New to Nutbox?

"আমার বাংলা ব্লগ এর ইউজারদের" উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা

48 comments

rme
88
last yearSteemit2 min read


আপনারা জানেন যে "আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে একটা উইটনেস রান করানো হয়েছে । @bangla.witness এর নাম । এটি আমাদের একদমই নিজস্ব । বস্তুত ভারত-বাংলাদেশে কোনো স্টিম উইটনেস এই মুহূর্তে নেই বলেই জানি । আমাদের কমিউনিটির ১০০% ইউজার ভারত আর বাংলাদেশ জুড়ে রয়েছে ।

আমরা দেশের চাইতে ভাষাকে মর্যাদা দেই । তাই তো আমাদের কমিউনিটির নাম "আমার বাংলা ব্লগ" । আমাদের কমিউনিটি মূলত ভাষা ভিত্তিক । বাংলা ভাষাভাষী সকল ব্লগারদের একই ছাতার নিচে আনাই আমাদের মেইন উদ্দেশ্য । সে উদ্দেশ্য অনেকাংশেই সফল হয়েছে "আমার বাংলা ব্লগ" এর হাত ধরে - বলেই মনে করছি ।

এখন আমাদের সমগ্র কমিউনিটির সকল বাংলা ভাষাভাষী ব্লগারদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে আপনারা নিজেদের উইটনেস কে এপ্রুভ করুন আপনার মূল্যবান ভোট প্রদান করুন । স্টিম ব্লকচেইনে উইটনেসরাই সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । পুরো ব্লকচেইন টাকে সঠিকভাবে পরিচালনা, নতুন ব্লক প্রডিউস করে সকল পোস্ট, কমেন্ট-কে স্টিম ব্লকচেইনে include করা থেকে শুরু করে স্টিম ব্লকচেইন এ প্রাইস ফিড করে ইন্টারনাল মার্কেট প্রাইস টা নির্ধারণ করার মতো অতি গুরুত্বপূর্ণ কাজ গুলো করে থাকেন স্টিমিট উইটনেসরাই ।

এই বিরাট কর্মযজ্ঞে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে আমরা নিবিড়ভাবে নিজেদেরকে সামিল করতে চাইছি । এ জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি @bangla.witness কে আপনার উইটনেস ভোটটি প্রদান করে আমাদের পাশে থেকে আমাদের সাথে এই কর্মকান্ডে নিজেদের শরিক হতে ।

যদি আপনারা বুঝতে না পারেন যে কি ভাবে @bangla.witness কে আপনি উইটনেস ভোট প্রদান করবেন তাহলে আমাদের কমিউনিটির অ্যাডমিন @hafizullah ভাইয়ের টিউটোরিয়ালটি ফলো করতে পারেন ।

**উইটনেস ভোটিং টিউটোরিয়াল লিংক **


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৪র্থ দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 04)


trx logo.png



সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬৭ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : e37f7cad65b3c13a0386bdc59e43953d30ba20b5fd63614598a5919ba413cf32

টাস্ক ৬৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Comments

Sort byBest