"দাম্পত্য জীবনে সুখী হতে গেলে, কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত!"

rubina203 -

Image source

আমার কাছে কি মনে হয় জানেন তো? যে ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী পরিবারকে নিয়ে ভালো আছে! তার জন্য বিশ্ব জয় করা মোটেও অসম্ভব কিছু নয়। এই বিষয়টা বলার পেছনে আর কিছু কারণ রয়েছে! কিন্তু কারণ আমাদের জীবনটা শুরু হয় পরিবার থেকে! পরিবার থেকে আমরা বড় হই! সমাজ সম্পর্কে জানতে পারি! বড় হওয়ার পর বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করি।

বিয়ের মাধ্যমেই আমরা আমাদের জীবনসঙ্গী খুঁজে পাই! এবং সেই মানুষটার সাথে আমাদের বাকিটা জীবন কাটাতে হয়! বাকিটা জীবন কাটাতে গিয়ে অনেক কিছু ছাড় দিতে হয়! অনেক কিছু মেনে নিতে হয়! আবার অনেক কিছু সহ্য করে নিতে হয়! এভাবেই আমরা সঙ্গির সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি।

আমি এমন অনেক দম্পত্যি দেখেছি। যারা কিনা বিয়ের সময় একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকে একরকম। কিন্তু দিন দিন সেটা পরিবর্তন হতে থাকে। সেটা একরকম থাকে না। আবার সুখী দম্পত্যি যারা, তারা বিয়ের প্রথম দিন যেমন তার সঙ্গীকে ভালবাসে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একই রকম ভালোবাসা তাদের মধ্যে থেকে থাকে। আজকে আমি ব্যতিক্রম ধর্মী কিছু পয়েন্ট আপনাদের সাথে উল্লেখ করবো। একটা মানুষের সুখে থাকা পরিবারকে নিয়ে ভালো থাকা। এবং সুখী দাম্পত্য জীবন কিভাবে গঠন করা যায়। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

Image source

Image source

সুখী হতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। এমন কোন কথা বা কোন গল্প আমি আমার জীবনে পড়িনি। কিন্তু সুখী হতে গেলে ধৈর্য, আত্মবিশ্বাস, ক্ষমা করার প্রবণতা, একটা মানুষের মধ্যে থাকাটা অনেক বেশি দরকার। যে মানুষটা এই জিনিসগুলো নিজের জীবনে আয়ত্ত করে নিতে পারে। তার দাম্পত্য জীবন অনেক বেশি সুখী হয়ে থাকে।

আমরা জানি একটা মানুষ সবসময় একরকম থাকে না। কিন্তু সেই মানুষটাকে আমাদের জীবনে একই রকম ভাবে রাখার জন্য। আমাদের নিজেদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। নিজেরা অনেক কিছু মেনে নিতে হবে। অনেক কিছু ছাড় দিতে হবে। তাহলেই হয়তোবা জীবনসঙ্গীর সাথে জীবনটা অনেক সুন্দর ভাবে কাটাতে পারব। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি



The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram