New to Nutbox?

দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৩

29 comments

rme
89
2 years agoSteemit4 min read


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :


০১. কোন পদ্ধতিতে বিনা তারে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব ?

০২. কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।

০৩. স্টিমিটে উইটনেস এর ভূমিকা কি ? কেন এদেরকে স্টিমিট ইকো সিস্টেমে সব চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে ?

০৪. ব্যাঙ বৃষ্টি, মাছ বৃষ্টি, মটরশুঁটি বৃষ্টি, পাখি বৃষ্টি । এগুলো অত্যাশ্চর্য ঘটনা হলেও একেবারেই কোনো বিরল ঘটনা নয় । এর পেছনের আসল কারণটা কি ?

০৫. মানুষের চোখ একটি অত্যাশ্চর্য বস্তু । ঠিক যেন একটা ক্যামেরা । আমাদের চোখের রেটিনায় রড ও কোন কোষের পরিমাণের তারতম্য ঘটিয়ে যে কোন দৃশ্য সেখানে বেশ কিছুক্ষন স্থায়ী করে রাখা যায় । এবং ফিল্মের নেগেটিভ ডেভেলপ করার মতো সেটাকে দৃশ্যমান বোধগম্য ছবিতে রূপান্তর করা যায় । বায়ো-কেমিস্ট্রির এই অদ্ভুত বিদ্যার নামটি কি ?

০৬. ইতিহাস বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার কে গুপ্ত হত্যা করেন তাঁরই সেনেটররা । কোন অস্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয় ?

০৭. জগদ্বিখ্যাত কোন কমিক্স বই পৃথিবীতে সর্বাধিক বেশি ভাষায় অনূদিত হয়েছে ?

০৮. আমাদের খুবই পরিচিত একটি প্রাণী যার জীন সিকুয়েন্স এর সাথে আমাদের পৃথিবীর কোনো প্রাণীর মিল নেই । এ জন্যই এই প্রাণীটিকে অনেক জীববিজ্ঞানীই পৃথিবীর বাইরে থেকে আসা কোনো প্রাণী বলে অভিহিত করেন ।

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?

০৯. পম্পেই নগরী ধ্বংসের কারণ কি ?

১০. এস্টেরিক্স এর কমিক্স এ এস্টেরিক্স এর বন্ধু ওবেলিক্স এর কেন চিরস্থায়ী অতিমানবীয় শক্তি ছিল যেখানে অন্যান্যদের শুধুমাত্র জাদু পানীয় খাইয়ে স্বল্পস্থায়ী অতিমানবিক শক্তি প্রদান করা যেত ?


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৭১ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 8ed860c98b70199856945b6a8f979f7a22833d0ebb93a2bad5a8d7394e9d6c30

টাস্ক ৭১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Comments

Sort byBest