New to Nutbox?

ফিরে দেখা : "পুরোনো কিছু ফোটোগ্রাফি" - পর্ব ০৪ [শেষ]

25 comments

rme
90
last yearSteemit3 min read

গত তিনদিন ধরে চলা আমার বিশেষ কিছু পুরোনো ফোটোগ্রাফ নিয়ে করা সিরিজ ফোটোগ্রাফি পোস্ট ফিরে দেখা : "পুরোনো কিছু ফোটোগ্রাফি" -র আজকের অন্তিম পর্ব ।

কিছু অতীত দিনের স্মৃতিচারণা সহ বেশ কিছু আমার তোলা পুরোনো ফোটোগ্রাফ শেয়ার করছি বিগত দিন তিনেক ধরে । এর মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো ফোটো নেই, সবই সাধারণ । আর ফটো গুলো পুরোনো হলেও খুব বেশি আবার পুরোনো নয় । মেরেকেটে এই ধরুন এভারেজ ৫-৭ বছরের পুরোনো হবে । তার বেশি নয় ।

বেশিরভাগ ফটোই হয় নিকন ক্যামেরা দিয়ে তোলা, না হয় আমার ফিলিপস ক্যামেরা অথবা আমার নিজস্ব মোবাইল ক্যামেরা দিয়ে তোলা । আর অধিকাংশ ছবিই গ্রামে তোলা । শহরে তো আমি কোনো সাবজেক্টই পাই না ছবি তোলার । তাই আমার ফটোগ্রাফির একমাত্র আশা ভরসা হলো গ্রামের উন্মুক্ত প্রকৃতি ।

শহরে ছবি তুলি শুধু পুজোর সময় । পুজোর সময় কখনো গ্রামে যাওয়া হয় না । কারণ ওই সময়টাতে গ্রামে বেশ গরম থাকে, সঙ্গে প্যাচপ্যাচে কাদা না হয় বৃষ্টি লেগেই থাকে । তাই প্রত্যেক বছর পুজোটা শহরেই কাটানো হয়ে থাকে । প্রত্যেক পুজোর সময়ে বেশ কিছু সিরিজ ফোটোগ্রাফি তাই থাকেই - দূর্গা পুজো, কালী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি ।

আজকে আরো কিছু আমার করা পুরোনো দিনের পুরোনো ফোটোগ্রাফি শেয়ার করতে চলেছি । আশা করছি গত পর্ব গুলোর মতোই এগুলোতেও আপনাদের সাড়া পাবো । তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ফোটোগ্রাফি, সর্বমোট আঠাশটা (২৮) ফোটোগ্রাফ শেয়ার করেছি আজকের পোস্টে -


সূর্যোদয়ের ছবি । দিগন্তরেখার গাছপালার মাথার উপর দিয়ে উঁকি মারছে লাল টুকটুকে সূর্য ।

জানালার শার্সির বাইরে একটি শালিক । ছবিটা কোথায় তুলেছিলাম তা আর মনে নেই ।

পত্র মঞ্জরী

রাত্রি নেমেছে আমার শহরের বুকে

শুঁয়োপোকা

পার্পল প্যাশনফ্লাওয়ার

অবেলায় গঙ্গার ঘাটে

শীতের স্নিগ্ধ গঙ্গা

নাম না জানা বুনো ফুল

পিটুনিয়া

জল ফড়িং

ছিন্ন মুকুল

জীবিত ও মৃত

বাঁধন

জয় হিন্দ

ভাই-বোন

শৈশব

বালকবেলা

ইঁটভাটার শিশুরা

ভারতীয় শিশু

তাজমহলের সামনে আমার পুটুমা

অভিশপ্ত শৈশব

কানি বক

চিল

একটি শালিক


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৮ মে ২০২৩

টাস্ক ২৫৯ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১১ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6c69e4d4ed0f85433c9a2543ad662b939ab658b75bedc4b5eb916e5d5c7fa29e

টাস্ক ২৫৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest