টিউটোরিয়াল : কীভাবে আপনার স্টিমিট একাউন্ট এর রিকভারি একাউন্ট হিসেবে @retrieve -কে সেট করবেন ?

rme -


Copyright Free Image Source : PixaBay


অপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই গতকালের পোস্টটি পড়ে ফেলেছেন ? আমাদের কমিউনিটির এই স্টিমিট আইডি @retrieve এর একমাত্র উদ্দেশ্য হলো আপনার হ্যাক হওয়া একাউন্টটি ফিরিয়ে আনা । আর এর জন্য আপনার একটিই করণীয় কাজ । কি সেই কাজ ?

আপনার স্টিমিট একাউন্টের রিকভারি একাউন্ট হিসেবে @retrieve -কে সেট করা ? এটা অত্যন্ত ইজি একটি কাজ । তারপরেও সর্বসাধারণের সুবিধার্থে একটি ছোট্ট টিউটোরিয়াল এর মাধ্যমে এই পদ্ধতিটি এখানে দেখানো হলো ।


কীভাবে আপনার স্টিমিট একাউন্ট এর রিকভারি একাউন্ট হিসেবে @retrieve -কে সেট করবেন ?


১. সর্বপ্রথমে https://steemworld.org/ তে যান ।


২. লগইন বাটনে ক্লিক করুন । একটি লগইন বক্স আসবে । সেখানে আপনার স্টিমিট আইডি এবং posting key দিয়ে লগইন করুন । আমি এখানে @a-test-account নামে একটি স্টিমিট একাউন্ট ইউজ করেছি টিউটোরিয়াল তৈরী করার জন্য ।


৩. লগইন করার পরে Dashboard বাটনে ক্লিক করুন ।


৪. ড্যাশবোর্ড লোড হওয়ার পরে বাম পাশে Account Details মেনুতে ক্লিক করুন ।


৫. একাউন্ট ডিটেলস ট্যাবটা ওপেন হওয়ার পরে ডান পাশের Change Recovery Account এ ক্লিক করুন ।


৬. একটি পপ আপ বক্স ওপেন হবে । ওখানে নিউ রিকভারি একাউন্ট হিসেবে retrieve লিখুন । তারপরে OK বাটনে ক্লিক করুন ।


৭. আরো একটি পপ আপ বক্স ওপেন হবে । সেখানে আপনার স্টিমিট আইডির owner key দিয়ে লগইন করতে বলবে । Steemworld client side javascript use করে । ফলে, আপনার লগইন ক্রেডেনশিয়ালস কখনোই আপনার ব্রাউজার ত্যাগ করে অন্য কোথাও ব্রডকাস্টেড হবে না, বা অন্য কোথাও সেভ হবে না । তাই, Steemworld -এ আপনার owner key দিয়ে লগইন করা নিরাপদ । তারপরেও বাড়তি নিরাপত্তা হিসেবে রিকভারি একাউন্ট সেট করার পরে আপনার একাউন্ট এর master key চেঞ্জ করে নিতে পারেন । সেক্ষেত্রে steemworld কে আর ট্রাস্ট করা লাগবে না ।


৮. পরবর্তী ধাপে "Recovery Account Changed" এই বার্তাটি প্রদর্শিত হবে । এর অর্থ কাজ শেষ ।


৯. এবার লক্ষ করুন আপনার নিউ রিকভারি একাউন্ট হিসেবে @retrieve কে pending for 30 days শো করছে । এর অর্থ আপনাকে ৩০ দিন ওয়েট করতে হবে পুরোনো রিকভারি আইডি থেকে নতুন রিকভারি আইডি সেট হতে । এটা ডিজাইন করা হয়েছে নিরাপত্তার কারণে ।


১০. রিকভারি সেট করার প্রসেসটা ব্লকচেইন এ ভেরিফাই করার জন্য একটু স্ক্রল করে নিচে নামুন । দেখুন আপনার রিকভারি সেট করার ট্রানসাকশানটা স্টিমিট ব্লকচেইনে শো করছে ।


পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কি করে হ্যাক হওয়া একাউন্ট রিকভার করবেন @retrieve এর সাহায্যে ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ১০ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৩৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 050f1d2987185f3685c79a8854d703f58c69fb6fbf87c13038c0b0a9d81d717a

টাস্ক ১৩৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy