খারাপ একটা দিন গেল

ronggin -

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আজকের দিনটা আমার খুব বেশি ভালো গেল না। তাই নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে মানুষের জীবনে প্রত্যেকটা দিন সমান ভাবে যাবে এরকম কোন ব্যাপার নেই। কোনদিন খারাপ কোনদিন ভালো সব কিছু মিলিয়েই যায়। যেমন আজকের দিনটা আমার বেশ খারাপ গেল। আসলে সকাল থেকেই সবকিছু ঠিক ছিল। তবে বিকালের পর থেকেই আস্তে আস্তে দিনটা খারাপ যাওয়া শুরু করলো। আজ বিকালে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তবে স্কুটি নিয়ে আজ ভুল রাস্তায় চলে গেছিলাম। তারপর রাস্তা ঘুরে ঘুরে বাড়ির রাস্তা খুঁজে পেতে অনেকটাই সময় লেগেগেছিল। আসলে মাঝে মাঝে আমি স্কুটি নিয়ে যেখানে সেখানে ঘুরতে চলে যাই। আর অচেনা রাস্তায় এরকম ঘটে থাকে। তবে এটা কোন বড় ইস্যু না।

মেইন ব্যাপার আজ সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে। সন্ধ্যায় স্টেশন থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ কুকুরের তাড়া শুরু করে। গাড়ি স্পিডেই ছিল আমি আস্তে করে গাড়ি থামিয়ে কুকুর তাড়িয়ে দেই সেই বারের মতো চলে যায়। কিছু দূর যাওয়ার পরে অন্য গলিতে একই ধরনের ঘটনা আবার কুকুরে তাড়া করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে দুইবার কুকুরের তাড়া খাই শুধু সন্ধ্যার সময়। আসলে এরকমটা সাধারণত সবসময় হয় না। আজ হঠাৎ কেন এরকম হলো বুঝতে পারছি না। আসলে আজকে আমি মাস্ক পড়েও বেরিয়েছিলাম। বাইরে যেহেতু বেশ ঠান্ডা পড়েছে আর মুখে বেশ ঠান্ডা লাগে। তাই আজকে মাস্ক পড়েই বেরিয়েছিলাম। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটার পর এটা ভাবলাম নরমাল ব্যাপার। কিন্তু রাতের দিকে বাড়ি ফেরার পথে আবারও একই ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম স্টেশন থেকে যাওয়ার পরে একটা গলিতে হঠাৎ দেখি কুকুরে ঘেউ ঘেউ করে ওঠে।

সেখানেও কিছুটা তাড়া করে। কিন্তু সেগুলো পাশ কাটিয়ে চলে আসি। তারপর সাড়ে নয়টার দিকে বাড়ির কাছাকাছি আমি আমার মত গাড়ি চালিয়ে নিশ্চিন্তে আসছি। মেইন রোডের উপর দিয়েই আমি আসছিলাম অনেক বড় রাস্তা সেখানে। আমি কখনো কল্পনাও করিনি সেখান থেকেও কুকুরের তাড়া আমায় খেতে হবে। আমি নির্দিষ্ট স্পিডে চালাচ্ছিলাম যেহেতু ফাঁকা রাস্তাই ছিল। হঠাৎ করে খেয়াল করি পিছনে দুটি এবং পাশ দিয়ে একটি কুকুর আমার স্কুটির থেকেও জোড়ে দৌড়াচ্ছে। দেখে মনে হলো যে আমাকে তাড়া করছে। আমি ইনস্ট্যান্ট পুরো গাড়ি স্পিডে থাকা অবস্থায় হাইড্রোলিক ব্রেক বসিয়ে দিই। সাথে সাথেই গাড়ি দাঁড়িয়ে যায় আমি আর গাড়ির ভার সামলাতে পারি না। তারপর গাড়ি নিয়েই নিচে পড়ে যাই। যদিও কুকুর কাছে আসেনি কিছুটা দূরেই ছিল। কিন্তু এরকম হঠাৎ করে কুকুরের তারা খাওয়ার কারণে আমাকে পড়ে যেতে হয়। একদিনের ভিতর এতবার কেন কুকুরের তাড়া খেলাম আমি ঠিক বুঝতে পারলাম না।

এরকমটা আসলে আমার সাথে আগে কখনোই হয়নি। মাস্ক পড়ে যাওয়ার কারণে এরকমটা হলো কিনা আমি সেটাও ঠিক বুঝতে পারছি না। যাইহোক,ওভারল আজকে এভাবেই কুকুরের তাড়া খেতে খেতে আমার দিন গেল। শেষে গাড়িটা নিয়ে পড়ে গিয়ে নতুন গাড়িতে কিছু দাগও পড়লো। তবে কি আর করা যাবে দিন খারাপ হলে এসব হতেই থাকে। এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷