স্বাগতার বিয়ের ফোটোগ্রাফি
39 comments
বিয়ের ছাদনাতলা । এটাই বিবাহ মণ্ডপ। হিন্দু রীতিতে যজ্ঞ করে অগ্নি সাক্ষী রেখে এখানেই বিবাহ সমাধা হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এই হলো বিয়ের বর (@blacks)।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ছাদনা তলায় বর বসে, মন্ত্রোচ্চারণে বিয়ের প্রাথমিক কার্য শুরু । বরের ডানদিকে কনের বাবা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আমরা দু'জনা বসে বিয়ে দেখছি ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
তনুজার জোরাজুরিতে বাধ্য হয়ে সেলফি একটা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পানপাতায় মুখ ঢেকে পিঁড়িতে করে বরকে প্রদক্ষিণ করছে কনে । মোট সাতবার প্রদক্ষিণ করা লাগে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাতবার প্রদক্ষিণ শেষ । এখন পানপাতা সরিয়ে শুভ দৃষ্টির সময় । এই সময়টাতে একটা লজ্জা বস্ত্র দিয়ে বর-বৌকে ঢেকে দিতে হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবারে মালা বদলের সময় আগত । বর-বউ নিজের নিজের গলার মালা খুলে একে অন্যের গলায় পরিয়ে দেয় । মোট তিনবার মালা বদলের নিয়ম ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মোট দু'বার মালা বদল করা হয় । একবার পিঁড়িতে বসে সবার কাঁধের উপরে উঠে । আর এক বার নিচে পিঁড়িতে দাঁড়িয়ে । এখন শূন্যে মালাবদল হচ্ছে । এরপরে বিয়ের পিঁড়িতে বসে হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে মালা-বদল হচ্ছে এখন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবার বর-বউকে একত্রে ছাদনা তলায় আনা হয়েছে । বিবাহের মন্ত্রোচ্চারণ এবং কন্যা সম্প্রদান হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ২০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কন্যা সম্প্রদান পর্ব শুরু হয়েছে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সেলফি জোন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
যজ্ঞের আহুতি দিয়ে বিয়ের সর্বশেষ পর্বের সূচনা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হস্ত-বন্ধন পর্ব ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবার বর-বউয়ের যজ্ঞের আগুনে খৈ ছিটানোর পালা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
যজ্ঞের আগুনে খৈ ছিটাচ্ছে স্বাগতা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাত পাকে বাঁধা । যজ্ঞের আগুনকে মোট সাতবার প্রদক্ষিণ করতে হয় বর-বউকে । এসময় বরের ধুতির খুঁটে বউয়ের শাড়ির আঁচল বাঁধা অবস্থায় থাকে । এই বাঁধনকে বলে গাঁটছড়া । এই গাঁটছড়া বাঁধনে আবদ্ধ হয়ে সাতবার যজ্ঞের অগ্নিকে প্রদক্ষিণ করার পর্বের নাম "সাত পাকে বাঁধা" ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সিঁদুরদান পর্ব । এটিকেই বিবাহের অন্তিম পর্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে । যজ্ঞের আগুন প্রজ্জ্বলিত রেখে অগ্নি সাক্ষী করে কনের সিঁথিতে বরের হাত হতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়াকেই বলে সিঁদুরদান । এই পর্বের পরেই বর-কনেকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়ে থাকে । কনের গোত্র পরিবর্তন হয় এর ঠিক পর পরই । সব শেষে যজ্ঞের আগুনে দুধ ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিয়ে শেষ ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ডাইনিং হল ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২০ নভেম্বর ২০২৩
টাস্ক ৪১৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 65f91dec73acc78ed560ee86b073ba49f98a8af1646bbfe12f0ee9a0bf121e67
টাস্ক ৪১৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments