New to Nutbox?

গতকালের বিশেষ হ্যাংআউট নিয়ে আমার অনুভূতি

65 comments

rme
89
2 years agoSteemit3 min read


This logo was originally created by our community member @shuvo2021. Thanks to him :)

গতকালের বিশেষ হ্যাংআউট -এ আমি জয়েন করেছিলাম এক্কেবারে সঠিক সময়ে, শত ব্যস্ততার মাঝেই । বাড়িতে একটা ঘরোয়া পার্টি ছিলো, তা সত্ত্বেও পুরোটা সময় আমি হ্যাংআউট -এ উপস্থিত ছিলাম । পুরো দু'ঘন্টা ছিলাম । আমার দেখা এ যাবৎ সব হ্যাংআউট এর মধ্যে কালকের রাতের হ্যাংআউটই ছিল সর্ব সেরা । আমার বাংলা ব্লগের এত্ত এত্ত ট্যালেন্টেড ব্লগার আছে সে সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো ধারণাই ছিল না এর আগে ।

পুরোটা সময় আমি একেবারে মন্ত্রমুগ্ধ ছিলাম । সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ আমাকে আনন্দে বিহ্ববল করে দিয়েছিলো । সর্বোপরি কমিউনিটির অ্যাডমিন ও মডারেটর দের এই বিশেষ আয়োজনে আমি সত্যি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম । আমি কাল হ্যাংআউট এ কোনো কথা বলিনি, কিন্তু উপভোগ করেছি প্রতিটা শব্দ প্রতিটা মুহূর্ত ।

কালকের বিশেষ হ্যাংআউট এ পরিচালকের ভূমিকায় ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাফিজ ভাই, বন্ধু সুমন , আরিফ এবং শুভ ভাই । সহযোগিতায় ছিলেন ছোট বোন নুসু এবং ছোট ভাই সিয়াম । এ ছাড়াও নেপথ্যে সহযোগিতা করে গেছেন বৃষ্টি ম্যাডাম, আইরিন ম্যাডাম, তানজিরা ম্যাডাম, নির্মাল্য এবং রূপক ভাই । আর দীপ্র আমার বাড়িতেই ছিলো, পার্টিতে । সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ।

এবার আসি হ্যাংআউট এ । অনেকের নাম ই আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে, তবে যাঁদের নাম শুধু মনে করতে পারছি তাঁদেরকেই শুধু উল্লেখ করছি । কিন্তু এর মানে এই নয় যে সবার অংশগ্রহণ আমি মিস করে গিয়েছি । সবার পারফরম্যান্স -ই উপভোগ করেছি সমান ভাবে এবং সবার পারফরম্যান্স -ই আমার দারুন ভালো লেগেছে ।

ব্যান্ড সংগীত পরিবেশন করেছিলেন রাজু ভাই । দারুন ছিল । রবীন্দ্র সংগীত পরিবেশন করেছিলেন সাগর ভাই । "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে " । আমার খুবই প্রিয় একটি গান । দারুন লেগেছিলো । ঈশা দারুন একটি হিন্দি গান পরিবেশন করেছিল । মন ছুঁয়ে গেছিলো । অচেনা এক ভাই গিটার বাজিয়ে একটি রক সংগীত শুনিয়েছিলেন । এনজয় করেছিলুম ভীষণ । প্রফেশনাল সিঙ্গার মনে হয়েছিল । এর পরে অচেনা নারী কণ্ঠে আরো একটি দুর্দান্ত সংগীত শুনেছিলাম আমি । সো নাইস ।

এর পরে আসি কবিতা আবৃত্তিতে । সর্ব প্রথম কবিতা আবৃত্তি করেছিলেন আমাদের সবার প্রিয় সেলিনা ম্যাডাম । অসাধারণ কণ্ঠে অসাধারণ একটি কবিতা শুনলাম ।মনটা সত্যি ভরে গেলো । তারপর আমার খুবই প্রিয় ছোট বোন ঈশা তার স্বরচিত কবিতা পাঠ করলো । পুরোটা সময় আমি অবাক বিস্ময়ে বিভোর ছিলাম । অসাধারণ বললেও ভুল বলা হবে । একটাই শব্দ এর জন্য পারফেক্ট - "অনির্বচনীয়" । এরপরে আমার খুব প্রিয় ছোট বোন নুসু একটি কবিতা শোনালো, মুগ্ধ হয়ে শুনলাম । কবিতাটি ছোট্ট , কিন্তু আবৃত্তিটা ছিল অসাধারণ । সায়মা ম্যাডাম এর কবিতাটিও সত্যি আমার মন ছুঁয়ে গেছিলো । ওনার বাচনভঙ্গিও ছিল খুবই চমৎকার । অসাধারণ লেগেছিলো কবিতাটি ও তার আবৃত্তি ।

শেষে মাস্টারপিস । বিদ্রোহী কবির এই কবিতাটি আমার অসমম্ভব প্রিয় । আবৃত্তিটাও ছিল প্রফেশনাল লেভেলের। এ প্লাস ক্যাটেগরির । দুঃখের বিষয় কণ্ঠের অধিকারীকে আমি চিনতে পারলাম না । তবে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

এরপরে আরো অনেকেই অনেক অসাধারণ পারফরম্যান্স শো করেছেন । কিন্তু, দুঃখের বিষয় সবার নাম এই মুহূর্তে স্মরণ করতে পারছি না । সব হ্যাংআউট পার্টিসিপেন্ট দের জন্য এবং পারফরমারদের জন্য অ্যাডমিন ও মডারেটরদের তরফ থেকে অনেক giveaway র ব্যবস্থা ছিলো । মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো । প্রতি সেকেন্ডে ৩০+ মেসেজ সেন্ট হচ্ছিলো জেনারেল চ্যাট এ । প্রতি মিনিটে ৩ টি এয়ারড্রপ ছিলো অ্যাডমিন ও মডারেটরদের পক্ষ থেকে । আমি মাঝখানে কিছুক্ষনের জন্য স্লো মোড অন করি । ৬ ঘন্টা দিয়েছিলাম । তারপরেও সেকেন্ডে ৫ টি করে মেসেজ সেন্ট হচ্ছিলো । ওগুলো ছিল পেন্ডিং মেসেজ । বাফার থেকে সেন্ট হচ্ছিলো ।

সব মিলিয়ে আমি অভিভূত ছিলাম পুরো সময়টা জুড়ে ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যা সব চাইতে দুর্লভ বস্তু সেই --

ভালোবাসা ♡ ♥💕❤

Comments

Sort byBest