দোলের দিন খুবই ছোট্ট করে আমাদের রং খেলা
32 comments
বছর আমরা দোল উদযাপনে তেমন কোনো বৃহৎ পরিকল্পনা করিনি । খুবই ছোট্ট পরিসরে সামান্য আয়োজনে দোল উদযাপন করেছি । তবে, রং কেনা হয়েছিল হরেক প্রকার । স্বাগতা আর আমার ভাই কিনে এনেছিলো এক গাদা রং, সবই অবশ্য ভেজিটেবল কালার, যাকে বলে হার্বাল কালার । মোট ছ'রকমের আবীর কেনা হয়েছিল । এছাড়াও, স্বাগতার বাবা-মা কয়েকটি কালারের আবীর উপহার দিয়েছিলেন ।
আবীর ছাড়াও স্বাগতা টিনটিনবাবুর জন্য মুখোশ, কালার স্প্রে গান আর পিচকারি কিনে এনেছিল । দোলের দিন ভোরে ঘুম থেকে উঠেই আবীরের থালা, মুখোশ, কালার স্প্রে গান আর পিচকারি নিয়ে সবাই ছাদে চলে গেলুম । সেই সাথে একটা ছোট বালতিও নিয়ে গেলুম সঙ্গে করে । বালতিতে আবীর গুলে পিচকারিতে ভরে সবার গায়ে রং ছিটিয়ে দেব, এই ছিল আমার প্ল্যান ।
প্রথম দফায় সবার মুখে, গায়ে, মাথার চুলে বিভিন্ন রঙের আবীর মাখামাখি চললো বেশ কিছুক্ষণ ধরে । এই আবীর মাখানো বেশ মজার খেলা । দারুন এনজয় করলাম আমরা সবাই মিলে । গোলটুর মুখোশ পরে আমিও কয়েকটি পোজ দিলাম । এরপরে বালতিতে আবীর গুলে পিচকারি আর স্প্রে গান দিয়ে তাই ছেটানোর খেলা চললো আরো বেশ কিছুক্ষণ ধরে । এই সময়টাতে দারুন মজা হলো ।
ছাদময় ছোটাছুটি করে রং মারামারি চললো বেশ কিছুক্ষণ ধরে । স্বাগতা আর টিনটিনবাবু এক পক্ষ আর আমি একা আরেক পক্ষ । ওদের অস্ত্র হলো স্প্রে গান আর আমার অস্ত্র হলো রঙের পিচকিরি । শেষমেশ আমিই হেরে গেলুম । রঙ মেখে পুরো ভূত হয়ে গেলুম ।
এ বছর তনুজা অসুস্থ থাকায় সেই মজাটা আর হয়নি । এমনিতে মাত্র নিউমোনিয়া থেকে উঠলো তার ওপর আগামী অনেকগুলো মাস ধরে তাকে খুবই সাবধানে থাকতে হবে । প্রত্যেক মাসে ডক্টর চেক আপ আছে । এই সময়টাতে বেশি দৌড়ঝাঁপ, স্ট্রেস নেওয়া একদমই বারণ । রং খেলাও এই জন্য এলাউ করিনি আমি । কারণ অনেক রঙে এলার্জি থাকতে পারে । রিস্ক নিয়ে কি হবে ? মাত্র ৭-৮ মাস-ই তো, এরপরে আবার রং টং খেলা যাবে । আসছে বছর ধুমিয়ে রং খেলা হবে ।
রং খেলে ছাদ থেকে নেমে স্নানে গেলুম আর টিনটিন তার দিদিমার সাথে প্রতিবেশীদের রং মাখাতে বাড়ি বাড়ি গেলো । স্বাগতা আর আমার ভাই গেলো লেকটাউন, স্বাগতার বাবার বাড়ি । নিমন্ত্রণ ছিল আমাদের সবার, কিন্তু তনুজার এই সময় একটু দূরের কার জার্নিতে নিষেধাজ্ঞা, তাই আমরা আর গেলুম না । এভাবেই শেষ হলো আমাদের দোলের দিন ।
হোলি হ্যায় !
আবীরে রঙিন আমি ।
তারিখ : ২৫ মার্চ, ২০২৪
সময় : সকাল ১০ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আবীরে মেখে স্বাগতার সাথে সেলফি ।
তারিখ : ২৫ মার্চ, ২০২৪
সময় : সকাল ১০ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনের রং মাখা চলছে ।
তারিখ : ২৫ মার্চ, ২০২৪
সময় : সকাল ১০ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আবীর রঙে রঙিন টিনটিন ।
তারিখ : ২৫ মার্চ, ২০২৪
সময় : সকাল ১০ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments