সপ্তাহ তিনেক আগে আয়োজিত শারদীয়া কনটেস্ট ১৪৩১ এ তেমন একটা সাড়া মেলেনি । তবে যাঁরা যাঁরা কন্টেস্টে অংশগ্রহণ করেছেন তাঁরা প্রচুর পুজো মণ্ডপ ঘুরে ঘুরে অসাধারণ সব পুজো প্যান্ডেল আর দূর্গা প্রতিমার অসাধারণ সব ফোটোগ্রাফ শেয়ার করেছেন । এদের মাঝে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান অধিকারীরা যেসব ফোটোগ্রাফ শেয়ার করেছেন এক কথায় সেগুলো দারুন ।
প্রথম আর দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের মধ্যে বিশাল কনটেস্ট হয়েছে । দ্বিতীয় স্থান অধিকারীর ফোটো কোয়ালিটি, প্রথম স্থান অধিকারীর ফোটো কোয়ালিটির থেকে সামান্য কম ছিল, কিন্তু দ্বিতীয় স্থান অধিকারীর লেখার মান এত ভালো ছিল যে অবশেষে বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দু ' জনকেই যুগ্মভাবে প্রথম স্থানে নির্বাচিত করা হলো ।
ফলশ্রুতিতে তৃতীয় স্থান অধিকারী দ্বিতীয় এবং চতুর্থ স্থান অধিকারী তৃতীয় স্থানে উন্নীত হলেন ।
সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই বিচারকার্য সুসম্পন্ন করা হয়েছে । মোট প্রতিযোগী ছিল ছ' জন । মোট কনটেস্ট পোস্ট ছিল চোদ্দটি ।
তো চলুন দেখে নেওয়া যাক এই প্রতিযোগিতার বিজয়ীগণের নাম ।
১ম স্থান অধিকারী : ১০০০ Steem
২য় স্থান অধিকারী : ৫০০ Steem
৩য় স্থান অধিকারী : ৩০০ Steem
বিশেষ পুরস্কার : ১০০ Steem করে প্রত্যেককে
ক্রম | এমাউন্ট | কনটেস্ট বিজয়ী | মেমো |
---|---|---|---|
01 | 1000.000 STEEM | @nilaymajumder | Winner : sharodiya contest 1431 [1st Place] |
02 | 1000.000 STEEM | @kausikchak123 | Winner : sharodiya contest 1431 [1st Place] |
03 | 500.000 STEEM | @ronggin | Winner : sharodiya contest 1431 [2nd Place] |
04 | 300.000 STEEM | @green015 | Winner : sharodiya contest 1431 [3rd Place] |
05 | 100.000 STEEM | @neelamsamanta | Winner : sharodiya contest 1431 [Participant Special Prize] |
06 | 100.000 STEEM | @ashik333 | Winner : sharodiya contest 1431 [Participant Special Prize] |
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR