New to Nutbox?

Indian Museum ভ্রমণ -পর্ব ২২

32 comments

rme
81
4 months agoSteemit3 min read

Indian Museum ভ্রমণ -পর্ব ২২


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২১


শুভ অপরাহ্ন বন্ধুরা,

আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ।

আমাদের এখানে আজকে আবার বিকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে । সর্বত্রই মন খারাপের আভাস ।এরই মাঝে কিছুটা আনন্দ দিতে আবারো হাজির হয়েছি আমার মিউজিয়াম ভ্রমণ পর্বের ২২ তম এপিসোড নিয়ে ।

আজকে আমি আবারো কয়েকটি প্রাণীর স্টাফ করা দেহ ও কঙ্কাল এর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি । আশা করছি আয়োজনটি একেবারে ব্যর্থ হবে না । আজকে যে সব প্রাণীর দেহ ও কঙ্কালের ফটোগ্রাফ থাকছে সেগুলো হলো :

১. জাভান রাইনোসরাস
২. আফ্রিকান হাতি
৩. ওয়ালরাস বা সিন্ধুঘোটক
৪. ডোয়ার্ফ বাফেলো বা আনোয়া
৫. ব্লু হোয়েল
৬. নরহোয়েলে
৭. মোম তিমি বা স্পার্ম হোয়েল

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


এটি একটি বাচ্চা জাভান রাইনোসরাসের স্টাফ করা দেহ ।এই জাভান রাইনোসরাস প্রজাতিটি এক শৃঙ্গ গন্ডারের একটি প্রজাতি । এদেরকে ভারত , ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও ভিয়েতনামে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আফ্রিকান একটি দাঁতালো পুরুষ হাতির কঙ্কাল । আফ্রিকান হাতি ভারতীয় হাতি অপেক্ষা বৃহদাকার ও এদের দাঁতের আকৃতিও বিশাল হয়ে থাকে ভারতীয় হস্তীর তুলনায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি হলো একটি ওয়ালরাস বা সিন্ধুঘোটক । বিশাল থলথলে দেহ, মুখ ভর্তি গোঁফ আর বিশাল বিশাল দুটি হাতির দাঁতের মতো দাঁত রয়েছে এদের । একটি পুরুষ সিন্ধুঘোটক সর্বোচ্চ ২,০০০-৩,০০০ কিলো গ্রামের হয়ে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডোয়ার্ফ বাফেলো বা আনোয়া । এরা আদতে ওয়াটার বাফেলোর একটি ক্ষুদ্র সংস্করণের প্রজাতি । রেইনফরেস্টে বাস এদের । আকৃতি মাঝারি সাইজের একটি ছাগলের মতো ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


উপরের যে বিশালাকৃতির একটি চোয়াল দেখতে পাচ্ছেন ওটা হলো ব্লু হোয়েল বা নীলতিমির চোয়াল ও মাথার খুলি । আর নিচের স্কেলিটনটা হলো নরহোয়েলের পুরো কঙ্কাল । নীলতিমি কি বিশাল সাইজের হয় সেটা মিউজিয়ামে গিয়ে তার চোয়াল দেখলেই মালুম হয় । একটি নীলতিমির চোয়ালের সাইজ হলো পুরো একটা নরহোয়েল ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি মোম তিমি বা স্পার্ম হোয়েলের মেরুদন্ড, দুই চোয়াল আর মাথার খুলির অংশ । এই তিমির মাথায় কয়েক টন মোম থাকে বলেই এদেরকে বলে মোম তিমি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Comments

Sort byBest