New to Nutbox?

কুড়ি বছরের পুরোনো কিছু কম্পিউটার গেমস - Old is gold

25 comments

rme
89
2 years agoSteemit6 min read


Copyright free image source : Pixabay


১৯৯৯ সালের ডিসেম্বর মাসে আমাদের বাড়িতে প্রথম কম্পিউটার ঢোকে । এই সাথে কম্পিউটার গেমসের রঙিন দম বন্ধ করা উত্তেজক দুনিয়ার সাথে আমার প্রথম পরিচয় ঘটে । যেদিনই বাড়িতে কম্পিউটার ঢোকে সেদিনই সন্ধ্যায় গেম খেলি । তবে, প্রথম প্রথম তো, আর খুবই ছোট ছিলাম তাই নিজে শুধু কী-বোর্ডের একটি কী চেপে ধরে বসেছিলাম । বাকি খেলাটুকু দাদাই চালিয়ে নেয় ।

আমার জীবনে প্রথম খেলা কম্পিউটার গেমের নাম হলো Road Rash । এটি একটি মোটরসাইকেল রেসিং গেম । অসম্ভব জনপ্রিয়তা পায় গেমটি তখন । আমার কাছেও এটি ছিল খুবই প্রিয় একটি গেম । তখনকার সময়ে মাউস ছিল বল মাউস । মাউসের ভিতরে প্লাস্টিকের কোটিং দেওয়া একটি বড় সাইজের লোহার নিরেট গুলি থাকতো । এই গুলির দু পাশে ভার্টিক্যালি আর হোরাইজান্টালি দুটি চাকা ওয়ালা প্লাস্টিকের রোলার থাকতো । মাউস টা মাউস প্যাডের ওপর এদিক ওদিক করলে লোহার বলটি ঘুরতো । আর তার ঘূর্ণনের পজিশন অনুযায়ী ভিতরের প্লাস্টিকের চাকা ওয়ালা রোলার দুটি ঘুরতো । ভার্টিক্যাল রোলারটা ঘুরলে মাউস কার্সরটি মনিটরে X অক্ষ বরাবর মুভ করতো, অর্থাৎ শুধু উপর-নিচ করতো । আর হরাইজন্টাল রোলারটা ঘুরলে মাউস কার্সরটি মনিটরে Y অক্ষ বরাবর মুভ করতো, অর্থাৎ শুধু এপাশ থেকে ওপাশে যেতো ।

তাই, দুটো এক সাথে রোল করলে মাউস কার্সরটি মনিটরের যেখানে নিতে চাই সেখানেই নেয়া যেত জাস্ট মাউসটা একটু মাউস প্যাডে ঘষে লোহার বলটা ঘুরিয়ে । এই মাউস তখন অনেক ভারী হতো ওই লোহার বলটার কারণে । আর অভ্যাস করতে কারো কারো ৬-৭ দিনও লেগে যেত । আমি তো মাউস চালাতেই পারতাম না ঠিক মতো, কার্সর নিজের পছন্দমত জায়গায় আনতে ঘাম ছুটে যেত । প্রায় দু'সপ্তাহ লেগেছিলো মাউসে নিজের হাত মানিয়ে নিতে ।

তবে, একটা সত্যি কথা বলি । এখনকার বিশাল দামি দামি কর্ডলেস অপটিক্যাল মাউসের চাইতে আগেরকার আমলের বল মাউস আমার বেশি প্রিয় । যদিও এখন তারা বিলুপ্ত ।

এবার শুরু করা যাক গেমের গল্প । আমি জীবনে অসংখ্য গেম খেলেছি । এখানে মাত্র ৭ টি গেমের কথা লিখলাম । পরে টাইম পেলে আবার কোনো একদিন আরো কয়েকটি পুরোনো গেমের কথা লিখবো ।

১. Road Rash


জীবনের প্রথম খেলা কম্পিউটার গেম । আমেরিকার বেশ কিছু জনপ্রিয় রাস্তায় ১৫ জন বাইকারের সাথে রেসিং । দুটো মোড ছিল খেলার । একটি ছিল সিঙ্গেল প্লেয়ার । আরেকটি ক্যারিয়ার বিল্ডআপ । প্রথমটিতে যে কোনো রাস্তায় একটি মাত্র সিংঙ্গেল রেস দেওয়া যেত। দ্বিতীয়টি ছিল ভীষণ আকর্ষণীয় । অনেকগুলো লেভেল ছিল । এক এক লেভেলে এক এক রকমের বাইক দরকার পড়তো । তাই নিচের দিকের লেভেলগুলোতে খেলে খেলে রেসে বিজয়ী হয়ে প্রাইজ পেয়ে তা দিয়ে নতুন দামি রেসিং বাইক কিনতে হতো । নাইট্রো বুস্টার কিনতে হতো ।

গেম খেলার সময়ে বিপক্ষের বাইকারদের ঘুষি, কিল, লাথি মেরে ফেলে দেয়ার সুযোগ থাকতো । এই লাথি মেরে ফেলে দেওয়াটা ভীষণই এনজয় করতাম আমি । আর যদি রেস দেয়ার সময়ে কোনো পথচারীকে মেরে বসো তো ব্যাস হয়ে গেলো । পুলিশের বাইক হুইসল বাজিয়ে পিছু ধাওয়া করবে । ধরতে পারলে রেস ওখানেই খতম । অনেকগুলি রাস্তায় রেস দেয়া যেত । এর মধ্যে আমার সব চাইতে পছন্দের রোড ছিল "সিয়েরা নেভাদা" ।


২. House of the Dead


ফার্স্ট পার্সন শুটিং গেম হিসেবে এই গেমটি আমার ছোটবেলার নস্টালজিয়া । ভীষণই প্রিয় ছিল একই গেমটি । একটি হন্টেড হাউজে শয়তান এক বিজ্ঞানী অনেক ধরণের ঘোস্ট আর জোম্বি তৈরী করে । আটকে রাখে সোফিয়া কে । গেমের নায়ক একটি মাত্র পিস্তল আর আনলিমিটেড গুলি নিয়ে হাজির হয়ে যায় সোফিয়াকে উদ্ধার করতে । ঝাঁপিয়ে পড়ে ভূত-প্রেত আর জোম্বিরা তার উপরে । চলে গুলির ওপর গুলি । এক একটা লেভেল এর শেষে থাকে এক জন করে মাস্টারপিস জোম্বি । তাকে খতম করতে পারলে নেক্সট লেভেল । দারুন এক্সসাইটমেন্ট ছিল এই গেমটিতে । অসংখ্যবার খেলেছি এটি ।


৩. Age of Empires


মাইক্রোসফটের এই স্ট্রাটেজি গেমটি তখন ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো । আমার অসম্ভব পছন্দের গেম ছিল এটি । ঘন্টার পর ঘন্টা ধরে খেলতাম গেমটি । গেমের শুরুতে ৪-৫ জন নারী-পুরুষ থাকতো । আর একটি টাউন হল । এদেরকে নিয়েই খেলা শুরু হতো । ফুড, স্টোন, উড, গোল্ড এগুলো সংগ্রহ করে আস্তে আস্তে পপুলেশন বৃদ্ধি করে উন্নয়ন করতে হতো । ধীরে ধীরে ঘরবাড়ি, কল-কারখানা, ব্যারাক, শিপ ইয়ার্ড, খনি, মার্কেট এসব তৈরী করতে হতো । নানান রকমের অস্ত্র, সৈন্যবাহিনী প্রস্তুত করে হামলা করতে হতো বিপক্ষ রাজ্যকে । এক একটা AGE আপগ্রেড করতে করতে আদিম একটি জনগোষ্ঠী থেকে মধ্যযুগীয় উন্নত একটি রাজ্যে পরিণত করতে হতো । এরপরে শুধু যুদ্ধ আর যুদ্ধ । বিপক্ষ রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারলেই ভিক্ট্রি ।


৪. Cossacks European Wars


রাশিয়ানরা টেক্কা দিয়েছিলো আমেরিকা'কে এই গেমটি ডেভেলপ করে । গেমের ধরণ মাইক্রোসফটের Age of Empires এর মতোই স্ট্রাটেজি গেম । কিন্তু, গ্রাফিক্স, সাউন্ড থেকে শুরু করে গেমের স্টাইল এবং স্টোরী অনেক বেশি উন্নত । এখানেও, গেমের শুরুতে অল্প কয়েকজন সিভিলিয়ান দেয়া থাকতো । তাদেরকে নিয়েই ধীরে ধীরে একটি ধনী ও সামরিক শক্তিতে উন্নত সাম্রাজ্য গড়ে তুলতে হতো । Age of Empires এ শুধু তলোয়ার-তীর ধনুকের লড়াই হতো । কিন্তু Cossacks European Wars এ বন্দুক, পিস্তল, রাইফেল, কামান ছিল । তাই লড়াইটা জমতো ভীষণ রকম ভাবে । এই জন্য, এই গেমটি আমার দারুন ফেভারিট ছিল । এটিই একমাত্র গেম যেটি এখনো খেলি সময় পেলে । বিগত ২২ বছর ধরে খেলে আসছি । মজা একটুও কমেনি ।


৫. Hitman


আমার বন্ধুদের মধ্যে একমাত্র আমিই এই গেমের সবগুলো লেভেল পাস করতে পেরেছিলাম । যারা হিটম্যানের ভক্ত তারাই জানেন লেভেলগুলো কতটা চ্যালেঞ্জিং হয়ে থাকে । একটি গোপন এজেন্সি । তারা হিটম্যান তৈরী করে । ক্ষুরধার ব্রেইন, অসম্ভব শারীরিক শক্তি আর যে কোনো অস্ত্র চালনায় বিশ্বের মধ্যে নিঃসন্দেহে প্রথম শ্রেণীর । যে কোনো টপ লেভেলের assassination এর কাজে বা গোপন যে কোনো মিশনে হিটম্যান সাকসেস । গোটা একটি সেনাবাহিনীর মধ্যে ঢুকে যাকে খতম করার দরকার তাকে ঠিকই খতম করে বিড়ালের মতো নিঃশব্দে কাজ সেরে বেরিয়ে আসে । একটি নেগেটিভ ক্যারেক্টার যে কতটা পপুলারিটি অর্জন করতে পারে তা হিটম্যানের মতো গেম বাজারে না এলে বোঝাই যেতো না । আমাদের সমসাময়িক সব বন্ধুদের হিরো ছিল হিটম্যান । আমি এখনো ভক্ত । তাই, স্যুটেড বুটেড হলে হিটম্যানের মতোই ড্রেসআপ করি । কালো কোট, সাদা শার্ট, লাল টাই ।


৬. EA Sports Cricket 2000


স্পোর্টস গেম যতগুলি ছিল তার মধ্যে EA sports এর এই ক্রিকেট গেমটিই আমার কাছে সবার সেরা মনে হতো । ঘন্টার পরে ঘন্টা খেলতাম এই গেমটি । ওয়ান ডে, টেস্ট, ১০ ওভারের ম্যাচ, ২০ ওভারের ম্যাচ সবই খেলতাম । বিশ্বকাপ , টুর্নামেন্টও খেলতাম । বন্ধুদের নাম অ্যাড করে করে নিজের টিম গঠন করেও খেলতাম । অসম্ভব প্রিয় ছিল আমার এই ক্রিকেট গেমটি ।


৭. Need For Speed


কার রেসিং গেমের মধ্যে এটিই ছিলো আমার সব চাইতে প্রিয় গেম । যারা এই গেমটি খেলেছেন তারাই বুঝতে পারবেন এর আকর্ষণীয় ক্ষমতা । গ্রফিক্স, সাউন্ড দারুন কোয়ালিটির । রেস খেলাও বেশ ইজি । গেমের কন্ট্রোলটি নাইস । এতো easy কন্ট্রোল আর কোনো কার রেসিং গেমে আমি দেখিনি । গাড়িগুলোর মডেলগুলোও ছিলো জাস্ট ওয়াও । পরিশেষে রেসিং রোড গুলির কথা না বললে অপূর্ণ রয়ে যাবে । অনেকগুলো সাপের মতো আঁকা বাঁকা রোডে রেস করতে হতো । রাস্তার দু'পাশের প্রাকৃতিক দৃশ্যাবলী খুব নিখুঁতভাবে তৈরী করা হয়েছিল । ফলে রেসিং এর সময় ফিলিংসটা ছিল জাস্ট অসাম ।


Comments

Sort byBest