আমি যখন ফ্রী থাকি তখন গভীর রাত নামে আমাদের শহরের আকাশে,
বাতাস থেমে যায়, নিঃস্তব্ধতা গ্রাস করে নির্জন রাস্তার নিয়ন বাতির নিচে |
আমি যখন ফ্রী হই, তখন সব মানুষ ঘুমায়, জেগে থাকে শুধু রাতচরা কিছু পাখি,
ডানা ঝাপটায় তারা-জ্বলা আকাশের নিচে শুয়ে, নির্ঘুম চোখে শুধু চেয়ে ।
আমি যখন ফ্রী থাকি প্রিয়, তুমি তখন স্বপ্নের রাজ্যে,
তোমার স্বপ্নে আমার প্রবেশ নিষেধ, তাই একাকী নির্জন এ গভীর রাতে
আমি সঙ্গ দেই দখিনা হাওয়ার সাথে, রাতজাগা পাখি আর ভোরের শুকতারা সাথে ।
শেষ রাতের ক্ষয়ে যাওয়া চাঁদ আর প্রায় নিভে আসা তারাদের সাথে আমার কথা হয়,
মনের জানালা খুলে আমি তাদের সাথে আমার ফ্রী সময় কাটাই ।
অবশেষে, আমার যখন ঘুম পায় তখন আকাশের সমস্ত তারাদের ছুটি হয়ে যায় ।