"আমার বাংলা ব্লগ" -এ নিউ কামারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস : ডেলিগেশন রাউন্ড ১০

rme -


নতুন স্টিমিট ইউজাররা তাঁদের ব্লগিং জার্নি শুরু করার সাথে সাথেই যে প্রব্লেমটা ফেস করেন সেটি হলো রিসোর্স ক্রেডিট (RC) এর অপ্রতুলতা । এটি আসলেই বেশ বড় একটা প্রব্লেম নিউ কামারদের জন্য । বিশেষ করে "আমার বাংলা ব্লগ" এর নতুন ব্লগারদের জন্য বিশাল একটা প্রব্লেম এটি । কারণ, "আমার বাংলা ব্লগ" হলো সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মে একমাত্র কমিউনিটি যেখানে কমিউনিটি এনগেজমেন্ট এর জন্য ব্লগারদের সর্বোচ্চ ভাবে উৎসাহিত করা হয়ে থাকে । ফলশ্রুতিতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিট এর এক নাম্বার কমিউনিটি যেখানে ইউজার এনগেজমেন্ট সর্বাধিক । এর ধারে কাছেও কোনও কমিউনিটি নেই ।

এই জন্যই, নতুন ব্লগাররা "আমার বাংলা ব্লগ" এ জয়েন করেই বিপদে পড়ে যান । কারণ, কমিউনিটিতে এনগেজমেন্ট ঠিক রাখতে যে পরিমাণ কমেন্ট তাঁদেরকে করতে হয় তাতে প্রচুর রিসোর্স ক্রেডিটস এর দরকার হয় । অথচ, নতুন ব্লগার হওয়ার কারণে তাঁদের ওয়ালেটে ০-১৫ স্টিম পাওয়ার থাকে অনলি । যার জন্য অল্প কিছু কমেন্ট করেই দীর্ঘক্ষণ wait করতে হয় তাঁদেরকে রিসোর্স ক্রেডিট রিচার্জ এর জন্য ।

এই সমস্যা দূরীকরণে আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে অ্যাডমিন @rex-sumon নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবৎ ফ্রি ডেলিগেশন সার্ভিস প্রদান করে আসছেন । এটা ছিল সম্পূর্ণ ফ্রী এবং নন-প্রফিট একটা সার্ভিস । বহুদিন ধরে @rex-sumon এর এই "ফ্রি ডেলিগেশন সার্ভিস" টি আমার নজরে ছিল । আমি রীতিমতো মুগ্ধ তাঁর এই মহৎ উদ্যোগটাতে ।

কিন্তু, ক্রমবর্ধমান নিউ ইউজারদের চাপে আমি নিজেই চেয়েছি এই চলমান "ফ্রি ডেলিগেশন সার্ভিস" @rex-sumon এর আন্ডারে সরাসরি কমিউনিটি একাউন্ট থেকেই পরিচালিত হোক । তাহলে, আমরা "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক নিউ ইউজারকে ফ্রী ফ্রী ১০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে পারবো । ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পেলে আপনি প্রতি ২৪ ঘন্টায় ১০০+ কমেন্ট করতে পারবেন । এটা হিউজ ।


ফ্রি ডেলিগেশন সার্ভিস থেকে ডেলিগেশন : রাউন্ড ১০


ডেলিগেশন পরিমাণ : @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে প্রত্যেককে


দশম রাউন্ডে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@redwanhossain100100.00

এই মুহূর্তে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@nazmul011009.013
02@abb-fun@shahid54010025.036
03@abb-fun@redwanhossain100100.00

উপরের প্রত্যেক স্টিমিট ইউজারকে @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে ।

কী ভাবে আপনি ফ্রি ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পাবেন ?


=> আপনাকে একদম নতুন ইউজার হতে হবে "আমার বাংলা ব্লগ" এ

=> আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে আমার বাংলা ব্লগ স্কুল লেভেল -০১ এর ফার্স্ট ক্লাসে

=> আপনার স্টিমিট ওয়ালেটে ৩০ স্টিম পাওয়ার এর কম পাওয়ার থাকতে হবে

=> আপনাকে "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড চ্যানেল "free-delegation" এ ডেলিগেশন এর জন্য এপ্লাই করতে হবে



***আপনি লেভেল ৫ এ উঠলে অথবা, আপনার ওয়ালেটে যতক্ষণ অব্দি ইফেক্টিভ ১০০ স্টিম পাওয়ার না জমে ততক্ষণ অব্দি ডেলিগেশন এক্টিভ থাকবে । ৪৫ দিনের বেশি একটানা inactive থাকলে ডেলিগেশন ক্যান্সেল করা হবে ।

এখানে আপনার ওয়ালেটে আমরা স্টিম পাওয়ার ক্যালকুলেট করবো এই ভাবে -
আপনাকে দেওয়া ডেলিগেশন এমাউন্ট = 100 - (X + Y +Z)
এখানে,
X = আপনার ওয়ালেটে মোট লিকুইড স্টিমের পরিমাণ
Y = আপনার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার (SP) পরিমাণ
Z = আপনার ওয়ালেটে মোট STEEM BACKED DOLLAR (SBD) এর সমমূল্যের স্টিম***


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy












»»——⍟——««