New to Nutbox?

"ঘুম নেই"

60 comments

rme
83
8 months agoSteemit

moon
image source & credit: copyright & royalty free PIXABAY


"ঘুম নেই"


ঘুম নেই চোখে স্তব্ধ নিশীথে,
কত বিনিদ্র রজনী গেলো কেটে,
রাতের প্রতিটা প্রহর শুধু গুনি ।

রাতের আকাশের ওই শুকতারা
আমার সঙ্গী হলো ।
রাত জাগা নিশাচর পাখি
আমার সঙ্গী হলো ।

শেষ রাতের হিম,
ক্ষয়াটে জোৎস্না,
আর অস্তমিত চাঁদ আমার সঙ্গী ।

দখিনা হাওয়া এসে খোলা জানালায়
আমায় গল্প শোনায়
ফিস ফিস করে ।

আমার আঁধার ঘরে
জোনাকি এসে প্রদীপ জ্বালায়
মোমের মতো নরম আলোয় ।

শেষ রাতের খোলা আকাশের নিচে
শিশিরে ভেজে আমার মন;
একটু উষ্ণতার জন্য ব্যাকুল
আমার হৃদয় ।

শেষরাতের ঝরা বকুলের মতো
ঝরে যায় আরো একটি রাত
আমার জীবন থেকে ।

প্রভাত আসে, আরো একটি কর্মব্যস্ত দিন;
শেষ রাতে ব্যালকনিতে দাঁড়াই,
কান পেতে শুনি বাতাসে আমার দীর্ঘশ্বাস ।"ঘুম নেই চোখে স্তব্ধ নিশীথে,
রাতের প্রহর গুনি ।
নিশি বিহঙ্গ-পাখা
রাতের শিশিরে মাখা ।
ঝরা বকুলের ব্যথিত হুতাশে
কাহার নিঃশ্বাস শুনি ।"

Comments

Sort byBest