আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৩

rme -

আবার দিন পাঁচেক পরে এসে গেলুম আমার করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট এর আরো বেশ কয়েকটি নিয়ে আপনাদের সামনে । আশা করছি আগের দু'টো পর্ব খারাপ লাগেনি আপনাদের কাছে । আমি মনে করি একমাত্র অ্যাবস্ট্রাক্ট আর্টেই আপনার কল্পনার ডানা মেলতে পারে একদম বাঁধাহীন ভাবে । No bounds !

তো চলুন দেখে নেওয়া যাক কী অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করতে চলেছি আজ আপনাদের সাথে ।



shadow on stained glass

রঙিন কাঁচের টুকরো বসানো জানালার উপর আলো আঁধারির ছায়া দেখতে দারুন লাগে । আগেকার জমিদার বাড়ির জানালার শার্সিতে বসানো হতো এমন রঙিন কাঁচের টুকরো । ভোর বেলা যখন সূর্য রশ্মি এইসব রঙিন কাঁচের টুকরোর মধ্যে দিয়ে ঘরে প্রবেশ করতো তখন ঘরের ভেতর বিভিন্ন রঙের আলোর এক রূপকথার রাজ্য সৃষ্টি হতো । অপূর্ব ! এখন আর এই সব রঙিন কাঁচ বসানো জানালা একমাত্র কিছু পুরোনো গির্জা ছাড়া আর কোথাও বড় একটা দেখতে পাওয়া যায় না ।


জোসনা রাত আপনাদের কাছে কেমন লাগে ? আমার কাছে তো স্বপ্নের মতো মনে হয় । জোৎস্নার মায়াবী রুপালি আলোয় যখন চরাচর ভেসে যায় তখন আমিও কল্পনার ডানায় ভর দিয়ে মেলে দেই সমগ্র চিন্তা চেতনা । ভরা জোৎস্নায় পৃথিবীর এক অন্য রূপ প্রতক্ষ্য করি আমি । অপূর্ব এক রুপালি মায়ার জগৎ সৃষ্টি হয় তখন । এই জোসনা রাতের কল্পনা বুনেছি আমার নিম্নোক্ত অ্যাবস্ট্রাক্ট আর্টে -


moonlit night

I saw the moon through my window
thinking of study to be fled away.
A silvery plate tempting me firmly,
closed my book and ran out the balcony.
The city equipped with the flood of light,
The nature making the alluring, the night.


এই আর্টটি চন্দ্রালোকে গোপন অভিসারের কল্পনার উপরে নির্মিত -


a silent lovely conversation

শেষ রাতে মরা চাঁদের আলোয়
দেখা হয়েছিল তোমার সাথে;
নীরব কথায় বলেছিলে আমায়
অব্যক্ত নীরব অভিমান ।

সেই শেষ দেখা, আমারও
চাঁদের আলোয় শেষ স্নান।
হবেনা কখনো জানি, আসবে না আর
জীবনে জোত্স্নাময় রাত ।


আফ্রিকা । রহস্যময় আফ্রিকা । ঘন অরণ্যে আচ্ছাদিত তার বুক । কালো কালো সুঠাম দেহের মানুষের সহবস্থান হিংস্র শ্বাপদের সাথে যুগ যুগ ধরে এই রহস্যময় আফ্রিকার বুকে । যতকাল আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে সভ্য মানুষের কাছে অনাবিষ্কৃত ছিল ততকাল সে ভালো ছিল । যবে থেকে সভ্য মানুষের পদচারণায় কম্পিত হলো আফ্রিকা তবে থেকে ভীষণ যন্ত্রনাময় দিনের সূত্রপাত হলো । শতাব্দীর পর শতাব্দী ধরে নির্যাতিত হতে থাকলো সমগ্র আফ্রিকা । তার সন্তানদের উপর চললো সভ্য মানুষের অসভ্য নির্যাতন । কোটি কোটি মানুষ হলো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ । তাদের কালো শরীরের তাজা লাল রক্তে ভিজে গেলো আফ্রিকার বুক । সিংহনাদে আর ধ্বনিত হয় না তার তৃণাচ্ছাদিত প্রান্তর । মানুষ আর পশুহত্যা দু'টোই চললো গণভাবে তথাকথিত শ্বেতাঙ্গ সভ্যদের হাতে । যুগ যুগ ধরে । আফ্রিকা তাই কাঁদছে । ক্রন্দনরত আফ্রিকার মুখচ্ছবি এঁকেছি এই অ্যাবস্ট্রাক্ট আর্টে -


rheum of Africa


শিশুদের কল্পনায় সব কিছু রঙীন, সুন্দর । কোনো অসুন্দরের স্থান নেই সেথায় । কোনো কলুষতা, পঙ্কিলতা স্পর্শ করেনি তার হৃদয় । তাই তার কল্পনা এতটা সুন্দর । এতটা রঙের প্রাচুর্যতা । এতটা পবিত্র ।


dream of a child


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৮৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 7c8febaa887025dd70199553e90e2dae0fc64f1d6f71d6c802b4bb84bd7c41e2

টাস্ক ৩৮৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy