New to Nutbox?

কোলকাতার পুজো - পর্ব ০৬

11 comments

rme
90
9 months agoSteemit3 min read

আজ ধারাবাহিক ফোটোগ্রাফি পোস্ট "কোলকাতার পুজো"-র ষষ্ঠ পর্ব প্রকাশিত হতে চলেছে । আজকে একটি মাত্র পুজো প্যান্ডেলের ছবি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে । এটি "ন'পাড়া দাদা ভাই সংঘের" পুজো । এই পুজো প্যান্ডেলের ভেতর একটা রঙীন আর্টের জগৎ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে । প্যান্ডেলের ছাদ থেকে মেঝে অব্দি সর্বত্র যেন রঙ তুলির ছোঁয়া । মন মাতানো সব রঙের আঁকিবুকি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তারই মাঝে অসংখ্য ঝাড় লণ্ঠন আর নানান রঙের লাইটিংয়ে ঝলমল করছে পুরো পুজো প্রাঙ্গন ।

এরপরে আসি পুজোর প্রধান আকর্ষণ - দেবী প্রতিমা । এই প্যান্ডেলে দেবী দুর্গার দু'টি ভিন্ন রূপ প্রদর্শন করা হয়েছে । প্রথম প্রতিমাটি দেবী চণ্ডিকা । প্রাচীন ঢঙের এই মূর্তি সেই চিরায়ত মহিষাসুর মর্দিনীরই রূপ হিসেবে চিত্রিত । পিতলের তৈরী প্রকান্ড এই দূর্গা প্রতিমা । আর মূর্তির গঠন শৈলী এক কথায় অপূর্ব । দ্বিতীয় প্রতিমাটি হলো দেবী দুর্গার চিরায়ত "মাতৃমূর্তি" । শান্ত স্নিগ্ধ মূর্তি তাঁর । প্রশান্ত বদনে দেবী লক্ষী, সরস্বতী, কার্তিকেয় আর গণেশের সাথে শোভা পাচ্ছেন । এই মূর্তির ডান হস্ত বরাভয়ের ভঙ্গিতে প্রদর্শিত । মহিষাসুর মর্দিনী রূপ এখানে সম্পূর্ণরূপে অনুপস্থিত ।

তো আসুন দেখে নেয়া যাক আমার আজকের আয়োজন । আশা করছি ভালোই লাগবে এবারের এপিসোডটিও আপনাদের কাছে ।


ন'পাড়ার দাদা ভাই সংঘের পুজো প্যান্ডেলে ঢোকার প্রধান তোরণ এটি ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৯ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এগুলো যান্ত্রিক পুতুল । আলো দিয়ে সাজানো আর যন্ত্রের মাধ্যমে পরিচালিত এগুলো । প্রথমটি হলো পরী, দ্বিতীয়টি আর তৃতীয়টি হলো বাদ্যবাজনারত ভূত । একটা ভূত গীটার বাজাচ্ছে আরেকটা ড্রাম বাজাচ্ছে ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ৯ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আলোর রোশনাই দিয়ে সাজানো আলোর গাছ আর ক্রিসমাস ট্রী ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


যেদিকে তাকাই রঙের ছড়াছড়ি । অ্যাবস্ট্রাক্ট আর্টের সমারোহ । অত্যন্ত প্রিয় আমার এই আর্ট । বিভিন্ন রঙের ব্রাশ স্ট্রোকে যেন রঙের ঝলকানিতে চারিদিক মুগ্ধতার আবেশ মাখা । জাস্ট অপূর্ব ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শুধু রং নয়, আছে অজস্র ঝাড়বাতি আর বিভিন্ন রঙের লাইটিং । সব মিলিয়ে এক স্বপ্নলোকের সৃষ্টি করা হয়েছে প্যান্ডেলের অভ্যন্তরে ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দু'টি ভিন্নরূপে দেবী দূর্গা । একটি হলো চিরায়ত মহিষাসুর মর্দিনী । আরেকটি শান্ত সমাহিত মাতৃমূর্তি । দু'টোই অনন্যসাধারণ । অপূর্ব প্রতিমা ।
তারিখ : ২২ অক্টোবর, ২০২৩
সময় : রাত ১০ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৩৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 91b0ddb67022161b99ffabdfc35a4c83c61a87d9a8617cd21c2cec25eb6b25c3

টাস্ক ৪৩৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Comments

Sort byBest