কবিতা "বিশ্বাস"
30 comments
Copyright-free Image source : Pixabay

কবিতা "বিশ্বাস"

💘
♡ ♥💕❤
"বিশ্বাস" - শব্দটির পরে এখন ঘৃণা ধরে গিয়েছে;
বিশ্বাস করবো কাকে ?
বিভীষণ এখন ঘরে ঘরে,
মুখোশ আঁটা সারি সারি মানুষের ভীড়ে,
আসল মানুষটি গিয়েছে হারিয়ে ।
ভরসা এখন করবো কাকে ?
স্বার্থপর লোভী মানুষ আজ
পিছন থেকে ছুরি মারে ।
আমি যতবার বিশ্বাস করেছি ততবার ঠকেছি;
বারবার ঠকেছি, ঘরে-বাইরে অজস্রবার ঠকেছি ।
যাকেই করেছি বিশ্বাস এ জীবনে,
বিশ্বাসভঙ্গ সেই-ই করেছে কি অনায়াস ভঙ্গীতে ।
নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে,
যাকে উপকার করেছি সেই আজ
হাসিমুখে কৃতঘ্ন গিয়েছে বনে ।
আর ভালোবাসা ? মানুষকে ভালোবেসে দেখেছি,
সে শুধু সুযোগ খোঁজে;
স্বার্থসিদ্ধির জন্য ভালোমানুষটির সাজ,
স্বার্থ ফুরোলেই অমাবস্যার চাঁদ ।
সমগ্র বিশ্বকে বিশ্বাস করে ঠকেছি,
প্রিয়জনকে বিশ্বাস করে ঠকেছি,
পরকে বিশ্বাস করে যেমন ঠকেছি,
আপনকে বিশ্বাস করেও তেমনই ঠকেছি ।
শুধু আমাকে যে বিশ্বাস করেছে
পারিনি কখ্খনো তাকে ঠকাতে ।
♡ ♥💕❤
Comments