New to Nutbox?

পাওয়ার আপ।

6 comments

roza321
73
last yearSteemit

২৯ নভেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


lightbulb-3104355_1280.jpg
উৎস

এই স্টিমিট প্ল্যাটফর্মে নিজেদের ক্যারিয়ার শক্তভাবে গড়ে তুলতে পাওয়ার আপের কোন বিকল্প নেই। তাই আমি আমার এই প্ল্যাটফর্মে নিজের অবস্থানটাকে শক্ত ভাবে গড়ে তুলতে সিদ্ধান্ত নিলাম পাওয়ার আপ করার। যদিও বেশ আগে থেকে এখন অব্দি প্রতিনিয়ত আমার সমস্ত পোস্টগুলোতে ১০০% পাওয়ার আপ দিয়ে রাখি যাতে খুব দ্রুত আমার একাউন্টে পাওয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। সেই হিসেবে প্রতিনিয়ত আমার এসপি সংখ্যা বাড়ছে। যাইহোক আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

পাওয়ার আপ করার আগে আমার একাউন্টে মোট এসপি ছিল - ২২,৪৩০।

এবার ১০ স্টিম পাওয়ার আপ করলাম।

image-5.png

এখন আমার একাউন্টে মোট এসপি হচ্ছে - ২২,৪৪০

image-6.png

আজ এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Comments

Sort byBest