“আমার বাংলা ব্লগ”- একটি বিশেষ ঘোষণা

rme -

বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। বিগত সপ্তাহ জুড়ে ছাত্র আন্দোলন সহিংসতার আকার পেলে বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এবং সেই সাথে মোবাইল নেটওয়ার্ক 2G করে দেয়া হয় । আবার একই সাথে সমগ্র দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং "Shoot at sight" অর্থাৎ, দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয় । এই সকল কারণে “আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে এবং ডিসকর্ড সার্ভারে সদস্যদের এনগেজমেন্ট ও এক্টিভিটিস ৯৮ শতাংশ কমে যায়।

কিন্তু, গতকাল থেকে পরিস্থিতির উন্নতি হয় এবং বাংলাদেশে ফের ইন্টারনেট পরিষেবা কবে চালু করা হয় । সেই সাথে সমগ্র দেশজুড়ে ১৪৪ ধারাও শিথিল করা হয়েছে । এমতাবস্থায় "আমার বাংলা ব্লগের" যে বিশেষ কিছু পরিষেবা পরবর্তী ঘোষণা না করা অব্দি সাময়িক ভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল সেগুলো আবার আজ থেকে চালু করা হলো ।


“আমার বাংলা ব্লগের” যেসকল পরিষেবা সাময়িক ভাবে স্থগিত করা ছিল সেগুলো আজ থেকে আবার চালু করা হয়েছে হয়েছে :


১) “আমার বাংলা ব্লগ” ফিচারড আর্টিকেল
২) “আমার বাংলা ব্লগ” ফান প্রশ্ন/কবিতা
৩) “আমার বাংলা ব্লগ” ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস
৪) “আমার বাংলা ব্লগ” এক্স (টুইটার) অব দ্যা উইক
৫) “আমার বাংলা ব্লগ” কমেন্ট মনিটরিং রিপোর্ট
৬) “আমার বাংলা ব্লগ” নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)
৭) “আমার বাংলা ব্লগ” সাপ্তাহিক পাওয়ার আপ প্রতিযোগিতা
৮) “আমার বাংলা ব্লগ” সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট
৯) “আমার বাংলা ব্লগ” সাপ্তাহিক কনটেস্ট
১০) “আমার বাংলা ব্লগ” DIY ইভেন্ট উইক


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


**এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয় **

Account QR Code [Tron Wallet]


[Tron Wallet]


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy



»»——⍟——««