New to Nutbox?

কবিতা "চুম্বন"

28 comments

rme
89
2 years agoSteemit2 min read


Copyright-free Image source : pexels


আজকে ৬ই জুলাই, বিশ্ব চুম্বন দিবস । চুম্বন হলো ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম । বাবা-মা, ভাই-বোন, প্রেমিক/প্রেমিকা এবং বন্ধু-বান্ধব সবাইকেই চুমু দিয়ে ভালোবাসা জানানো যায় । এটা না তো লজ্জার, না তো কোনো অপরাধ, না তো কোনো নিষিদ্ধ কাজ । যাঁকে ভালোবাসেন তাঁকেই চুম্বনের মাধ্যমে আপনার ভালোবাসা, আনুগত্য, স্নেহ-আদর, প্রেম বা অভিবাদন জানান । হস্ত চুম্বনে আনুগত্য এবং অভিবাদন, মস্তক এবং ললাটে চুম্বন দ্বারা স্নেহ জ্ঞাপন এবং মেধাকে সম্মান প্রদর্শন করা হয় । কপোলে অর্থাৎ গালে চুম্বন করা হয় ভালোবাসা এবং স্নেহ-আদর জানাতে । আর ঠোঁটে চুম্বন কি জন্য করা হয় সেটা আর বললাম না, ওটা উহ্যই থাকুক । আপনারা বুঝে নিন ।

সবাইকে বিশ্ব চুম্বন দিবসের অনেক অনেক শুভেচ্ছা ।

কবিতা "চুম্বন"



💘


♡ ♥💕❤

অবশেষে হৃদয় হৃদয়ে,
মিলিত হলো,
দু'টি মন একাকার হয়ে
আজ মিশে গেলো ।

তোমার হাতে রেখে হাত,
তোমার আঁখিতে আঁখি,
তোমার কম্পিত অধরোষ্ঠে
আমার অধর রাখি ।

তীব্র চুম্বনে শুষে নিলাম
তোমার ঠোঁটের যত আর্দ্রতা ।
সিক্ত করলাম নিজ হৃদয়ের
ঊষর মরু-শুষ্কতা ।

তোমার অধরসুধা পান করে,
ভেজাই আমি নিজেকে ।
অপার আনন্দে ভিজি
অসময়ের বৃষ্টি সুখের উল্লাসে ।

যতবার আমি তোমায় চুম্বন করি,
ততবার আমি নতুন করে খুঁজে পাই নিজেকে ।
তোমার চুমুতে মৃত্যুকে তুচ্ছ করি,
তোমার চুমুতে নতুন করে বাঁচি ।

আমি চুম্বনে করি পান
তোমার হৃদয়ের যত কান্না ।
আমি চুম্বনে করি পান
বাঁধভাঙা তোমার অশ্রুনদীর বন্যা ।

♡ ♥💕❤


Comments

Sort byBest