আমার বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক :: সপ্তাহ -৪৭
12 comments
আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটা কমিউনিটি নয় বরং বাংলা ভাষায় সেরা কিছু প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠা করার পর হতে অদ্যবদি সকল ক্ষেত্রে সেরা অবদান নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে সদস্যদের নিয়ে। সত্যি বলতে কমিউনিটি শুধুমাত্র কমিউনিটি হিসেবে বিবেচনা করলে লাভের বিষয়টি হয়তো নিশ্চিত হয় কিন্তু এর বাহিরের বিষয়গুলো বিবেচনা করলে, সদস্যদের সাথে সংযোগ, সম্পর্ক, দক্ষতা এবং সফলতা সবগুলোই নিশ্চিত করা সম্ভব হয়। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে তার কাংখিত লক্ষ্যে।
ভিন্ন ভিন্ন উদ্যোগ, কোয়ালিটি কিংবা সৃজনশীলতার সেরা কিছু উপস্থাপন এবং কাংখিত সাপোর্টের ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সব সময় নিজের ব্যতিক্রম অবস্থান ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহ হতে শুরু হচ্ছে এক্স (সাবেক টুইটার) অব দ্যা উইক। প্রমোশনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং সেই সাথে সাথে ইউজারদের আরো বেশি অনুপ্রাণীত করা, আর সেটার কাংখিত ফলাফল আমাদের এই প্রচেষ্টা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করার চেষ্টা করা হবে ধারাবাহিকভাবে। প্রতি বুধবার কমিউনিটির সকল ইউজারের টুইটারের রিপোর্ট হতে কাংখিত ইউজারদের বাছাই করা হবে এবং পয়েন্টস তালিকায় শীর্ষে থাকা ইউজারকে এক্স (টুইটার) অব দ্যা উইক ঘোষণা করা হবে।
যিনি এক্স (টুইটার) অব দ্যা উইক হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তাকে কমিউনিটির পক্ষ হতে বিশেষ সাপোর্ট দেয়া হবে। আমরা আশা করবো শুধুমাত্র সাপোর্ট নিশ্চিত করার জন্য নয় রবং এই প্লাটফর্মকে ভালোবেসে এবং কাংখিত প্রচারের উদ্দেশ্য নিয়ে সবাই যথাযথ নিয়ম অনুসরণ করে এক্স (টুইটারে) এ্যাকটিভ থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নেই এই সপ্তাহে সার্বিক ফলাফল।
এই সপ্তাহে মোট টুইট হয়েছে - 294 টি।
এ্যাকটিভ ছিলেন -53 জন ইউজার।
কাংখিত পর্যায়ে ছিলেন - 24 জন ইউজার।
পয়েন্টস তালিকাঃ
SL | User ID | Total Tweets | Total Points |
---|---|---|---|
01 | @bijoy1 | 08 | 6+5+5+5+5+5+5= 36 |
02 | @mahfuzur888 | 07 | 5+4+4+4+4+4+6 = 31 |
03 | @jannatul01 | 10 | 3+5+4+6+5+6+6=35 |
04 | @mohinahmed | 11 | 6+4+5+7+5+4+6= 37 |
05 | @mohamad786 | 07 | 5+4+4+3+5+5+6= 32 |
06 | @jamal7 | 07 | 5+4+4+4+5+5+5=32 |
07 | @bdwomen | 08 | 5+4+4+4+5+5+5=32 |
08 | @tasonya | 11 | 6+4+5+7+5+4+6= 37 |
09 | @nevlu123 | 07 | 5+4+4+3+4+4+6= 30 |
10 | @monira999 | 10 | 6+5+4+5+6+5+5=36 |
11 | @kausikchak123 | 08 | 3+5+4+6+5+6+6=35 |
12 | @kibreay001 | 10 | 5+4+4+3+4+4+6= 30 |
13 | @riyadx2 | 08 | 5+4+4+4+4+4+6 = 31 |
14 | @nazmul01 | 07 | 3+5+4+6+5+6+6=35 |
15 | @sumon09 | 07 | 5+4+4+4+5+5+5=32 |
16 | @samhunnahar | 09 | 5+4+4+3+5+5+6= 32 |
17 | @limon88 | 07 | 6+4+5+7+5+4+6= 37 |
18 | @rayhan111 | 07 | 5+4+4+4+4+4+6 = 31 |
19 | @saymaakter | 07 | 6+4+5+7+5+4+6= 37 |
20 | @alif111 | 07 | 3+5+4+6+5+6+6=35 |
21 | @narocky71 | 07 | 6+6+7+6+5+4+7=41 |
22 | @shahid540 | 07 | 5+4+4+3+4+4+6= 30 |
23 | @selina75 | 07 | 5+4+4+4+4+4+6 = 31 |
24 | @bidyut01 | 07 | 5+4+4+3+5+5+6= 32 |
এই সপ্তাহের বিজয়ীঃ
এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন-@narocky71
@narocky71 এর TWITTER ID
@narocky71 এর বিগত সপ্তাহের সেরা কয়েকটি টুইট :
পুরস্কার : চলমান সপ্তাহে @narocky71 এর যে কোনো একটি পোস্টে $40 এর আপভোট
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB X of The Week 47 :: Prize Distribution
Date | Author | Post Link | Upvote Amount |
---|---|---|---|
2024-12-11 | @narocky71 | অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ভিন্ন ৫ কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি। | $40 |
ধন্যবাদ সবাইকে।
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Comments