এক গুচ্ছ অণুকবিতা "শিশিরে ভেজা শিউলি"
23 comments
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : pixabay

এক গুচ্ছ অণুকবিতা "শিশিরে ভেজা শিউলি"

💘
♡ ♥💕❤
বাংলা স্যার হবো আমি,
কবিতার বই এনে দেব বিস্তর ।
কবিতা পড়বে, কবিতা লিখতে
শেখাবো তোমায় ।
কবিতায় আর ইশারায়,
নীল খামে শিশিরে ভেজা চিঠি
পাঠাবো তোমায় ।
শিউলি ফুলের ঝরা পাপড়ি,
কিছু ছড়িয়ে দেবো
নীল খামের ভেতরটায় ।
যদি সুগন্ধি পাও,
সাথে আমার আঙুলের ছোঁয়াখানি,
বুঝে নিও স্পর্শ পাঠালেম তোমায় ।
যদি টের পাও আমার ইশারাখানি,
তবে তুমি প্রেমে পড়লেও পড়তে পারো,
আমি জানি ।
যতই হোক না কেনো তোমার
প্রেমে পড়া বারণ ।
চক্ষে আমার তৃষ্ণা ওগো,
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে ।
তোমার নামটি হৃদয়ে নিয়ে,
বুকে আমার আগুন জ্বলে ।
আমার কল্পনায় শুধু তুমি,
আমার স্মৃতির প্রতিটা পাতায়
শুধু কার নাম লেখা ?
সে শুধু তুমি, তুমি, তুমি ।
আমার শয়ানে, স্বপনে,
রাত্রি জাগরণে,
ক্লান্তিহীন দু'চোখের পাতায়,
ঝরা বকুলের ব্যথিত হুতাশে,
শুধু তুমি আর তুমি ।
♡ ♥💕❤
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২২ মার্চ ২০২৩
টাস্ক ২১২ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : fd1246ec27977527cab11f59ce1eb35ae85ad7b26a91fdb2fce6c5ffe2696d08
টাস্ক ২১২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

Comments