New to Nutbox?

কবিতা "স্বপ্নের মাঝে মৃত্যু"

22 comments

rme
89
11 months agoSteemit3 min read

ship-wreck-in-storm.png
Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)



"স্বপ্নের মাঝে মৃত্যু"



💘


♡ ♥💕❤

স্বপ্নের মাঝে আমি নৌকো ভাসালাম নীল দরিয়াতে;
জীর্ণ, ভগ্নপ্রায় বহু পুরাতন দাঁড়খানি নিলাম হাতে ।
তারপর -
ছেঁড়া, বহু পুরোনো শ্বেত শুভ্র পাল তুলে দিলাম হাওয়ায় ।

ভাসতে ভাসতে আমি চলেছি
কোন সে অজানার উদ্দেশ্যে
তা আমি আজ নিজেই জানি না ।

সহসা বাতাস পড়ে এলো,
দিকচক্রবাল ঢেকে গেলো কৃষ্ণবর্ণ ভীষণদর্শন মেঘে,
তুফান আসছে !

আমার বড় সাধের তরীখানা ভেঙে খান খান করতে সে আসছে,
আমার জীবনে তো এখন শুধু একটাই সুখ - বেঁচে থাকা ।
হয়তো সেই সামান্য সুখটুকু আজ কেড়ে নিতে সে আসছে ।

তুফান আসছে, তুফান !
সামাল, সামাল ।
কান ফাটানো শব্দে কোথায় জানি বাজ পড়লো,
দিকচক্রবাল ঝলসে উঠলো মুহুর্মুহু বজ্রপাতের আলোতে ।

হঠাৎ, মাথার ওপরে ডানা ঝাপটানোর শব্দ,
কে ও ? ওহ! সী গাল !
অনড় হয়ে বসে রইল সে মাস্তুলের ওপর,
যেনো আসন্ন ঝড়কে সে ব্যঙ্গ করছে ।
একটা আলবাট্রস এসে দাঁড়ালো,
আমার নৌকোর ভাঙা দাঁড়টার ওপর,
অস্থির হয়ে শ্বেতশুভ্র পাখিটা তার ধূসর কালো ডানা ঝাপটালো,
বারবার -
অশুভ সংকেত !
তীক্ষ্ণ স্বরে হঠাৎ ডেকে উঠলো সে
ঝড়ের আগমন বার্তা ঘোষণা করলো অবশেষে ।

তীব্র শীতল বাতাস গর্জন করে সহসা আছড়ে পড়লো আমার ওপর,
ঝড়ের সে তীব্র অভিঘাতে নিমেষে টুকরো টুকরো হয়ে গেল
আমার সে বড় সাধের নৌকোখানি ।
পাল ছিঁড়ে হাওয়ায় উড়লো,
দাঁড় ভেঙে খান খান হয়ে গেলো।
চির সমুন্নত মাস্তুলের মাথা অবশেষে ঝড়ের কাছে পদানত হলো ।

বড় ঠান্ডা, বড় তীব্র সে হাওয়া,
এক এক করে আমার সব হারিয়ে গেলো ।
নিঃস্ব, রিক্ত এবার আমার হারিয়ে যাওয়ার পালা;
আলবাট্রস আমার কানের কাছে কর্কশ স্বরে চিৎকার করে
ঘোষণা দিলো আমার অন্তিম কাল -
"আর কেনো ? এবার চলো, সময় আগত.."

সমুদ্রের লোনা জলের ঢেউ আছড়ে পড়লো একের পর এক;
আকন্ঠ নিকষ কালো আঁধারে আমি ডুবে যেতে থাকলাম,
একটু একটু করে আমি নিভে যেতে থাকলাম,
একটু একটু করে আমি বিলীন হয়ে যেতে থাকলাম ।

অবশেষে, অকূল সমুদ্রের ফসফরাস মাখা ঢেউয়ের মাথায়
আমি তুষারশুভ্র ফেনার মুকুটে পরিণত হলাম;
সেই আলবাট্রসটা আবার এলো,
তার ধূসর, ছায়াময় ডানায় সে আমাকে মেখে নিয়ে উড়াল দিলো ।
উঁচুতে আরও উঁচুতে ।

সহসা ঝড়ের কালো আকাশ ছিন্ন করে বিদ্যুৎ রেখা চমকালো,
সেই চোখ ঝলসানো তীব্র আলোয় আমি দেখলাম,
আলোর আকাশে এক ঈগল,
তার বিশাল সোনালী পক্ষ বিস্তার করে উড়াল দিয়েছে ।

অবশেষে আমি চলে গেলাম,
ক্ষণকালের খেলা ফেলে,
জীবনের সকল দেনা চুকিয়ে,
দূর দিগন্তে হারিয়ে গেলাম ।
সোনালী ঈগলের ডানার পালক হয়ে
আমি হারিয়ে গেলাম অবশেষে।

আমি ফুরিয়ে গেলাম
চিরদিনের মতো ।

♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০১ জুন ২০২৩

টাস্ক ২৮২ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 990faf08bea6bdbd2e5ddda72735205d84c1bb3885685828691666f214d63ad5

টাস্ক ২৮২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest