলকাতা শহরের কিছু দৃশ্যপট। এবং তার সাথে সাথে থাকছে বিষয়ভিত্তিক কিছু আলোচনা। আশাকরি ভালো লাগবে।

কিছুদিন আগে আমার খুব কাছের একজন বন্ধু আমার বাড়ি এসে উপস্থিত। তার দিদির নাকি ১৫ তারিখ বিয়ে এবং আমাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। বন্ধুর বাড়ি হুগলী জেলার বৈচিগ্রাম এ। এত দূর থেকে যেহেতু এসেছে আমাকে নেমন্তন্ন দেওয়ার জন্য সুতরাং কষ্ট এবং শত ব্যস্ততা থাকলেও একবার ঘুরে আসতেই হবে। যদিও বাইরে কোথাও গিয়ে রাতে থাকা সেটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। আর বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। খাওয়ার কষ্ট হোক আর না হোক থাকার কষ্টের কোন শেষ নেই আর এটাই আমার কাছে বেশ বিরক্তিকর লাগে। কারণ রাতের ঠিকঠাক ঘুমাতে না পারলে আমার আবার মাথা ঠিক থাকে না।


স্থান: কলকাতা, শিয়ালদা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাই হোক আর কথা বেশি না বাড়িয়ে এবার মূল বিষয় এর দিকে ফোকাস করা যাক। যেহেতু বিয়ের কমপক্ষে পাঁচ দিন আগে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি একেবারেই। তাই স্থির করলাম বিয়ের একদিন আগে মন রক্ষা করার জন্য হলেও যাব। যে কথা সেই কাজ বিয়ের ঠিক একদিন আগে সকালেই বেরিয়ে পড়লাম হুগলির উদ্দেশ্যে।যেহেতু অনেকটা রাস্তা ছিল সুতরাং ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে আমাকে। কারণ বৈচি গ্রামে সারা দিনে মাত্র একটি ট্রেন যায়। সুতরাং ওটা মিস হয়ে গেলে আর যাওয়া হবে না। প্রথমে আমাকে যেতে হবে ট্রেন ধরে শিয়ালদা স্টেশন। তারপর সেখান থেকে গাড়ি ধরে হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে বৈঁচিগ্রাম স্টেশন।


স্থান: কলকাতা, শিয়ালদা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

সকাল ৮:৫৮ এ ট্রেন ধরে শেয়ালদা স্টেশনে নামলাম তারপর সেখান থেকে বাস ধরে ডিরেক্ট হাওড়া স্টেশন। তবে ফটোগুলো তোলা হয়েছে শিয়ালদা স্টেশন থেকে নেমে এবং হাওড়া স্টেশনে যাওয়ার আগের একটি ব্যস্ত রাস্তা থেকে। শিয়ালদা স্টেশনের নেমেই গাড়ি না ধরতে হঠাৎ করে কোথা থেকে মুষলধারে বৃষ্টি নেমে পড়ল। একে তো কলকাতা শহরের প্রচন্ড জ্যাম তার উপর আবার বৃষ্টি। সুতরাং একটু সংশয় প্রকাশ করতে লাগলাম যে পরিমাণের জ্যাম হয়েছে কলকাতার রাস্তায় তাতে ট্রেন কি ধরতে পারবো।

সাধারণত শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে সবমিলে ৩০ মিনিটের মতো সময় লাগে। তবে আমার লেগেছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার ঠিক ৭ মিনিট আগে আমি স্টেশনে গিয়ে পৌঁছায়। অনেকটা মুসো মুশি টাইম বলা যেতে পারে। যাইহোক কি আর করা যাবে যেহেতু জ্যাম ছিল সুতরাং কোন উপায় নেই স্টেশনে পৌঁছানোর। তাই সুযোগে সদ ব্যবহার করার জন্য ঝটপট কিছু ফটোগ্রাফি করে নিলাম। ওই গুলোই এখন আপনাদের সামনে উপস্থাপন করবো।


স্থান: কলকাতা, শিয়ালদা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.


স্থান: কলকাতা, শিয়ালদা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.


স্থান: কলকাতা, শিয়ালদা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি সুতরাং বিয়ে বাড়ি নিয়ে অনেকগুলো পর্ব হবে আশা করছি। এবং যতদূর পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে