কবিতা "হৃদয়ের পাশাপাশি"

rme -




কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


"হৃদয়ের পাশাপাশি "


পথ হারা এক পথিক তুমি,
একান্তে আজ যাপন।
একাকীত্বকে বরণে মরিয়া,
হতে তো দেবো না কখন !

শক্ত হাতে ধরেছিলে হাল,
যখন প্রদীপ নিভু নিভু।
আজ কি করে নিভবে তুমি!
যার উজ্জ্বল আলোয় আলোকিত তব ভূমি ।

প্রাণ সঞ্চার যেমন ,
আবার প্রাণ ক্ষয় তেমন হয়।
হাহাকার করে ওঠে,
প্রিয় মানুষ হারানোর ভয়।

তবুও আমি পাশে আছি,
নও তো তুমি একা।
ভালোবাসি বড্ড জেনো,
তোমার অশ্রুসিক্ত হৃদয়,
আমি ছুঁয়ে দেবো কোমল ভালোবাসায়।


»»——⍟——««