ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৭৭ (২৭ -১০-২৪ থেকে ০ ২ -১১-২৪)
8 comments
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৭৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @bijoy1
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @bijoy1 | $25 UPVOTE | "স্বরচিত অনু কবিতা" |
02 | @bijoy1 | $25 UPVOTE | কক্সবাজার ভ্রমণ [পর্ব:-৩০] ~ " সামশুন্নাহার আপুর বাসায় " |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - আবদুল্লাহ আল সাইমুন। স্টিমিট আইডি - @bijoy1, ডাক নাম বিজয়।উনি একজন ছাত্র। ফেনী জেলায় বসবাস করেন। উনি এই প্ল্যাটফর্মে উনার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করেন সে সাথে ঘুরতেও পছন্দ করেন । তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি উনার ভালো লাগার মধ্যে অন্যতম।২০২২ সালের জুলাই মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৪ মাস।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
শখের ফটোগ্রাফি...... by @bijoy1 • 02/11/2024
ফটোগ্রাফি বরাবরই আমার পছন্দের একটি সাবজেক্ট বলা চলে। আমি নিজেও আগে ফটোগ্রাফি করতাম। তাই ফটোগ্রাফি করতে যে বেশ কিছুটা খাটুনি আছে, সেটা না বললেই নয়। যদিও অনেকের মতে ফটোগ্রাফি করা মানেই শুধুমাত্র মোবাইল ফোনের ক্যামেরা ওপেন করে কিছু ছবি তুলে নেওয়া। কিন্তু সেটা একেবারেই ফটোগ্রাফি নয়। অর্থাৎ ফটোগ্রাফির সাবজেক্ট, অবজেক্ট, লাইটিং,লোকেশন, কালার সবকিছুর খেয়াল রাখতে হয়। তবে উনার যে ছয় নাম্বার ছবিটি। অর্থাৎ পিটুনিয়া ফুলের ছবিটি রয়েছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ সাদার শুভ্রতা আমার বরাবরই অনেক বেশি পছন্দ।
ছবিটি @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ফটোশপ দিয়ে ভিন্ন ধরনের ইলিউশান আর্ট...... by @bijoy1 • 07/11/2024
সাধারণত এই ধরনের আর্ট খুব কম দেখা যায়। অর্থাৎ ফটোশপ দিয়ে ইলিউশান আর্ট করা। কারণ ফটোশপ দিয়ে বিভিন্ন লোগো কিংবা বিভিন্ন এনএফটি আর্ট করা দেখা যায়। কিন্তু ইলিউশান আর্ট করাটা খুব কম দেখা যায়। তাই উনার এই আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এভাবে ধীরে ধীরে করে মানুষ যখন এই ধরনের কাজগুলো করা শুরু করে। তখন একটা সময় গিয়ে দেখা যায় যে, সে সেই কাজে অনেক বেশি পারদর্শী হয়ে উঠবে। উনার ব্যাপারটিও আশা করছি তাই হবে।
ছবিটি @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
জেনারেল রাইটিং - জীবন সফল হতে গেলে হোচট খেয়ে থেমে থাকা যাবে না.... by @bijoy1 • 08/11/2024
আমি উনার সাথে একেবারেই একমত। অর্থাৎ জীবনে মানুষ একবারেই সফল হয়ে যায় না। ধাপে ধাপে সফল হতে হয়। আর শুধু তাই নয়, জীবনে সফল হওয়ার পথে অনেক রকমের বাধা-বিপত্তি আসে। তো সেই বাধা-বিপত্তিতে মানুষ যদি থেমে যায়। তখন আসলে সফলতা কখনোই ওই মানুষের কাছে ধরা দেয় না। তাই সফল হতে হলে যতো বেশি বাধা আসুক না কেনো, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ এই ধরনের বাধা বিপত্তি থেকে আমরা আসলে অনেক বেশি শিক্ষা পেতে পারি, যেগুলো হয়তো সাধারণত কখনোই আমরা পেতাম না। তাই সেগুলোকেই আসলে অভিজ্ঞতা হিসেবে নিয়ে সফলতার পথে এগিয়ে চলা উচিত।
ছবিটি @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত অনু কবিতা...... by @bijoy1 • 10/11/2024
আমি যে একজন কবিতা প্রেমী মানুষ, এটা তো না বললেই নয়। অর্থাৎ এটা আশা করি সকলেই জানেন। আর অনু-কবিতা আমার বরাবর অনেক প্রিয়। কারণ আমি নিজেও অনেক অনু কবিতা লিখি আর সত্যি কথা বলতে অনু কবিতা গুলো লিখতে আলাদা রকমের অনুভূতি কাজ করে। কারণ এক একটি কবিতার এক একটি গল্প থাকে, শুধুমাত্র চার লাইন এই যে সেই কবিতাটি কিংবা সেই কবিতার অর্থ শেষ হয়ে যায় তা নয়। অর্থাৎ এই কয়েক লাইনের মধ্যেই অনেক বড় গল্প থাকে। আর উনার চার নাম্বার কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। যদিও উনার সবগুলো কবিতাই বেশ ভালো হয়েছে।
ছবিটি @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
কক্সবাজার ভ্রমণ [পর্ব:-৩০] ~ " সামশুন্নাহার আপুর বাসায় "...... by @bijoy1 • 11/11/2024
কমিউনিটির ইউজারদের মধ্যে যখন অনেক বেশি ভালো সম্পর্ক দেখি। তখন সেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগার কারণ হয়। কারণ এটা আসলে আমার একটি এচিভমেন্ট হিসেবে আমি মনে করি। কারণ আমাদের ইউজারদের মধ্যে ভালো সম্পর্ক মানে হলো তারা এই আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে নিজেদের মধ্যে একটি দারুন সম্পর্ক গড়ে তুলেছে। যেটা আমাদের এই কমিউনিটির একমাত্র লক্ষ্য ছিলো অর্থাৎ বাঙ্গালীদের মধ্যে একটা সাপোর্ট এবং বন্ডিং গড়ে তোলা, যেটা আমরা অনেক অংশেই পেরেছি। যদিও অনেক সময় অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিন্তু সে সব বাদ দিলে আমার বাংলা ব্লগ একটি পরিবার বটে।
ছবিটি @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments