আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 11
10 comments
পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪] [এপিসোড ০৫] [এপিসোড ০৬] [এপিসোড ০৭] [এপিসোড ০৮] [এপিসোড ০৯] [এপিসোড ১০]
আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে । যদিও এসকল আপডেট এখনো লাইভে আনা হয়নি । তবে, অফলাইনে আপডেটের কাজ চলছে । সমস্যা যেটা হলো সেটা টাইম নিয়ে । বর্তমানে হাতে একদমই টাইম নেই বললেই চলে । তার মাঝেও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ৪০-৪৫ মিনিট টাইম বের করি আমার এই শখের প্রজেক্টটির জন্যে ।
এবার আসি কী কী আপডেট আনতে চলেছি সে সকল বিষয়ের উপর একটা সংক্ষিপ্ত রেখাপাতে -
০১ মাস্টার কী/এনক্রিপশন কী ইনহেরিটেন্স ব্যাকআপ ফিচার
০২ সীড সুইচিং ফিচার
০৩ নিউ কয়েন অ্যাড (আপ টু ৫০০)
আজকের পোস্টে আমি "মাস্টার কী/এনক্রিপশন কী ইনহেরিটেন্স ব্যাকআপ ফিচার" নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি । পরবর্তীতে বাকি আপডেট গুলো নিয়ে আলোচনা করবো ।
আপডেট ০১ :
আমার এই প্রজেক্টটি মূলত এনক্রিপশন এর উপরেই বেজ করে । তাই, এনক্রিপশন কী বা পাসওয়ার্ড-ই আসলে সব কিছু । ধরুন আপনি আপনার মাস্টার কী ইউজ করে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট এনক্রিপ্ট করে সেগুলোর প্রিন্ট আউট ব্যাক রাখলেন । এ ক্ষেত্রে যতক্ষণ না আপনার মাস্টার কী আপনার উত্তরাধিকার যিনি থাকবেন তার সাথে শেয়ার না করবেন ততক্ষন অব্দি এটা আপনার অবর্তমানে recoverable হবে না । আবার আপনি যে মুহূর্তে আপনার মাস্টার পাসওয়ার্ড আপনার উত্তরাধিকারকে শেয়ার করবেন সেই মুহূর্ত হতে তিনিও আসলে আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেট গুলোর মালিক বনে যাবেন । এবং আপনার বিনা অনুমতিতেই চাইলেই কিন্তু তিনি সকল ক্রিপ্টো ওয়ালেট এক্সেস করতে পারবেন । এই প্রব্লেমটা সল্ভ করা হয়েছে এই আপডেটে ।
সফটওয়্যার এর নেক্সট ভার্শনে Backup/Restore Password নামে একটা নিউ অপশন অ্যাড করা হয়েছে । এটার মাধ্যমে আপনি আপনার মাস্টার পাসওয়ার্ড এর সেফ ইনহেরিট্যান্স ব্যাকআপ নিতে পারবেন । তো চলুন দেখে নেওয়া যাক -
ধরুন আপনার মাস্টার কী হলো 936b57dc5b18567557372060fa9b2cc5332a38e6ffe432a17855f6662ecf9157 ।
এই কীটি আপনাকে এমনভাবে ব্যাকআপ রাখতে হবে যাতে সেটা পুরোপুরি নিরাপদ থাকে । তো চলুন শুরু করা যাক ।
প্রথমে সফটওয়্যার এর পাসওয়ার্ড সেক্শনে গিয়ে *Backup/Restore এ ক্লিক করতে হবে । একটা পপ আপ উইন্ডো ওপেন হবে -
এবার এই পপ আপ উইন্ডোর পাসওয়ার্ড ফিল্ডে আপনার মাস্টার পাসওয়ার্ডটি দিন -
দেখুন দুটি আলাদা আলাদা বক্সে পাসওয়ার্ডটি স্প্লিট হয়ে গিয়েছে । প্রথম অংশটি হলো JtDxcrX6WGfFMfQ8veB4b7AfwqNRJSGuGcXYtf4gj8GnG
এটি আপনার লকার কপি । অর্থাৎ, এই কপিটি আপনি সযত্নে আপনার ব্যাংকের লকারে রেখে দেবেন যার নমিনি থাকবে আপনি যাকে উত্তরাধিকারী করবেন তিনি ।
আর দ্বিতীয় অংশটি হলো HQDAiB1EzftJXtU94S5gXJNbbmN9fDUaLVQRRk2tDLHfB
এই অংশটি হলো আপনার ইনহেরিটেন্স কপি । অর্থাৎ, এই কপিটি আপনার উত্তরাধিকারকে দেবেন ।
আপনার ব্যাংকের লকারে থাকা অংশ এবং আপনার উত্তরাধিকারীর কাছে থাকা অংশ, এই দুটি অংশেরই একত্রে দরকার আপনার মাস্টার পাসওয়ার্ডটি রিস্টোর করতে । মনে রাখবেন আপনার মাস্টার পাসওয়ার্ডটি স্প্লিট করে সেই অংশদুটিকে ব্লেন্ড করে আবার সেগুলোকে জোড়া দিয়ে base58 এনকোডিং algorithom দিয়ে এনকোড করে দুটি আলাদা ব্যাকআপ create করা হয়েছে । তাই কোনো একটি অংশ দিয়ে বা তার থেকে মাস্টার পাসওয়ার্ড রি-জেনারেট করা ইম্পসিবল ।
আর আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকার ভিন্ন আর কেউ যদি কোনোক্রমে লকারের ওই কপিটির ব্যাকআপ জেনেও ফেলে তবে সেটাও নিরাপদ । দুটি কপি এবং এই সফটওয়্যার ছাড়া মাস্টার পাসওয়ার্ড রিকোভার সম্ভব নয় । আপনি আপনার লকার ব্যাকআপ কপির একাধিক প্রতিলিপি তৈরী করে ভিন্ন ভিন্ন লকারে সেভ রাখতে পারবেন । তাহলে, একটি হারিয়ে বা চুরি হয়ে গেলেও অন্যগুলি নিরাপদে থাকবে ।
এবারে আসি দুটি ব্যাকআপ কপি ইউজ করে কি ভাবে আপনার মাস্টার পাসওয়ার্ড রিকোভার হবে -
এই অংশটি আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকারীর ইউজের জন্য ।
Backup ট্যাবের পাশে Restore ট্যাবে ক্লিক করুন -
এবারে প্রথম ফিল্ডে আপনার লকার কপির কীটা এন্টার করুন । আর দ্বিতীয় ফিল্ডে আপনার ইনহেরিটেন্স কপির কীটা এন্টার করুন -
এবারে নিচের Restore বাটনে ক্লিক করুন । দেখুন লকার কী JtDxcrX6WGfFMfQ8veB4b7AfwqNRJSGuGcXYtf4gj8GnG এবং ইনহেরিট্যান্স কী HQDAiB1EzftJXtU94S5gXJNbbmN9fDUaLVQRRk2tDLHfB দুটি কী বেমালুম জোড়া লেগে গিয়ে মাস্টার কী 936b57dc5b18567557372060fa9b2cc5332a38e6ffe432a17855f6662ecf9157 পুনরুদ্ধার হয়ে গিয়েছে । মজাই মজা।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৩
টাস্ক ৩৮৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : eb3a171a277a8bb297d84effc594c58620790f57dd84dec7b4da04aae8ad5f4f
টাস্ক ৩৮৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments