ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৭২ (২২ -০৯-২৪ থেকে ২৮-০৯-২৪)

rme -


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৭২ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @fasoniya

পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@fasoniya$25 UPVOTEছোট্ট একটা অভাগা মেয়ের গল্প।
02@fasoniya$25 UPVOTEমজাদার লইট্টা মাছের রেসিপি।

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - ফারজানা আক্তার সোনিয়া। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন স্টুডেন্ট।তিনি আর্ট করতে ভালোবাসেন এবং যখনই সময় পান তখনই আর্ট করার চেষ্টা করেন।সে সাথে ফটোগ্রাফি করতেও খুব ভালোবাসেন। যখনই কোথাও খুব সুন্দর কিছু উনার চোখে পরে,তা তিনি ক্যাপচার করার চেষ্টা করেন। এছাড়াও তিনি ক্রাফট তৈরি করে থাকেন । বিভিন্ন ধরনে রান্না করতেও অনেক পছন্দ করি। উনি উনার পরিবারের সবচেয়ে বড় মেয়ে।ছোট দুইটা ভাই আছে।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের মে মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর ৫ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :



তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


হঠাৎ করে চক্ষু হাসপাতালে...... by @fasoniya • 25/09/2024

আসলে বেশ কয়েকদিন চোখে কিছু সমস্যায় ভুগছিলাম। চোখের মধ্যে অনেক বেশি জ্বালাতন করতো এবং চোখের বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দিয়েছিল। আর এই চোখে সমস্যা হঠাৎ করেই পরশুদিন অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে।…

চোখ মানুষের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই যেকোনো ধরনের শারীরিক সমস্যার চেয়ে, চোখে কোনো সমস্যা হলে সেটা অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। কয়েকদিন আগে আমার ছেলের ও একই অবস্থা হয়েছিলো। অর্থাৎ যদিও সে চোখে আঘাত পেয়েছিলো এবং তাকে ড্রপ দেওয়ানো অনেক কষ্টকর একটি কাজ। তবে উনার ব্যাপারটি দেখে খারাপ লাগছে। কারণ স্বাভাবিকভাবে বাচ্চা থাকাতে বেশিরভাগ সময় মায়েদের অনেক সময় অনেক ধরনের ওষুধ দেওয়া যায় না। এটা একটু কষ্টকর। কারণ ওষুধ খেতে না পারলে স্বাভাবিকভাবে যে কোনো রোগ সারতে অনেক বেশি সময় লাগে। তাও আশা করি অনেক দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ছবিটি @fasoniya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ক্লে দিয়ে সুন্দর একটি পুশ তৈরি...... by @fasoniya • 27/09/2024

আমি ক্লে দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন…

PUSS কয়েন নিয়ে যখন আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারগণ যখন লেখা লিখি করেন, কোনো কিছু তৈরি করেন কিংবা যা ই করেন না কেনো আমার দেখতে বেশ ভালো লাগে। কারণ উনাদের এই ডেডিকেশন, ভালোবাসা গুলোর জন্যই puss কে বহুকাল অব্দি বাঁচিয়ে রাখার ইচ্ছে হয়। আর এই ক্লে দিয়ে তৈরি puss এর কথা যদি বলি। তাহলে এটা দেখতে বেশ ভালো হয়েছে। বিশেষ করে চারপাশের গাছগুলো অনেক রিয়েলস্টিক মনে হচ্ছে। আর বেড়ালটিও দেখতে বেশি নাদুসনুদুস লাগছে। তবে দেখতে সুন্দর লাগছে। উনার হাতের কাজ কিন্তু দারুন।

ছবিটি @fasoniya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

আর্ট: কাঠ গোলাপ ফুলের সুন্দর একটি আর্ট...... by @fasoniya • 04/10/2024

আজকের আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আমি আজকে আর্ট করেছি কাঠ গোলাপ। ফুল সবাই কমবেশি অনেক বেশি পছন্দ করি। আজকে আমি ফুলের আর্ট নিয়ে এলাম। …

একটা গান রয়েছে কাঠগোলাপের সাদার মায়ায়। এরপরের ঠিক কোন লাইন সেটা এখন মনে পরছে না। কিন্তু ওই কাঠগোলাপ এর গানটি যেমন সুন্দর। ঠিক একইভাবে এই কাঠগোলাপ এর চিত্র টি ও খুব সুন্দর। আসলে উনার হাতের কাজ যে বেশ ভালো সেটা আগেই বুঝেছি। তবে হাতের কাজের পাশাপাশি উনার আর্ট ও খুব বেশি ভালো হয়। কারণ কাঠগোলাপ গুলো দেখতে তো সুন্দর হয়েছে। সে সাথে পাতার যে ফিনিশিং, সেগুলো দেখতেও বেশ ভালো লাগছে। আর কালো রঙের উপরে হওয়াতে আরো বেশি ফুঁটে উঠেছে। সাদা আর হলুদ রংটি যদি একটু মিক্স করে দেওয়া যেতো। তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো।

ছবিটি @fasoniya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ছোট্ট একটা অভাগা মেয়ের গল্প...... by @fasoniya • 05/10/2024

আজকে আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গল্প পড়তে এবং গল্প লিখতে দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে আপনাদের মাঝে গল্প শেয়ার করার চেষ্টা করি।…

এটা গল্প হলেও অনেকটা সত্যি। কারণ এই ধরনের ঘটনা আমাদের চারপাশে হরহামেশাই ঘটে থাকে। অর্থাৎ সাধারণত যেসব পরিবারের বাচ্চা দত্তক নেওয়া হয় কিংবা যে কোনো ভাবে কোনো বাচ্চা লালন পালন করা হয়। তাকে প্রথম দিকে খুব আদর যত্নে রাখা হলেও পরবর্তীতে নিজ ঘরে যখন কোনো বাচ্চা পৃথিবী আলো করে আসে। তখন কেনো জানিনা ওই আগের বাচ্চাটির আদর, যত্ন, মমতা সবকিছুই কিছুটা কমে যায়। আর তার উপর আগুনে ঘি ঢালার জন্য কিছু মানুষ তো আগে থেকেই থাকে। যারা ওই বাচ্চাগুলোকে দেখতেই পারে না। গল্পটি পড়ে আমার কিছুটা খারাপ লেগেছে। কারণ এটা তো শুধুমাত্র গল্প নয়। আমাদের সমাজের একটি বাস্তব সত্য চিত্র।

ছবিটি @fasoniya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি...... by @fasoniya • 07/10/2024

আজকে আমি রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে পছন্দ করি সেজন্য যেখানেই যাওয়া হয় না কেন সেখান…

একটি ফটোগ্রাফি পোস্ট এ যদি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফির দেখা পাওয়া যায়। তাহলে কিন্তু বেশ ভালো লাগে। অর্থাৎ ফটোগ্রাফি স্বাভাবিকভাবেই দেখতে ভালো লাগে। কারণ ঘরে বসে বিভিন্ন জায়গার বিভিন্ন চিত্র দেখতে পাওয়া যায়। কিন্তু একটি ফটোগ্রাফি পোস্ট এর মধ্যেই যদি ভিন্ন ধরনের ফটোগ্রাফি থাকে। তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে। উনার ফ্রাইড রাইসটি দেখে লোভনীয় লাগছে। কারণ আমি আসলে অতিরিক্ত তেল দেওয়া খাবার পছন্দ করি না। তাই ফ্রাইড রাইস ভালোই লাগে। আর সে সাথে ঝর্ণার ছবিটি দেখেও ভালো লাগছে। যদিও ঝর্ণায় পানি কম। অর্থাৎ আরেকটু পানি থাকলে আসলে ওই ধরনের ঝর্ণাতে গা ভিজিয়ে বেশি আরাম।

ছবিটি @fasoniya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।শুধু বানানের দিকে বিশেষ নজর দিতে হবে। আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy