New to Nutbox?

আধুনিক গদ্য কবিতা কি আসলেই দুর্বোধ্য ? [পর্ব ০১]

25 comments

rme
89
2 months agoSteemit3 min read

flat-lay-7011289_1280.jpg

image credit:PixaBay


কবিতা টবিতা লেখায় আমি কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । এমনকি এ যাবৎ প্রচুর কবিতা লেখা সত্ত্বেও আমি একটুও দক্ষতা অর্জন করতে সক্ষম হইনি ওই ব্যাপারটিতে । শুধু কোনোরকমে লিখে গিয়েছি একটার পর একটা । মনে যা আসে তাই আমার কলমের ডগা দিয়ে খাতায় কলমের আঁচড়ে কবিতা হয়ে ফুটে ওঠে । আমার লেখা এই সকল আবোলতাবোল কবিতার যে কোনো অন্তর্নিহিত ভাব আছে সেটা আমি নিজেই বিশ্বাস করিনি কোনোদিন । গদ্য কবিতার আধুনিক ভার্শনগুলো আমার কাছে তেমন দুর্বোধ্য কোনোদিনই মনে হয়নি । তা সত্ত্বেও নিজের লেখা আবোলতাবোল লেখাগুলোর মধ্যে তেমনভাবে কোনো অন্তর্নিহিত ভাব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি কি না এটা সম্পর্কে আমার মনে দ্বিধা রয়েই গিয়েছে ।

সেই ভাবনা থেকেই মজার এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি । এই সিরিজে প্রতি সপ্তাহে একটি পোস্ট থাকবে । সেই পোস্টে আমার এক বা একাধিক কবিতা দিয়ে আপনাদের কাছে জানতে চাইবো কবিতাটি বা কবিতাগুলির মধ্যকার অন্তর্নিহিত ভাবটি কি ?

মজার ব্যাপারটি হলো কারো ভাবনার সাথেই কিন্তু অন্য কারো ভাবনা সম্পূর্ণরূপে মিলবে না । এটাই হলো আসল মজা । তবে এই ধরণের পোস্টে কমেন্ট প্রায় পাবোই না । আমার ধারণা আমরা প্রায় কেউই আধুনিক গদ্য কবিতা সেভাবে বুঝতে পারি না । আমি নিজে ভাবি যে আমি বুঝতে পারি, কিন্তু অন্য কারো সাথে আমার ভাবনাটা শেয়ার করলেই সব পরিষ্কার হয়ে যাবে যে তাঁর সাথে আমার ভাবনার কিছুমাত্র মিল নেই ।

ভারী মজার ব্যাপার । নয় কি ?

তবে আজকে প্রথম এপিসোড, তাই একদম সহজ একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !

নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -


(১)

আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।



(২)

আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।

সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Comments

Sort byBest