অরিগ্যামি || আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি।

ronggin -

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই আমি সবসময় চেষ্টা করি, আমার ক্রিয়েটিভ কাজগুলো তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। বর্তমানে প্রচন্ড গরম পড়ছে সব জায়গায় আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। এই ভাবনা মাথায় রেখেই আজকের ব্লগে তোমাদের সাথে আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেটের অরিগ্যামি তৈরি করে দেখাবো। আমি এখানে দুটি ভিন্ন কালারের ও ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখিয়েছি। তোমাদের আগের একটি ব্লগে আমি জানিয়েছিলাম যে, আমি বর্তমানে বাড়িতে নেই, ট্যুরের জন্য একটু বাইরে এসেছি। তবে কোথায় ট্যু্রে এসেছি, সেই সম্পর্কে যদিও তোমাদের সাথে শেয়ার করিনি। যাইহোক, ট্যুরে আসার পূর্বে বাড়ি থেকেই আমি এই অরিগ্যামি গুলো তৈরি করেছিলাম। বাইরে কোথাও ঘুরতে গেলে এই ধরনের কাজ সাধারণত করা যায় না, সেই জন্যই বাড়ি থেকে এগুলো তৈরি করে এনেছিলাম ট্যুরে আসার পূর্বেই। এ ধরনের কাজগুলো করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। যাইহোক, ট্যুরে আসার পূর্বে আমি চেষ্টা করেছিলাম যথেষ্ঠ সময় দিয়ে এই কাজটি করার জন্য। এই অরিগ্যামি গুলো আমি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●বিভিন্ন কালারের ক্লে
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●স্কেল
●কাঁচি
●আঠা

প্রথম ধাপ

প্রথমে একটি কালার পেপারে স্কেলের সাহায্যে ১২/১৫ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার বিভিন্ন কালারের স্কেচ পেন এর সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিলাম।

দ্বিতীয় ধাপ

এই ধাপে, কাগজটি চিত্রের মত করে ভাঁজ করে নিয়ে তা আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে প্যাকেটের দুই প্রান্ত জিগজ্যাক করে কেটে নিলাম।

তৃতীয় ধাপ

এখন একটি হলুদ কালারের ক্লে নিয়ে আইসক্রিমের উপরের অংশ তৈরি করে নিলাম। তারপর তার নিচে সবুজ কালারের ক্লে জোড়া লাগিয়ে নিলাম। এরপর আইসক্রিমের কাঠি খয়েরী কালারের ক্লে দিয়ে তৈরি করে নিলাম এবং কালো কালারের ক্লে ছোট ছোট আকারের করে নিয়ে আইসক্রিমের উপরে লাগিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

চতুর্থ ধাপ

এবার এই ধাপে, প্রথম ও দ্বিতীয় ধাপ অনুসরণ করে আরো একটি ভিন্ন কালারের আইসক্রিমের প্যাকেট তৈরি করে নিলাম রঙিন কাগজ দিয়ে।

পঞ্চম ধাপ

এখন তৃতীয় ধাপ অনুসরণ করে, ভিন্ন কালারের ক্লে এর সাহায্যে একটি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নিলাম এবং সিলভার কালারের স্কেচ পেন এর সাহায্যে আইসক্রিমের উপরের ও নিচের অংশে ডিজাইন করে নিলাম।

ষষ্ঠ ধাপ

দুটি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম ও আইসক্রিমের প্যাকেট তৈরির কাজটি সম্পন্ন করে, সবগুলোকে একসাথে রেখে এই ফটো দুটি তুলে নিলাম।


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরির অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷