New to Nutbox?

আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -০৯

33 comments

rme
89
last yearSteemit3 min read


দার্জিলিঙে আসার পরের দিন সকালবেলা । গাড়ি রেন্ট করা হলো একটা পুরো দিনের জন্য । সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লুম । কাছাকাছি যতগুলো সাইট সিয়িং আছে আমাদের টার্গেট আজ সেগুলো দেখে ফেলা । প্রথমেই ড্রাইভার আমাদের নিয়ে গেলো "পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক" ।

এটি আসলে একটা হিমালয়ের জঙ্গলের প্রাণীদের নিয়ে একটা চিড়িয়াখানা । একটা প্রকান্ড টিলা । সেই টিলার এক পাশে রাস্তার সাইডে সারি সারি বন্যপ্রাণীদের থাকার স্থান । অন্য সাইডে খাড়া পাহাড় । রাস্তাটা টিলাটিকে বেড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রমশঃ উপরের দিকে উঠে গেছে ।

এই চিড়িয়াখানায় রয়েছে দার্জিলিঙের সিঞ্চল অভয়ারণ্যে পাওয়া বিভিন্ন বন্যপ্রাণী - রয়েল বেঙ্গল টাইগার, লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান তুষার চিতা, ভাল্লুক, বিভিন্ন জাতের পাহাড়ি ছাগল ও ভেড়া, মাস্ক ডিয়ার, গয়াল, হরেক প্রজাতির ফিজান্ট, ময়ূর এবং বন মোরগ, পাহাড়ি নেকড়ে, লাল হনুমান, কচ্ছপ, রেড পান্ডা প্রভৃতি ।

পাহাড়ের একদম টপে রয়েছে একটা বন্যপ্রাণী মিউজিয়াম এবং "হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট" । পুরো বন্যপ্রাণ পার্ক এবং মিউজিয়ামটি ঘুরে দেখতে প্রায় দুই ঘন্টা পার হয়ে গেলো ।

আজকে শুধুমাত্র চিড়িয়াখানার ফোটোগ্রাফগুলো শেয়ার করছি । আগামীকাল হিমালয়ান বন্যপ্রাণ মিউজিয়ামের ছবি শেয়ার করবো ।


পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক -এর প্রধান গেটের সামনে আমরা ।

তারিখ : ১৮ নভেম্বর ২০২২

সময় : সকাল ০৯ টা ৪০ মিনিট

স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিড়িয়াখানায় ঢোকার পরে টিনটিনবাবুর একটা ফটো নিলাম । এরপরে ঘুরে ঘুরে দেখা শুরু । প্রথমেই হিমালয়ান ব্ল্যাক বিয়ার, পাহাড়ি দশ রকমের ভেড়া দেখে ফেললাম । উপরের ছবিতে হিমালয়ের কালো ভাল্লুক এবং পাহাড়ি হরিণ গয়াল -এর ফটোগ্রাফ দেয়া হয়েছে ।

তারিখ : ১৮ নভেম্বর ২০২২

সময় : সকাল ০৯ টা ৫০ মিনিট

স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।


এরপরে আমরা আরো হরেক রকমের পাহাড়ি হরিণ ও ভেড়া দেখলাম । একটা পাহাড়ি ছাগল দেখেছিলাম যেটি আকারে একটা ঘোড়ার চাইতেও বিশাল । চিড়িয়াখানার রাস্তাটি কেমন তার দুটি ছবি দিয়েছি । আর বাকি ফোটোগুলো হলো ইন্ডিয়ান মাস্ক ডিয়ারের ।

তারিখ : ১৮ নভেম্বর ২০২২

সময় : সকাল ১০ টা ২০ মিনিট

স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।


ছবিগুলো কোন প্রাণীর তা কি আর বলে দেওয়া লাগবে ?

তারিখ : ১৮ নভেম্বর ২০২২

সময় : সকাল ১০ টা ৪০ মিনিট

স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।


উপরের দুটি ছবির মধ্যে একটি হলো কালো চিতার, আরেকটি চিতাবাঘের । চোখে মেলানোই একটা চ্যালেঞ্জ । দেখুন তো পান কি না খুঁজে বের করতে । নিচের ফটোটা হলো চিড়িয়াখানার একদম মাথাতে একটা সুন্দর বসার জায়গা আছে তার ফটো ।

তারিখ : ১৮ নভেম্বর ২০২২

সময় : সকাল ১০ টা ৪০ মিনিট

স্থান : দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 02)




সময়সীমা : ২২ নভেম্বর ২০২২ থেকে ২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৩ নভেম্বর ২০২২


টাস্ক ১২১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 700b2ad308b0bb4b75f39a52f6421400932de143e2ff0525484e63d922ccb61a

টাস্ক ১২১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest