New to Nutbox?

কোলকাতার কালী পুজো - পর্ব ১৪

19 comments

rme
90
6 months agoSteemit4 min read

IMG_20231114_032449.jpg


"মহেঞ্জোদারো" থিম পুজো প্যান্ডেলের মাত্র ২০০ মিটার দূরে এই পুজো প্যান্ডেলটি ছিল । এটিও একটি ছোটোখাটো পুজো প্যান্ডেল । তবে, এই পুজো প্যান্ডেলেরও থিমটি বেশ আকর্ষণীয় ছিল । এবছরকার থিম ছিল "স্বপ্ন" । পুরো পুজো প্যান্ডেলটা সাজানো হয়েছিল "স্বপ্ন" দিয়ে । মনুষ্য জীবনের একটি খুব বড় রহস্যময় বস্তু হলো এই স্বপ্ন । ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি । এই স্বপ্নটা আসলে কি জিনিস সেটি সম্পর্কে এখনো সম্পূর্ণ ধারণা অর্জন করতে ব্যর্থ হয়েছে আধুনিক বিজ্ঞান । তবে বেশ কিছু সর্বজনগ্রাহ্য মতবাদ (hypothesis) চালু রয়েছে মানুষের স্বপ্ন দেখার পেছোনকার রহস্য নিয়ে ।

মানুষের মতো Ape অর্থাৎ, বাঁদর জাতীয় প্রাণীও কিন্তু স্বপ্ন দেখে । স্বপ্ন দেখে তিমি এবং ডলফিন প্রজাতিও । স্তন্যপায়ী প্রাণীদের জীবনে ঘুম একটা অত্যাবশ্যকীয় জিনিস । না ঘুমিয়ে মানুষ বাঁচতে পারে না । ঘুম মানুষের শরীরের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে । আর এই ঘুমের সময় আমাদের চোখের পাতা বন্ধ থাকে । মস্তিষ্কের একটা অংশ কিন্তু সচেতন থাকে ঘুমের মধ্যেও । এই অংশ আমাদের হার্ট, কিডনি, লাংস, লিভার, স্টোমাক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গকে সচল রাখে । বাকি অংশগুলো আক্ষরিক অর্থেই ঘুমিয়ে পড়ে । কিন্তু, মানব মস্তিষ্কের কোন অংশ আমাদের স্বপ্ন দেখায় ? এর নাম-‘হাইপোথ্যালামাস (Hypothalamus) । এই অংশ গভীর ঘুমের সময় বন্ধ চোখের পাতার দ্রুত সঞ্চালনের মাধ্যমে আমাদের ব্রেইনে ছবি দেখার সংকেত পাঠায় । তাই আমরা স্বপ্ন দেখি । সারাদিনের যাবতীয় কাজকর্ম, চিন্তাভাবনার একটা অংশ আমাদের subconscious mind বা অবচেতন মনে জমা থাকে । গভীর ঘুমের সময় সেই অবচেতন মনের বন্ধ ঘরের জানালা খুলে যায় ।

যেহেতু, ঘুমের সময় আমরা অবচেতন থাকি তাই যুক্তিগ্রাহ্য ঘটনা বা দৃশ্যের বাইরে অবাস্তব, অযৌক্তিক ঘটনাবলী বা দৃশ্যাবলী আমাদের স্বপ্নের মধ্যে ফুটে ওঠে । এখন প্রশ্ন হলো চোখ বন্ধ থাকা সত্ত্বেও আমরা এতো স্পষ্টভাবে স্বপ্নে ঘটনাবলী বা দৃশ্যাবলী দেখি কি করে ? এর উত্তর লুকিয়ে আছে মানুষের ব্রেইনের কর্মকান্ডের মধ্যে । দেখা বা দর্শন আসলে কি ? এটা জাস্ট আমাদের ব্রেইনে অনেকগুলো ইলেক্ট্রিক ইমপালস ছাড়া আর কিছুই না । চোখ খোলা রাখলে আমাদের চোখের মণির লেন্সের মধ্যে দিয়ে যে কোনো দৃশ্যের ছবির ছায়া পড়ে, এটাই রেটিনায় প্রতিভাত হয় উল্টো করে । এই উল্টো ছবি রেটিনা থেকে স্নায়ুর মাধ্যমে ব্রেইনে কতকগুলো ইলেক্ট্রিক সংকেত হিসেবে পৌঁছায় । ব্রেইন তখন সেই ইলেক্ট্রিক সংকেতগুলো বিশ্লেষণ করে আবার ছবিটি পুনরুদ্ধার করে এবং তাকে উল্টো করে আমাদের ব্রেইনে ইলেক্ট্রিক ইমপালস হিসেবে পরিণত করে । ঠিক তখনই আমরা দৃশ্যটি দেখতে পাই ।

তাই ঘুমের মধ্যে বাইরের দৃশ্যের ছায়া রেটিনায় না পড়লেও, চোখের মণি দ্রুত সঞ্চালন করে কিছু ফেক দৃশ্য দেখার অনুরূপ ইলেক্ট্রিক সংকেত তৈরী করে ব্রেইন এ প্রেরণ করে । ব্রেইন তখন সেটালে বিশ্লেষণ করে দৃশ্যে বদলে আমাদের দেখায় । অর্থাৎ, তখন আমাদের অবচেতন মন চোখের মণির দ্রুত এবং rapid সঞ্চালনের মাধ্যমে ব্রেইনকে একরকম ধোঁকা দিয়ে স্বপ্নের জাল বোনে । আর সেটাই আমরা দেখি ।

আমাদের অধিকাংশ স্বপ্নই মনে থাকে না । একজন মানুষ প্রতিরাতে গড়ে ২০-২৫ টা স্বপ্ন দেখে । মন ভালো থাকলে মধুর স্বপ্ন আর মন বিক্ষিপ্ত থাকলে দুঃস্বপ্ন দেখায় আমাদের ব্রেইন ।

এই প্যান্ডেলে আমাদের সুমধুর স্বপ্নকে বেজ করে একটা রূপকথার রাজ্য গড়ে তুলেছে । প্যান্ডেলটা একটা স্বপ্নপুরী । অপূর্ব আলো আঁধারির ছায়া, তার মাঝে সুন্দর সুন্দর ফুল আর প্রজাপতি, পাখপাখালি আর পরী মূর্তি । অসম্ভব সুন্দর লেগেছে তাই এই পুজো প্যান্ডেলটি ।


স্বপ্নরাজ্যে ঘুমন্ত ফুলপরীর হাস্যমুখ ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দুধসাদা হাতি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্বপ্নপুরীর গেটটা দারুন সুন্দর করেছিল ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্বপ্নপুরীতে তনুজা আর টিনটিনের ফোটোগ্রাফি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেবী মূর্তি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫১১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 178ed6cf9a51e90e1a507b7cab683bf616710717560e6ff9f4f9f9589c82e676

টাস্ক ৫১১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Comments

Sort byBest