ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৪৫ (১৪-০৩-২৪ থেকে ২০-০৩-২৪)

rme -


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৪৫ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @nevlu123


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@nevlu123$25 UPVOTE আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪,চিকেনের স্বাদে ঝাল পুলিতে নকশি শিউলি ফুল পিঠা রেসিপি।
02@nevlu123$25 UPVOTEশুধু তোমার জন্য নাটকের রিভিউ

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - ইমদাদ হোসেন নিভলু।স্টিমিট আইডি - @nevlu123। বাসস্থান - ফেনী,বাংলাদেশ ।উনার অন্যতম বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত তিনি তিনটি দেশ ভ্রমণ করেছেন এবং আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার। শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০১৮ সালের জানুয়ারি মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৬ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


স্পষ্টবাদী মানুষ অনেক সময় মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। কারণ হক কথা আবার কারো কারো ভালো লাগেনা...... by @nevlu123 • 18/03/2024

আসলে আপনি যদি স্পষ্টভাষী হন যে কারো ভুল কথার উপরে হক কথা বা সঠিক কথা মুখের উপরে বলে দেন, তাহলে মনে রাখবেন আপনার শত্রুর অভাব নেই। আপনি হয়তো জানতেও পারবে না যে কে আপনার শত্রু,আর কে আপনার বন্ধু। …

মানুষের গুণের মাঝে স্পষ্টবাদী হতে পারাটা আমি মনে করি মানুষের বিশেষ গুণগুলোর মাঝে অন্যতম। কারণ অন্যায় যে করে এবং অন্যায় সে সহ্য করে দু পক্ষ ই সমান অপরাধী। আর অনেক সময় এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয়। যখন দেখবেন যে সত্য কথা টা সকলের সামনে না বললে তখন অনেক বড় সমস্যার সৃষ্টি হয়।সে সাথে হয়তো কারো চুপ থাকার জন্যে, অন্যের সাথে অনেক বড় অপরাধ হয়ে যেতে পারে,যেটার পুরো দোষটাই কিন্তু তার হয় অর্থ্যাৎ যে চুপ থাকে।কারণ,তার দোষেই একজন মানুষ সঠিক বিচার পেলো না।তবে এটাও ঠিক যে, এমন মানুষদের আবার সবার শত্রু হয়ে যেতে হয়।তবে আমি মনে করি শত্রু হলেও অন্তত স্পষ্টবাদী হলে নিজের কাছে নিজের ছোট হতে হয় না।

ছবিটি @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

রমজান স্পেশাল - মজাদার কাঁচাছোলা মাখা রেসিপি...... by @nevlu123 • 19/03/2024

এটা যে শুধুমাত্র রমজান মাসে তৈরি করি তা কিন্তু নয়। এর আগেও অনেকবার আমরা বাসায় এটি তৈরি করেছি। কারণ এটির সাথে যদি কোন চপ বা পেঁয়াজু হয় তাহলে খেতে একদম অসাধারণ লাগে। যাই হোক ১ম রোজায় বিকেলবেলা হঠাৎ করেই কাঁচাছোলা তৈরি করছিলাম। …

কাঁচা ছোলা খাওয়া যায় তা জানি আগে থেকেই এবং তা শরীরের জন্যেও অনেক ভালো ।তবে কখনো সেভাবে খাওয়া হয়নি।সবসময় রান্না করেই খাওয়া হয়েছে।আর ছোলা আমার বরাবর ই ভালো লাগে।বিশেষ করে সাথে যদি কিছু ভাজাভুজি থাকে সেক্ষেত্রে।আর আমাদের বাড়িতেও করা হয় মাঝেসাঝে সন্ধ্যের খাবার এ।তবে এটা জানি যে ছোলা ভাজা বাংলাদেশ এ খুব খাওয়া হয়।আর রমজান মাস এ তো আরো বেশি খাওয়া হয়।তবে এভাবে একদিন কাঁচা মেখে খেতে হবে।স্বাদটা কেমন তবে টের পাওয়া যাবে।বেশ ইন্টারেস্টিং একটা রেসিপি সম্পর্কে জানলাম।

ছবিটি @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন...... by @nevlu123 • 20/03/2024

আজকে অনেকদিন পর আবারো আপনাদের মাঝে একটি আর্ট শেয়ার করতে এসেছি।আজকের আর্টের থিম হলো পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন।মূলত পৃথিবীতে অনেকগুলো রোমান্টিক মুহূর্ত রয়েছে তার মাঝে একটি রোমান্টিক মুহূর্ত হলো গোধূলি লগ্ন। …

আর্ট কিন্তু বেশ দারুণ হয়েছে।আর উনাদের হাতের কাজ গুলো বরাবর ই খুব বেশি সুন্দর হয়।উনাদের প্রায় সবার কাজ ই খুব ভালো।তার মাঝে আর্টটা অন্যতম।আর্ট করার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য্য এবং কল্পনা করা শক্তি।কারণ আমরা সেটাই আঁকতে পারি বা আঁকি যেটা মনে মনে কল্পনা করতে পারি আমরা।যার কল্পনা ও হাতের কাজ যতো নিঁখুত তার আর্টটাও ততো সুন্দর,যেমনটা এই আর্ট এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি।আর্টটি দারুণ হয়েছে।মোম রঙ সামলানো একটু কঠিন,কিন্তু উনি বেশ সুন্দর ভাবে আর্টটা করেছেন।

ছবিটি @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪[,চিকেনের স্বাদে ঝাল পুলিতে নকশি শিউলি ফুল পিঠা রেসিপি...... by @nevlu123 • 21/03/2024

আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়…

সত্যিই, উনার কাজ এর প্রশংসা করা মুশকিল। আর এটা কেনো বললাম সেটা এই রেসিপি পোস্টটি দেখলেই বুঝে যাবেন। এতো সুন্দর করে নকশি পিঠাগুলো বানিয়েছেন যে প্রথমে দেখলেই মনে হচ্ছে যে এটা কোনো 3D আর্টের ডিজাইন। কারণ এতোটা নিখুঁত হয়েছে। আর চিকেনের পুর দেওয়ার পরে যখন এটি স্টিম করা হয়েছে। সেক্ষেত্রে খেতে অনেকটা মোমোর মতো লাগবে এবং এটা যে বেশ মজা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। ডিজাইনটি বেশ ইউনিক লেগেছে।

ছবিটি @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

সাতটি ফটোগ্রাফি নিয়ে আজকের রেনডম ফটোগ্রাফি...... by @nevlu123 • 26/03/2024

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে মাছি ও ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।…

উনার পোস্ট দেখে মনে পরলো ফটোগ্রাফি করা হয় না বহুদিন। এই ধরনের ফুলের ফটোগ্রাফি আগে আমিও খুব করতাম। কারণ ফটোগ্রাফি করতে বরাবরই খুব ভালো লাগে। তবে এখন সময়ের কারণে হয়ে উঠেনা। উনার এই ফটোগ্রাফি পোস্ট এর ফটোগ্রাফি গুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার ছবিটা আমার বেশ পছন্দ হয়েছে। কারণ সাদা কবুতর দেখতে আমার বেশ ভালো লাগে। কারণ সাদা কবুতরকে শান্তির প্রতীক বলেই মনে হয়। আর শান্তির প্রতীক দেখলে যে শান্তি লাগবে তা তো বলার অপেক্ষাই রাখে না। উনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ই।

ছবিটি @nevlu123 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

সবমিলিয়ে উনার ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোস্ট যাই বলি না কেনো। সব পোস্টগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিলো। সে সাথে পোস্টার মার্কডাউন, ছবির কোয়ালিটি এবং পোস্টের কোয়ালিটি সবকিছুই বেশ ভালো ছিলো। আশা করছি, তিনি ভবিষ্যতেও আমাদেরকে এমন দারুণ দারুণ সব পোস্ট উপহার দেবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy





»»——⍟——««