ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৬৭ (১৬ -০৮-২৪ থেকে ২২ -০৮-২৪)
12 comments
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৬৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @kibreay001
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @kibreay001 | $25 UPVOTE | নাটক রিভিউ// চ্যাটা চ্যাট নাটক রিভিউ |
02 | @kibreay001 | $25 UPVOTE | "আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS Hold এর কনটেস্টে আমার পার্টিসিপেশন |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - কিবরিয়া হোসেন। স্টিমিট আইডি - @kibreay001। বাড়ি বাংলাদেশ এর খুলনা বিভাগের মেহেরপুর জেলা গাংনী থানার কামারখালি গ্রামে। বর্তমানে উনি দ্বাদশ শ্রেণীর ছাত্র। শখের বসে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। সে সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি উনার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রধান শখ হলো ভ্রমণ করা। এস্টিমেট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২২ সালের জানুয়ারি মাসে বর্তমানে এস্টিমেট জার্নির বয়স প্রায় ২.৫ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
ক্রিটিভ রাইটিং (গল্প) // হঠাৎ এইচএসসি পরীক্ষা বাতিল...... by @kibreay001• 22/08/2024
এই বিষয়ে আমি বেশ আগেই দেখেছিলাম। তবে উনি যে এইচএসসি পরীক্ষার্থী ছিলো সেটা জানা ছিলো না। এই বিষয়ে আমার বক্তব্য একেবারেই স্পষ্ট। সেটা হচ্ছে পরীক্ষা বাতিল কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না। কারণ বন্যা পরিস্থিতি হোক বা যাই হোক। পরীক্ষাটা এক বছর পরে হলেও নিতে পারতো।কারণ কোনো একটা ব্যাচ এ যদি ১ বছর সেশন জট হয়। তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু পুরো একটা ব্যাচ যদি পরীক্ষাহীন ভাবে পাস করে। তাহলে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। কারণ এতে করে মূল মেধাবীরা তাদের উপযুক্ত ফলাফল পায় না। কারণ যাদের বিগত রেজাল্ট ভালো থাকে কিংবা অল্প কিছু এক্সাম ভালো হয়েছে। তারা অনেক ভালো রেজাল্ট করে ফেলবে। আবার যারা পরীক্ষা অনেক ভালো করতে পারতো। তারা খারাপ রেজাল্ট করে ফেলবে।
ছবিটি @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
জেনারেল রেটিং // ল্যাপটপ কেনার উদ্দেশ্য...... by @kibreay001• 24/08/2024
নিজের ল্যাপটপ কেনার অনুভূতি অন্যরকম। তবে আগে থেকে ল্যাপটপ ব্যবহার করার প্র্যাকটিস থাকলে নিজের ল্যাপটপ কেনার পরে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। কারণ উনার ব্যাপার দেখে সেটাই আমরা বুঝতে পারছি। অর্থাৎ উনি বেশ সুন্দরভাবেই সবকিছু সেটাপ করেছেন। আর নিজের কোনো কিছু মানে অনেক আনন্দের। আর সে সাথে আসলে বাংলা লেখাটা একটু কষ্টকর। তবে যদি সব সময় প্র্যাকটিস এর মধ্যে থাকা যায়। তাহলে একটা সময় ধীরে ধীরে বাংলা টাইপ করা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি যদি আমার কথা বলি। তাহলে আমার মোবাইলে টাইপ করতে খুব কষ্ট হয়। কিন্তু ল্যাপটপে টাইপ করতে একটুও কষ্ট হয় না।
ছবিটি @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি...... by @kibreay001• 27/08/2024
ফটোগ্রাফি পোস্ট বেশ উপভোগ করি আমি। কারণ ঘরে বসেই পৃথিবীর আনাচে-কানাচে কি কি রয়েছে সে সব কিছুই ফটোগ্রাফির মাধ্যমে দেখা যায়, এটা একটি ভালো দিক। উনার ফটোগ্রাফির কোয়ালিটি যদি বলি। তাহলে উনার ফটোগ্রাফির কোয়ালিটি বেশ ভালো বলা চলে। কারণ উনি কাছ থেকে তোলা ছবিগুলো বেশ ক্লিয়ার ভাবেই ক্যাপচার করেছে। ছবিটি দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। সেটা হচ্ছে, একেবারে শেষ ছবিটি। কারণ গাছের কাঁচা পেঁপে খেতে দারুন লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে গাছের পাকা পেঁপে খেতে। কারণ তার স্বাদ হয় একেবারে অন্যরকম।
ছবিটি @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
লাইফ স্টাইল // প্রাকটিক্যাল পরীক্ষা দেওয়ার অনুভূতি...... by @kibreay001• 28/08/2024
নিজের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনগুলোতেই ফিরে গিয়ে যেনো নস্টালজিক হয়ে গেলাম। কারণ সেই স্কুল,কলেজ, ইউনিভার্সিটির প্রাকটিকাল বা ল্যাব ছিলো খুব ব্যস্ততার।কারণ বিভিন্ন কাজ করতে হতো, বিভিন্ন কাজ করে দেখাতে হতো, বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হতো। সে সাথে এসাইনমেন্টের ঝামেলা তো রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে অনেক ঝামেলা। কিন্তু অনেক আনন্দের ও বলা চলে। তবে নিজের বেসিক ঠিক থাকলে এবং সবকিছু ভালোভাবে জানা থাকলে প্রাকটিক্যাল পরীক্ষা হয় একেবারে মজার এবং আনন্দের। কারণ এখানে খুব একটা মুখস্ত বিদ্যা বা লিখতে হয় না অর্থাৎ আমার হতো না।
ছবিটি @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
"আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS Hold এর কনটেস্টে আমার পার্টিসিপেশন...... by @kibreay001• 31/08/2024
উনার এই পোস্টটি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ শুরুর দিন থেকেই আমি বলছিলাম যে যেহেতু এই কয়েন আমার বাংলা ব্লগের প্রথম কয়েন। সে ক্ষেত্রে প্রতিটি ইউজারের ওয়ালেটে অল্প অল্প করে কয়েন থাকা উচিত বলেই আমি মনে করি। কারণ এই কমিউনিটি আমাদের, এই কয়েন আমাদের। তাই আমাদের কয়েন যদি আমাদের কাছেই না থাকে। তাহলে ব্যাপারটি খুবই খারাপ দেখা যায়। সবচেয়ে বড় কথা হলো, এই কয়েন এর সাথে আমার আবেগ জড়িয়ে রয়েছে। কারণ এটা আমার জীবনের প্রথম কয়েন। তাই এটার প্রতি ভালোবাসাটাও অনেক বেশি এবং আমি মনে করি এটা প্রতি আমাদের সকলের ভালোবাসা থাকা উচিত। সবকিছু আসলে টাকা-পয়সার জন্য হয় না। জীবনে ফানের ও দরকার রয়েছে। পার্টিসিপেট করার জন্য উনাকে ধন্যবাদ।
ছবিটি @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
সবকিছু মিলিয়ে উনার পোস্টের কোয়ালিটি, মার্কডাউন, টপিক সবকিছুই বেশ ভালো ছিলো। সে সাথে উনি বেশ গুছিয়ে লিখেন।আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
$PUSS Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments