New to Nutbox?

জগদ্ধাত্রী পুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৩

9 comments

rme
89
last yearSteemit4 min read


এর আগে দুটি এপিসোডে জগদ্ধাত্রী পূজা পরিক্রমার যেগুলি পুজো প্যান্ডেল শেয়ার করেছি তার মধ্যে খুব জাঁকজমকের প্যান্ডেল মোটে একটিই ছিল । আজকে যে পুজো প্যান্ডেলটি শেয়ার করতে চলেছি এটিও সাধারণ, তবে এই প্যান্ডেলে প্রচুর আলোর কাজ করা হয়েছিল । সেই আদি এবং অকৃত্রিম চন্দননগরের বিখ্যাত আলোক সজ্জা । ছোটবেলা থেকেই এর এত নামডাক শুনে আসছি তা আর বলার নয় ।

এই পুজো প্যান্ডেলে আলো দিয়ে অর্থাৎ এল ই ডি বোর্ড দিয়ে চমৎকার সব অ্যানিমেশন এবং মুভিং অবজেক্ট তৈরী করা হয়েছিল । আজকাল প্রযুক্তি অনেক উন্নত, যত সব এল ই ডি বোর্ডের আলোর অ্যানিমেশন কম্পিউটার দিয়ে বিশেষ সফটওয়্যার এর মাধ্যমে করা হয়ে থাকে । তবে, চন্দননগরের আলোকসজ্জায় কম্পিউটার ইউজ হয় না বললেই চলে । এখানে প্রাচীন যান্ত্রিক ব্যবস্থায় সবকিছুই করা হয়ে থাকে । এই সকল সাবেকি আমলের যন্ত্র দ্বারা এত আধুনিক অ্যানিমেশন ও মুভিং অবজেক্ট তৈরী করা যে পসিবল সেটা চন্দননগরে না গেলে বুঝতে পেতাম না ।

এই প্যান্ডেলে ঢোকার মুখে প্রায় ২০০ গজ জুড়ে অসংখ্য এল ই ডি বোর্ডের আলোক সজ্জা, অ্যানিমেশন এবং মুভিং অবজেক্টের ছড়াছড়ি । আমি অল্প কয়েকেটার মোটে ফটো তুলেছিলাম । সেগুলোই এই পোস্টে তুলে ধরেছি ।

ঢোকার মুখেই একদল ড্রাগন মুখে আগুনের হল্কা ছড়িয়ে নাচতে নাচতে এদিক থেকে ওদিক চলে গেলো । এরপরে একদল পুরুষ ও রমণী পুতুল নাচ দেখালো এক এক করে । তারপরে দেখলাম দুটি ইয়া বড় জিরাফ গলা বাড়িয়ে এদিক ওদিক চাইছে । এরই মাঝে একটু অন্ধকার কোণে বিকটদর্শন সব রোবোটিক ভূত, প্রেত ও পিশাচের মূর্তি । সেগুলো হাত পা নাড়িয়ে চলে ফিরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে রক্তজল করা গর্জনে আর হি হি করা বিকট হাস্যে চারিদিক প্রকম্পিত করে তুলছে । সে এক দারুন পরিবেশ ।

এক জায়গায় দেখলাম বাংলা প্রচলিত ছড়া "আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ....." -কে থিম করে এক খোকা বাবু ঘোড়ায় চড়ে চলেছে । এটা এল ই ডি বোর্ডের আলোর অ্যানিমেশন ও মুভিং অবজেক্টের যুগপৎ সমন্বয়ে তৈরী । এছাড়া আরও প্রচুর আলোর অ্যানিমেশন আর অসংখ্য মুভিং অবজেক্ট দেখলাম ।

তবে, প্রতিমাটি একদমই সাদামাঠা ছিল । সাদামাঠা হলেও সুন্দর দেখতে ছিল খুব । মোটকথা সব মিলিয়ে দারুন একটা এনজয়মেন্ট ছিল এই পুজো প্যান্ডেলে ।


এগুলি সব এল ই ডি বোর্ডের আলোর অ্যানিমেশন ও মুভিং অবজেক্টের যুগপৎ সমন্বয়ে তৈরী

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


"আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ....."

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ২০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অতি উন্নতমানের আলোকসজ্জা ও রোবোটিক অবজেক্ট

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ২৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ভূত প্রেত রাক্ষস খোক্কস

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জগন্মাতা শ্রী শ্রী জগদ্ধাত্রী

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ২৩ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৫৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 684865446f6153d509a4d60db02f66d600b1343ce12fda6051d1b49f6a76272e

টাস্ক ১৫৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest