New to Nutbox?

কোলকাতার কালী পুজো - পর্ব ১১

10 comments

rme
89
5 months agoSteemit4 min read

IMG_20231114_023415.jpg


কালীপুজোর তৃতীয় রাত্রি ছিল আমাদের পুজো প্যান্ডেল পরিভ্রমণের শেষ রাত্রি । এই রাতে আমরা একটু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে একটু বেশি সংখ্যক পুজো প্যান্ডেলে ঘুরতে পারি । তারপরেও এ বছরে আমরা ভালো পুজো প্যান্ডেলের অর্ধেকও দেখতে পারিনি । কম করে হলেও পাঁচটা রাত লাগে মোটামুটি ভালো পুজো প্যান্ডেলগুলো দর্শন করতে । সেখানে এবছরে আমরা সময়াভাবে মাত্র তিনটে রাত হাতে পেয়েছিলাম পুজো প্যান্ডেল ঘুরতে । তাও, টিনটিন ঘুমোলে মাঝ রাত্তিরে ঘুরতে বেরোতাম ।

তৃতীয় রাত্রে এগারোটা নাগাদ টিনটিনকে সকাল সকাল ঘুম পাড়িয়ে আমরা বেরিয়ে পড়লুম । এ রাতেও তনুজা আমাদের সাথী ছিল । প্রথমেই আমরা মধ্যমগ্রামের কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখতে বেরিয়ে পড়লুম । প্রথমেই যে পুজো প্যান্ডেলটাতে ঢুকলাম এটি খুব একটা বড় নয় তবে খুবই সুন্দর করে সাজানো মণ্ডপটি । পুজোর থিম ছিল "মুক্ত আত্মা (Free Soul" । রং-বেরঙের হরেক পুতুল বিভিন্ন ভঙ্গিতে প্যান্ডেলের সর্বত্র ঝোলানো ছিল । এই পুতুলগুলো নির্মাণ করা হয়েছিল এক অভিনব কায়দায় । কোনো কোনো পুতুলের কাগজের কাঠামোর উপরে খবরের কাগজ জড়িয়ে, আবার কোনো কোনোটাতে রাংতা জড়িয়ে সাজানো হয়েছে ।

পুতুলগুলোর পেছনে মাকড়শার জালের মতো অনেকগুলো ওয়েব আছে । পুতুলগুলো এই ওয়েবগুলোতে আটকানো অবস্থায় ঝোলানো রয়েছে । এটি একটি প্রতীকী আর্ট । এর অর্থ সংসার জগতের অসংখ্য মায়ার জালে আমাদের জীবন আটকানো যেখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা । এর থেকে পরিত্রানের একটাই উপায় - আত্মার উন্নতিসাধন । শরীরকে মায়াজাল থেকে বের করতে না পারলেও আমাদের আত্মাকে উন্নতিসাধনের মাধ্যমে এই মায়াজালকে ছিন্ন করতে পারি । অবমুক্ত করতে পারি সংসারের মোহজাল থেকে আমাদের আত্মাকে । সকল জাগতিক মায়ার বাঁধন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় - নিজেদের আত্মাকে মুক্ত করো ।

আর এই কাজের জন্য কিছু কাজ অবশ্যই করা প্রয়োজন - জ্ঞান সঞ্চয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রভৃতি ষড়রিপু জয় করা, সৎ চিন্তা, সৎ কর্ম । তবেই মনের অন্ধকার দূর হবে, আত্মার উন্নতিকল্পে আমরা নিজেদের আত্মাকে মুক্ত করতে সক্ষম হবো । এটাই ছিল এই পুজো প্যান্ডেলের থিম ।


পুজো প্যান্ডেলের বহির্দৃশ্য ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জ্ঞানস্তম্ভ (Pillar of knowledge) । বাঁশ, বেত, কাপড় আর কাগজ দিয়ে তৈরী এই স্তম্ভটি । লাইটিংয়ে আরো সুন্দর লাগছে ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সিলিং থেকে ঝুলছে দারুন সব ঝাড়বাতি।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাগজের তৈরী পুতুল ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231114_023536.jpg

দেবী কালিকা।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শ্রী শ্রী শ্যামা মূর্তি (এটি দ্বিতীয় )।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫০৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 5fd15c3df5ab2dc19c7a6b6d8530602e8e0113fb63172882a46822f0e8700f10

টাস্ক ৫০৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Comments

Sort byBest