টিনটিন এর কিছু এক্টিভিটিস ফটোগ্রাফ শেয়ার করছি - জন্মদিন সামনে

rme -

আর মাত্র ৩ দিন বাকি । ২৬ তারিখে টিনটিন বাবু চারে পদার্পন করবে । বেশ খুশি খুশি লাগছে । ইতিমধ্যে টিনটিনবাবু দুটো উপহার পেয়ে গিয়েছে বাইরের দেশ থেকে । একটি পেয়েছে আমাদের প্রিয় মডারেটর তানজিরা ম্যাডাম (@tangera) এর কাছ থেকে এবং আরেকটি পেয়েছে আমাদের কমিউনিটির ভেরিফাইড এবং কোয়ালিটি ব্লগার নেভি ম্যাডাম (@rahimakhatun) এর কাছ থেকে ।

উপরোক্ত দু'জনেই আমার অনেক উপকার করেছেন । টিনটিনবাবুর বয়সের তুলনায় কথা শিখতে অনেক সময় লাগছে । এখনো কথা অস্পষ্ট, উচ্চারণে জড়তা রয়েছে । তবে, তিন-চার মাস আগেও অনেক কম ছিল একটিভিটি । এখন ৪-৫ টা ওয়ার্ড এর বাক্য বলতে পারছে ।

এর জন্য আমি উপরোক্ত দু'জনের কাছে চিরঋণী । তাঁদের দেখানো পথ অনুসরণ করে সাফল্য পেয়েছি । তানজিরা ম্যাডাম সর্বপ্রথম পরামর্শ দিয়েছিলেন এক জন টীচার রাখতে টিনটিনের জন্য, এছাড়াও একটা মোবাইল এপ্লিকেশন দিয়েছিলেন । এদুটোর সম্মিলিত ফল এখন টিনটিন বাবু কথা বলতে পারছে ।

আর নেভি ম্যাডাম এর বড় বোনের ছেলের সেম প্রব্লেম আছে । তাই, উনি প্রতিনিয়ত বাচ্চাদের ট্রেনিং এর ভিডিও, মূল্যবান পরার্মশ এবং প্রচুর ডক্টরস নোটস দিয়েছেন । উনি একটা ডেইলি একটিভিটি চার্টও করে দিয়েছিলেন । যেটা তনুজা পেয়ে খুবই খুশি হয়েছিল । অনেক কাজে লেগেছে ওটা । টিনটিন এখন অনেক একটিভ । কথা ১০০% শিখে গিয়েছে ।

তাই, আমি এই দু'জনের কাছে চির কৃতজ্ঞ । অনেক দূরে থেকেও ওনারা দু'জনে আমার জন্য অনেক করেছেন ।



আমাদের কমিউনিটি মেম্বার @roy.sajib এর সাথে টিনটিন বাবু সেলফি তুলছে

তারিখ : ১১ আগস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



টিনটিনবাবুর নিজের আঁকা তিমি মাছ । কল্পনা থেকে এঁকেছে ।

তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২২
সময় : রাত ৬ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



রেস্টুরেন্টে টিনটিনবাবুর মুখের এক্সপ্রেশন দেখুন । নানান মুডের নানান এক্সপ্রেশান ।

তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



মুড্ অফ । মুখের এক্সপ্রেশান দেখুন । মনে হচ্ছে শেয়ার মার্কেটে বিশাল লস করেছে । আসল কথা হলো বাবা কে মিস করছে । এই দিন আমি সজীব আর নিলয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলাম । তাই বিশাল মন খারাপ ছিল তার । যদিও ওরাও ঘুরতে গিয়েছিলো কিন্তু, সারাক্ষণ মন খারাপ ছিল । কারণ, সে তার বাবা কে মিস করছিলো প্রতিনিয়ত ।

তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : বিকেল ৪ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



লঞ্চে করে গঙ্গা বক্ষে টিনটিনবাবুর নৌবিহার ।

তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : বিকেল ৪ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



অবশেষে রাতে বাবা কে পেয়ে মুখে হাসি ফুটেছে

তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : রাত ১১ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 05)




সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬৮ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3ad66849ea0c53b6081697141b67c7ec55729ac6cf614408747226888e17b926

টাস্ক ৬৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy