New to Nutbox?

ফুলের ফটোগ্রাফি।

8 comments

roza321
72
10 months agoSteemit2 min read

২৮ নভেম্বর ২০২৩ ইং


আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। ফটোগ্রাফি করার এ বিষয়টি সম্পূর্ণ ভালোলাগা থেকে করা। আজকে যে ফটোগ্রাফি গুলা আপনাদের সাথে শেয়ার করব সেগুলোর অনেকগুলো ফুলের নামই আমার অজানা । আপনাদের জানা থাকলে তো অবশ্যই বলবেন। এমনিতেই যে কোন ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কারণ ফুল জিনিসটা এমনিতেই সুন্দর তাই ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয় দেখতে ।

ফটোগ্রাফি -১


1000021960-01.jpeg

ছোট ছোট পাতা বিশিষ্ট এই গাছটি আমি আমার কলেজের বারান্দা থেকে তুলেছি। এই গাছটি কখনো আমি এর আগে দেখিনি। তাই অপরিচিত গাছের ফটোগ্রাফিটা কিছুটা কৌতুহলবশত তুলেছি।

ফটোগ্রাফি -২


1000021970-01.jpeg

নীল আকাশের নিচে এই গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল । এ ফটোগ্রাফি ঠিক দুপুরের সময়টাতে করেছিলাম যার কারণে প্রচন্ড রোদ ছিল আকাশে। এবং একেবারে নীল স্বচ্ছ আকাশ ছিল তখন।

ফটোগ্রাফি -৩


1000021965-01.jpeg

এই রঙের ফুলগুলো আমার কাছে অনেকটা নতুন তাই এই ফুলের নাম আমার জানা নেই কিন্তু ফুল গুলো কিছুটা অপরাজিতা ফুলের মতো। এবং দেখতেও খুবই সুন্দর।

ফটোগ্রাফি -৪


1000021967-01.jpeg

এ ফুলটা নিশ্চয়ই আমাদের সকলের পরিচিত। এই ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ আমাকে বেশ মুগ্ধ করে।

ফটোগ্রাফি -৫


IMG_20231127_133657.jpg

অদ্ভুত দেখতে এই ফুলটি আমি এর আগে কখনো দেখিনি এমনকি নাম ও জানা নেই । ফুলটা অনেকটা বড় এবং লাল রংয়ের এবং দেখতে ও খুবই আকর্ষণীয়।

ফটোগ্রাফি -৬


IMG_20231127_133510.jpg

বেগুনি এবং হলুদের সংমিশানের ফুলটি দেখতে দূর থেকে খুবই আকর্ষণীয় লাগছিল তাই এই ফুলের একটি ফটোগ্রাফি করে নিয়েছি। এর আগে এই ফুলটা আমার কখনোই দেখা হয়নি।



আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।

বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ।
ফটোগ্রাফার@roza321
ডিভাইসSamsung Galaxy A52


Comments

Sort byBest