New to Nutbox?

কোলকাতার কালী পুজো - পর্ব ০৯

13 comments

rme
89
5 months agoSteemit5 min read

এই পুজো প্যান্ডেলটা এবারে একদমই ইউনিক একটা থিমকে কেন্দ্র করে মণ্ডপ সাজিয়েছিল । এবছরের থিম ছিল "চিরন্তন গ্রাম বাংলা" । প্রচুর পোড়া মাটির মূর্তি, ভাস্কর্য, পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ, পাটের আঁশ, তুলো, কাদামাটি, রং, পাটকাঠি, কাপড়, নারিকেলের ছোবড়া, তালগাছ-খেঁজুর-নারিকেলের পাতা, শন, নারিকেলের মালা প্রভৃতি কৃষিজাত উদ্ভিদের অংশ দিয়ে তৈরী হরেক রকমের ভাস্কর্য দিয়ে গোটা প্যান্ডেলটি খুবই সুন্দর করে সাজানো হয়েছিল ।

এই পুজো প্যান্ডেলের প্রধান আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সব কয়টি'র গ্রামীণ জীবনযাত্রা, শিল্প, ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি, পালা-পার্বণ, আর্থ-সামাজিক রূপ সকল কিছুই দেওয়াল ভাস্কর্যের মাধ্যমে অতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে । এছাড়াও কাঠ, পোড়া মাটি ও পাটের তৈরী ঐতিহ্যবাহী বিভিন্ন পুতুল, মূর্তি ও ভাস্কর্য দিয়ে প্যান্ডেলের বিভিন্ন কোণ সাজানো হয়েছিল । মূর্তি আর ভাস্কর্যগুলো এতো সুন্দর আর নিখুঁত ছিল যে শুধু তাকিয়ে থাকতে মন চাচ্ছিলো ।

প্যান্ডেলে ঢোকার মুখেই দু'পাশে দু'টো "হাতে টানা-রিকশা" রাখা ছিল । এটা কলকাতার বহু পুরোনো একটা ঐতিহ্যবাহী যান । এশিয়ার কয়েকটি দেশে এখনো রিকশা টিকে আছে, তবে জাপান আর চীন থেকে হাতে টানা রিকশা এখন বিদায় নিয়েছে । আমাদের পার্শবর্তী দেশ বাংলাদেশেও হাতে টানা রিকশা সম্পূর্ণ বিল্পুত । অথচ এশিয়ার কতিপয় দেশে একসময় মানুষ টানা রিকশা খুবই জনপ্রিয় একটা যান ছিল । তখন হাতে গোনা কয়েক জন মানুষের মোটরগাড়ি ছিল । বর্তমানে এই মানুষ টানা রিকশা শুধুমাত্র কোলকাতা শহরে কোনোক্রমে টিকে রয়েছে । কোলকাতা শহরে হাতে টানা রিকশার বয়স প্রায় ১৩০ বছরের । ১৯৯৬ সালেও কলকাতায় হাতে টানা রিকশার মোট সংখ্যা ছিল আনুমানিক ২৪ হাজার । আর বর্তমানে হাজার দেড়েকের মতো হাতে টানা রিকশা টিকে আছে কোলকাতার রাজপথের বুকে ।

প্যান্ডেল সাজানোর আর একটা উল্লেখযোগ্য উপকরণ ছিল "দেওয়াল চিত্র" । আনুমানিক ২,০০০ দেওয়াল চিত্র দিয়ে পুরো প্যান্ডেলের ভেতরকার দেওয়াল সাজানো হয়েছিল । এই দেওয়াল চিত্রের অধিকাংশেরই সাবজেক্ট ছিল হিন্দু ধর্মের পুরাণ, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনাবলী । এছাড়াও গ্রাম বাংলার নানান প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি, ঐতিহ্য, পালা-পার্বণ, জীবনযাপনচিত্র ও আর্থ-সামাজিক রূপ ফুটিয়ে তোলা হয়েছিল । এক কথায় সব মিলিয়ে এক অনবদ্য পুজো প্যান্ডেল ।


IMG_20231114_014811.jpg

সমগ্র এশিয়ার ঐতিহ্যবাহী হাতে টানা রিকশার একমাত্র ঠিকানা এখন কোলকাতা।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আদিবাসীদের কাঠের তৈরী মুখোশ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠের তৈরী ময়ূরপঙ্খী নৌকোর ভাস্কর্য।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠের তৈরী আরো দু'টি ভাস্কর্য।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠের তৈরী ভাস্কর্য : রাধা-কৃষ্ণ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাদা-মাটির ভাস্কর্য ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সর্ব ধর্ম সমন্বয় ভাস্কর্য ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ০৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেয়ালে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ও বাংলার বিভিন্ন জেলার জনজীবনচিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ত্রিমাত্রিকভাবে ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এগুলো হলো দেওয়াল চিত্র । এই রকম প্রায় দু'হাজার দেওয়াল চিত্র দিয়ে সাজানো হয়েছিল প্যান্ডেলটি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


তনুজা ম্যাডাম ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ১০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরুলিয়ার বিখ্যাত পোড়া মাটির ভাস্কর্য ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেবী মূর্তি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৩ টা ১৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫০১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a45d3d0be5c3dfc3e69fe374b90b2eff2611939816097b933558c83d331676a4

টাস্ক ৫০১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Comments

Sort byBest