বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৭১ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @alif111 | $25 UPVOTE | বাবার সাথে বৈশাখী মেলার যাওয়ার স্মৃতিময় গল্প// পর্ব-১ |
02 | @alif111 | $25 UPVOTE | puss এখন স্বপ্নের কয়েন |
অথরের নাম - মোঃআলিফ আহমেদ। বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন।তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করেন।তাই আঁকা আঁকি করতে উনার খুব ভালো লাগে।তাই তিনি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করেন।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে উনার খুবই ভালো লাগে।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর ৫ মাস চলমান।
যদিও আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। অর্থাৎ ক্রিকেট খেলা আমি একটু বেশি দেখি। তবে ফুটবল খেলা ও অনেক বেশি পছন্দের। আর নদীর পাড়ে ফুটবল খেলতে সত্যিই অনেক মজা হয়। আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যদি ফুটবল খেলা যায়। তাও আবার এতো বিশাল একটি নদীর পাড়ে। যেখানে কোনো কোলাহল নেই, ঝামেলা নেই,অতিরিক্ত মানুষ নেই। তাহলে পরিবেশটা কতোটা দারুন হতে পারে, সেটা ভেবেই যেনো ভালো লাগছে। বহুদিন এইভাবে নদীর পাড়ে ফুটবল খেলা হয় না। আর ভবিষ্যতে হবে কিনা জানিনা। কারণ এতো বেশি কাজের প্রেসার যেকোনো দিকে একটু নিঃশ্বাস ফেলার কোনো ফুরসত নেই।
ছবিটি @alif111 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
আমাদের নেটিভ কয়েন নিয়ে যখন কেউ কবিতা লিখে। তখন যেটা সত্যি আমার জন্য অনেক আনন্দের হয়। কারণ একে তো আমি একজন কবিতা প্রেমী মানুষ। যদিও আজকাল কবিতা খুব একটা পড়া হয় না। কিন্তু আসলে কবিতা এখানে দেখলেই আমি না পড়ে আসলে যাই না। কারণ বললাম ই, কবিতা প্রেমী মানুষ। তাই কবিতা পড়ার কোনো সুযোগ পেলে আমি সেই সুযোগ মিস করি না। আর এই কবিতাটিও সত্যি বলতে খুব দারুণ হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে ছন্দ মেলানোটি অনেক ভালো হয়েছে।
ছবিটি @alif111 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
বিভিন্ন ধরণের অরিগ্যামির কাজ করতে আমার বরাবর অনেক বেশি ভালো লাগে। কিন্তু অরিগ্যামি এর কাজ এ একটা মাত্র সমস্যা হলো অরিগ্যামির কাজ করতে অনেক বেশি সময় লাগে। আর একটি ব্যাপার হলো, অরিগ্যামি এর কাজগুলো খুব মনোযোগ সহকারে করতে হয়। কারণ এই কাজগুলো করার সময় ভাঁজ গুলো একটু উলোট পালোট হলেই অনেক সমস্যা হয়। কিন্তু তৈরি করার পরে যখন তার সৌন্দর্যতা ফুটে উঠে। তখন দেখতে দারুণ লাগে, যেমনটা লাগছে উনার বানানো প্রজাপতিটি। আর একটু কালো কালার করাতে আশেপাশে দেখতেও বেশি সুন্দর লাগছে। বেশ ভালো হয়েছে অর্থাৎ একেবারে স্পষ্ট।
ছবিটি @alif111 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
উনার কবিতাগুলো আমি বেশ কয়েকটাই পড়েছি। সবগুলোই আমার কাছে বেশ ভালো লেগেছে। অনু কবিতাগুলো উনার বেশ দারুন বিশেষ করে প্রথম অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আর উনার অনু কবিতাগুলো কিছুটা বড়। অর্থাৎ শুধুমাত্র চার লাইনের না। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ বেশিরভাগ অণু কবিতা একেবারে অল্পতেই শেষ হয়ে যায়, অর্থাৎ ছোট হলেও ভালো হয়। কিন্তু বেশি ছোট হলে পড়ে মনের তৃপ্তি পাওয়া যায় না।সে সাথে প্রকৃতি নিয়ে যে কোনো কবিতা পড়তে আমার একটু বেশিই যেনো ভালো লাগে। কারণ প্রকৃতির মায়া কাটানো যেমন কঠিন। ঠিক তেমনটাই প্রকৃতির মায়াটা অনেক বেশি কঠিন। অর্থাৎ এটা যেনো পিছু ছাড়ে না।
ছবিটি @alif111 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
PUSS কয়েনটি তৈরি করেছিলাম একেবারেই আমার শখের বসে। অর্থাৎ বলা চলে এই কয়েন তৈরি করার আগে কোনো প্ল্যানিং, টিম তৈরি করা কিছুই করিনি। কিন্তু এগুলোর দরকার ছিলো। কিন্তু যাই হোক, যেহেতু একবার আমরা মাঠে নেমে পরেছি। সেহেতু ময়দান ছেড়ে যাওয়ার আর কোনো মানে নেই। আমি আমার কথা যদি বলি, তাহলে বিগত অনেক রাত আমি অল্প কয়েক ঘন্টাও টানা ঘুমাতে পারিনি কাজ করার জন্য। এতো বেশি কাজের প্রেসার যাচ্ছে যে, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। কিন্তু তাও দিনশেষে এটা আমাদের কয়েন। এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট করানো এখন আমাদের বড় একটি লক্ষ্য এবং আশা করি এই লক্ষ্য পূরণে সকলেই আমাদের সাথে থাকবে। কারণ আমার বাংলা ব্লগ থেকে এই কয়েনের সৃষ্টি। তাই আমার বাংলা ব্লগকে সবসময় পাশে চাই।
ছবিটি @alif111 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
উনার ফটোগ্রাফি, পোস্ট এর ধরণ, লেখা, সবকিছুই মোটামুটি ভালোই ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি উনার এই ধারা অব্যাহত রাখবেন।
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR