"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ : DIY কন্টেস্ট "কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি"

rme -


সচরাচর আমি কখনোই কন্টেস্টে অংশগ্রহণ করি না । কিন্তু, এবছরে তিন তিনটি কন্টেস্টে পার্টিসিপেট করে ফেললাম । একটা ছিল প্লে ডো দিয়ে আর্ট তৈরী করা, একটা পেঁপের ডগা ইউজ করে মোমবাতি তৈরী করা আর লাস্টটা হলো এই যে আজকেরটা - কাগজ দিয়ে ফুল তৈরী করা । আর্ট বা ক্র্যাফটিং এর কন্টেস্টে আমি খুশি মনেই পার্টিসিপেট করি । কারণ, যে জিনিসটা আমি পারি না তাতে উৎসাহ আমার থাকে না । যেমন রেসিপি কনটেস্ট । এটা আমি ভীষণই পছন্দ করি । কিন্তু, নিজে বানাতে পারি না, তাই কন্টেস্টে আমার কোনো অংশগ্রহণ থাকে না ।

এ সপ্তাহে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতার ৪২তম কনটেস্ট শুরু হয়েছে । আপনাদের একটা তথ্য শেয়ার করি । এ যাবৎ স্টিমিট প্ল্যাটফর্মে কন্টেস্টের মোট প্রাইজমানির নিরিখে "আমার বাংলা ব্লগ" এর ধারে কাছেও নেই কোনও কমিউনিটি ।এই দু'বছর ধরে নিয়মিত, অনিয়মিত এবং স্পেশ্যাল কনটেস্ট সব ক'টি মিলিয়ে মোট প্রাইজ মানি ৩০,০০০ স্টিমেরও বেশি ।


তো এবার আসি মূল বিষয়ে । এ সপ্তাহের DIY কনটেস্ট "কাগজ দিয়ে ফুল তৈরি" -তে আমি পার্টিসিপেট করেছি । এর আগে টুকটাক কাগজ কেটে ফুল বানিয়েছি । কিন্তু, এটা কনটেস্ট বলে কথা । আর আমার হাতেও কোনো টাইম নেই । তাই সারা রাত জেগে আমি আর তনুজা কাগজের ফুল তৈরী করেছি । তনুজার কন্টেস্টের পোস্ট একটু পরেই আপনারা পাবেন । আমারটা এখন দিয়ে দিলুম ।


উপকরণ :

০১. রঙিন কাগজ - সবুজ, বেগুনি, আকাশী ও কমলা রঙের
০২. কাঁচি
০৩. টিস্যু পেপার
০৪. Glue
০৫. রঙ পেন্সিল - বেগুনি আর ওরেঞ্জ কালার
০৬. টুথপিক


Procedures :


Step 01 :
প্রথমে বেগুনি কালারের দুটি পেপার নিয়ে সেগুলোর উপরে বেগুনি কালারের পেন্সিল দিয়ে নয়নতারা ফুল এঁকে নিলাম বেশ কয়েকটা ।


Step 02 :
এরপরে কাঁচি দিয়ে পেন্সিলের রেখা বরাবর কেটে বের করে নিলাম নয়নতারা ফুলের পাঁপড়িগুলো একে একে । এক একটি ফুলের জন্য মোট ছ'টি করে পাঁপড়ি কেটে বের করে নিলাম । ছ'টি ফুলের জন্য মোট ৩৬ টি পাঁপড়ি । বিশাল ধৈর্য্যের প্রয়োজন হয় এ জন্য ।


Step 03 :
সবশেষে পাঁপড়ি গুলো বৃত্তাকারে সাজিয়ে এরপরে পাঁপড়ি গুলোর সংযোগস্থল কেন্দ্রে আঠা দিয়ে অরেঞ্জ কালারের ছোট্ট একটা বৃত্তাকারে কাটা টুকরো জুড়ে দিলাম । এর ফলে ফুলগুলোর সামনের দিকে পাঁপড়িগুলোর কেন্দ্রস্থল হলো হালকা কমলা রঙের, আর পেছনদিকটা একদম নিখুঁতভাবে জুড়ে গিয়ে বেগুনি রঙের হয়ে গেলো ।


Step 04 :
ফুল তো হলো । এবার পাতা বানানোর পালা । নয়নতারা ফুলের পাতা একদম ঘন সবুজ কালারের হয়ে থাকে । দু'টো ডিপ গ্রীন পেপার নিয়ে তার উপরে সবুজ রঙের পেন্সিল দিয়ে বেশ কিছু নয়নতারা ফুলগাছের পাতা এঁকে নিলাম ।


Step 05 :
পাতা আঁকা তো হলো । এবারে কাটার পালা ।না কাঁচি দিয়ে পেন্সিলের রেখা বরাবর কুচ কুচ করে কেটে বের করে নিলাম অনেকগুলো সবুজ রঙের ছোট্ট ছোট্ট পাতা । এখানে একটা কথা না বলে পারলাম না - কাঁচি দিয়ে কাগজ কাটতে সেই মজা !


Step 06 :
এবারে ফুল গাছের কান্ড বানানোর পালা । এখানে একটু ক্রিয়েটিভিটি দেখালাম । নয়নতারা ফুলের কান্ড একদম ঘন সবুজ ।কিন্তু, আমি এটাকে আকাশি কালার করে দিলাম । আকাশি রঙের দুটো কাগজ নিয়ে রোল করে এরপরে আঠা দিয়ে ধারগুলো জুড়ে জুড়ে একটা সুন্দর কান্ড তৈরী করে নিলাম ।


Step 07 :
দু'টি টুথপিক নিয়ে তার উপরে বেগুনি কালারের পেপার রোল করে জড়িয়ে দু'টি নয়নতারা ফুলের কুঁড়ি বানিয়ে নিলাম ।


Step 08 :
এরপরে কাণ্ডে ফুল, কুঁড়ি ও পাতা গাম দিয়ে জুড়ে জুড়ে একটা নয়নতারা ফুলের শাখা তৈরী করে ফেললাম খুব সহজেই ।


Step 09 :
কাজ তো প্রায় শেষ । বাকি আছে শুধু আঠা যেখানে যেখানে ভালোভাবে যায়নি সেখানে ভালোকরে দিয়ে চেপেচুপে লাগানো । আরো কয়েকটি পাতা লাগিয়ে নয়নতারা ফুলের শাখাটিকে একটা ফুলের তোড়ার মতো রূপ দেওয়া । সেই কাজটি অবশেষে যখন সম্পন্ন হলো তখন ফাইনাল লুকের বেশ কয়েকটি স্নাপ্শট্ নিলাম ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ২৪ আগস্ট ২০২৩

টাস্ক ৩৬৫ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ea2c43d4fc793cf7696c4ec775b77a1fad3f93b2b8549516762a254fd28c7719

টাস্ক ৩৬৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy