New to Nutbox?

শারদীয়া কনটেস্ট ১৪২৯

48 comments

rme
89
2 years agoSteemit3 min read


গতবছরের ন্যায় এ বছরেও "আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে শারদীয়া কনটেস্ট এর আয়োজন করা হয়েছে ।

আগামী রবিবার থেকে প্রায় সপ্তাহব্যাপী চলবে আমার বাংলা ব্লগ আয়োজিত এই বিশেষ কনটেস্ট "শারদীয়া কনটেস্ট ১৪২৯" । এই কন্টেস্টটি মূলতঃ একটি ফোটোগ্রাফি কনটেস্ট । সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী মোট এই চার দিন আমরা সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখি, অঞ্জলি দেই, আরতি প্রতিযোগিতা করি, বিস্তর খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি ।

তারই ফাঁকে ফাঁকে চলে আমাদের শারদীয়ার বিশেষ ফোটোসেশন । পুজোর এই ক'টি দিনে এমন একটি বাঙালিকে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ছবি তোলে না । কত বিচিত্র থিম পুজো, ঐতিহ্যবাহী সাবেকি ঘরানার পুজো, সাবেক আমলের জমিদারবাড়ির পুজো, গ্রামের প্রকৃতির মাঝে অসামান্য পুজো; কত্ত পুজো যে হয় তার লেখা জোখা নেই । আমাদের পাড়াতেই ১০-১৫টা পুজো হয় প্রত্যেকবছর।

তবে একটা কথা । যদিও এখন করোনা ভাইরাস এর সংক্রমণ অনেকটাই কম, তাও করোনা কিন্তু চলে যায়নি এটা মাথায় রাখবেন । আপনারা পুজোয় আনন্দ করুন, ঘোরাঘুরি করুন, খাওয়াদাওয়া, নাচা গানা, থিয়েটার সবই করুন তবে covid বিধি মেনে আর অবশ্যই আপনার ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করুন এই কনটেস্টে অংশগ্রহনের মাধ্যমে । আমরাও আপনার সাথে সাথে এনজয় করতে চাই পুজোর এই ক'টা দিন।

কন্টেস্টের নাম : শারদীয়া কনটেস্ট ১৪২৯

কন্টেস্টের নিয়মাবলী :

☑ ঠাকুর বিসর্জনের কোনো ফোটোগ্রাফি শেয়ার করা যাবে না ।
☑ যে দিনকার যে ফটো সেটি উল্লেখ করা বাধ্যতামূলক । যেমন সপ্তমীর দিন তোলা হলে উল্লেখ করতে হবে সপ্তমীর ফটোগ্রাফি ।
☑ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর মোট ৪টি ফোটোগ্রাফি সিরিজ পোস্ট করতে পারবেন এই কন্টেস্টে ।
☑ প্রত্যেকটি ছবি, তোলার তারিখ সমেত শেয়ার করতে হবে ।
☑ থিম পুজো প্যান্ডেলের ফটোগ্রাফির ক্ষেত্রে থিম সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া বাধ্যতামূলক ।
☑ ফোটোতে জনসাধারণের মুখাবয়ব স্পষ্ট দেখা গেলে সেটি ব্লার করে তারপরে শেয়ার করবেন ।
☑ যেখানে ফোটো তোলা রেস্ট্রিক্টেড সেখানকার ফটোগ্রাফি শেয়ার করবেন না ।
☑ পুজো প্যান্ডেলগুলোর লোকেশন উল্লেখ করাটা বাধ্যতামূলক ।
☑ প্রত্যেকটা ফটোগ্রাফের ১-২ লাইনের একটি ছোট্ট বর্ণনা আবশ্যক ।
☑ পুজো কমিটি/ক্লাব/উদ্যোক্তা এবং থিম পুজোর ক্ষেত্রে থিমের নাম উল্লেখ করা বাধ্যতামূলক ।
☑ Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
☑ পোস্টটি করার সময় amarbanglablog-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় আপনার পোস্টটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
☑ প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ০২ অক্টোবর ২০২২ (রবিবার) থেকে ০৫ অক্টোবর ২০২২ (বুধবার) । ০৫ অক্টোবর এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।


পুরস্কার :

১ম স্থান অধিকারী : ২০০ Steem
২য় স্থান অধিকারী : ১০০ Steem
৩য় স্থান অধিকারী : ৫০ Steem


বিচারকমন্ডলী :

আমার বাংলা ব্লগ এর অ্যাডমিন ও মডারেটর প্যানেল


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ০৬ অক্টোবর ২০২২, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png



সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ০১ অক্টোবর ২০২২


টাস্ক ৭৭ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : d2655f05ccf22b16fc27241f75c43fa576ea286400e0bc1196681952d9fe117c

টাস্ক ৭৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest