একগুচ্ছ অণুকবিতা "আমার সে দিন ভেসে গেছে"

rme -


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা একগুচ্ছ অণুকবিতা "আমার সে দিন ভেসে গেছে"



💘


♡ ♥💕❤

(১)

আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।

(২)

অপেক্ষায় থাকি এখন আমি,
অপেক্ষার রাত্রির তারাদের গুনে চলি ।
একটি দুটি করে আজ তারারা মুছে যায়,
কাল রাত্রির আকাশের বুক থেকে ।

তেমন করেই মৃত্যুর প্রহর,
এগিয়ে আসে মুছে দিতে সব
যন্ত্রণার রাতগুলিকে ।

শ্রান্ত আমি, ক্লান্ত আমি,
ঘুমোতে চাই চিরতরে ।

(৩)

সব কিছু হারিয়ে ফেলেছি একটু একটু করে,
অপেক্ষায় বসে থাকা বিনিদ্র রজনী;
কখন হারিয়ে ফেলি নিজের কবিতাখানি ।

(৪)

আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।

সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 01)




সময়সীমা : ২২ নভেম্বর ২০২২ থেকে ২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২২ নভেম্বর ২০২২


টাস্ক ১২০ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0c6a0ef2958ac2d6c6c22685c5404021c271034d0b8c8ee59a2472fe25cde6c9

টাস্ক ১২০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy