New to Nutbox?

অণুকবিতা "ভীষণই অরাজনৈতিক"

53 comments

rme
89
2 years agoSteemit2 min read


Copyright-free Image source : Pixabay


অণুকবিতা "ভীষণই অরাজনৈতিক"



💘


♡ ♥💕❤

চোখ দুটি তার লুকিয়েছে আজ ভীষণ অভিমানে,
চামড়া ঢাকা কঙ্কালদেহ আজ দাঁড়িয়েছে সম্মুখ সমরে ।
নির্মম সভ্যতার বুকে আজ পদাঘাত করি
মানুষ নামের অমানুষ হতে ভিক্ষা নয়, নিয়েছে কাঁড়ি
এক মুঠো ক্ষুধার অন্ন আর ধনীর বুকের এক খাবলা মাংস ।


কত মিছিল চলে গেছে রাজপথ দিয়ে,
কত সিংহ কণ্ঠের গর্জনে ময়দান আজ কাঁপে ।
কত স্বপ্নের রঙিন ফানুস উড়িয়েছে কত শত নেতা,
তবু হতভাগাদের সেই শূন্য উদর রয়ে যায় আজও ফাঁকা,
মাথার উপরে সুনীল আকাশ, তাদের রাজপথেই বিছানা ।


গভীর রাতের এই শহরটা আমার ভীষণই অচেনা,
দিনের বেলায় এর ঐশ্বর্যে চোখ ঝলসে যায় ।
রাতের আঁধারে শত বুভুক্ষু প্রেত-মূর্তি ওঠে জেগে,
ডাস্টবিনে তারা সারমেয়দের সাথে যুদ্ধ ঘোষণা করে ।


মানুষ নাকি ? ওরা তো পশু, কারণ ওরা বস্তিতে থাকে,
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।


ঝড় উঠেছে, ভীষণ বৈরী হাওয়ায়
স্বপ্নের পাল ছেড়ে বারংবার ।
বাউল হাওয়া তবু পারেনি তাকে নোয়াতে,
তীব্র আশায় সমুজ্জ্বল সুকঠিন মাস্তুল ।


আকাশ মেঘলা হলেই চোখের কোণে জমে জল;
বৃষ্টি যখন নামে চোখের পাতা ভেজে ।
যখন ওঠে তীব্র বৈশাখী ঝড়,
রক্ত চলকে হৃদয়ে তুফান ওঠে ।


জীবন খাতা আমার প্রশ্নে ভরতি,
আজো উত্তর পেলাম না ।
প্রশ্নের পর প্রশ্ন জোটে,
উত্তরের জন্য মাথা খুঁটে
তবু কোনো উত্তর পেলাম না ।

♡ ♥💕❤


Comments

Sort byBest