অলসতার কাছে আমরাও মাঝে মাঝে হার মেনে যাই

ronggin -

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো । আসলে অনেকদিন পরেই কোন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অন্যান্য অনেক বিষয় শেয়ার করলেও জেনারেটর রাইটিং সেভাবে শেয়ার করা হয় না অনেকদিন হয়ে গেছে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে বেশ কিছুদিন গেছে। সেই জন্য আমার এইখানের কাজগুলো আমি খুব সুন্দর ভাবে গুছিয়ে করতে পারিনি। আগে সবসময় কাজগুলো আমি গুছিয়ে করতাম। কিন্তু অনেকদিন হয়ে গেছে সেই গোছানো ব্যাপারটা‌ আর হয়ে আসছে না।

আসলে আজকের টপিকস আমি এই বিষয়ে সিলেক্ট করেছি। আসলে কোন একটা কাজ না করতে করতে সেই কাজের প্রতি কিছুটা হলেও অনিহা চলে আসে। একসময় এখানে আমি পুরো নিজের এনার্জি দিয়ে কাজগুলো করতাম। কিন্তু কিছুদিন আগে আমার অন্যান্য কাজে ব্যস্ততার কারণে আমি এই গতিটা হারিয়ে ফেলেছি। আসলে এখানে আমারও কোন কিছু করার ছিল না। কারণ মানুষ চাপের মধ্যে পড়লে সব কাজ একসাথে করে উঠতে পারে না। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল।

মাঝে মাঝে আমি মোটিভেশন নিয়ে ভাবি যে আমি আগের মতো কাজ শুরু করবো। তবে কোনো না কোনোভাবে হার মেনে যেতে হয়। বিভিন্ন ধরনের ব্যস্ততা এসে হাজির হয়ে যায় লাইফে। তারপর ব্যস্ততা কেটে গেলে যদি একটু সময় পাওয়া যায় এই কাজগুলো গুছিয়ে করার। তখন আবার অলসতা এসে হাজির হয়। আসলে বাধা একের পর এক আসতেই থাকে। তার কারণে পুরোদমে সেই কাজগুলো আর করা হয় না। শুধু এই কাজের ক্ষেত্রে না অন্যান্য সব কাজের ক্ষেত্রে এমন দেখা যায়।

যারা নিয়মিত অফিসের কাজ করে রবিবার ছুটি কাটিয়ে সোমবারে যেতে ইচ্ছে করে না। কারন এক দিনের অলসতার কারণে তার একটা ইফেক্ট আমাদের নিজেদের উপর পড়ে। একদম কাজের গতির মধ্যে থাকলে ব্যাপারগুলো অনেকটাই সহজে হয়ে যায়। অলসতা তখন বাসা বাঁধতে পারে না আমাদের শরীরে। কিন্তু কাজের গতির স্লো হয়ে গেলে অলসতা এসে হাজির হয়ে যায়।তখন সেখান থেকে মুভ অন করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। সেই সময় আমরা অলসতার কাছে হার মেনে যাই। যাইহোক, অলসতা কে জয় করতে অনেক মোটিভেশনও দরকার হয় পরবর্তীতে। আমি আমার এই অলসতা এবং সব ব্যস্ততা কাটিয়ে আবার কাজের গতিতে ফিরতে চাই। আশা করি কিছুদিনের মধ্যেই আমার গতিতে পুনরায় ফিরে আসবো। অলসতার কাছে হার মানলে চলবে না অলসতাকেই হার মানাতে হবে। এতোটুকুই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷