ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০৫

rme -


দেখতে দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে আমার দেখা মেরিন অ্যাকোয়ারিয়ামের চতুর্থ পর্ব পার করে আজ পঞ্চম পর্বে পদার্পন করলো । যে কোনো অ্যাকোয়ারিয়াম পরিদর্শনই আসলে ভীষণ এনজয়েবল । আর তা যদি হয় কোনো মেরিন অ্যাকোয়ারিয়াম, তবে তো কোনো কথাই নেই ।

প্রথম পর্বেই বলেছিলাম এই অ্যাকোয়ারিয়ামটি বিশাল বড়, তাই অন্তত ৭-৮ টি পর্ব লেগে যাবে সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামটি ঘুরিয়ে দেখাতে আপনাদেরকে । আজকের পর্বে বেশ কিছু অদ্ভুতদর্শন মাছের ফোটোগ্রাফ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে । এর মধ্যে উল্লেখযোগ্য হলো এলিগেটর ফিশ (Alligator gar) এবং নার্স হাঙর (Nurse shark) । এছাড়াও অন্যান্য ফিশগুলি হলো কমেট (এক ধরণের গোল্ডফিশের ব্রিড), কোই ফিশ (koi), ইয়েলো কোই অগন (Yellow Koi Ogon), টিনফয়েল বার্ব (Tinfoil barb), জাভা বার্ব ( Java barb), ভেটকি (Barramundi) এবং পটেটো গ্রপার (Potato grouper) ।

জীবনে প্রথম স্বচক্ষে এলিগেটর ফিশ (Alligator gar) দেখলাম । নর্থ আমেরিকায় সব চাইতে বেশি পাওয়া যায় এই অদ্ভুতদর্শন মাছটি । এই মাছের মুখ অবিকল যেন একটি এলিগেটর (কুমির) এর মতো । কুমিরের মতো চোয়াল আর তীক্ষ্ণধার দাঁত আছে এই মাছের । দেহের সম্মুখভাগ যেহেতু এলিগ্যাটোর এর মতো তাই এই মাছের নামই এলিগেটর ফিশ । এতদিন ধরে এই ম্যাচটি কেবল টিভির পর্দায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখেছি । সেদিনই প্রথম নিজের চোখে খুব কাছ থেকে এই মাছটি দেখতে পেলাম ।


একটি এলিগ্যাটোর ফিশ এর মুখ: উইকিমিডিয়া ক্রিয়েটিভ কমন লাইসেন্স

এই এলিগ্যাটোর গারও কিন্তু একটি জীবন্ত জীবাশ্ম । কয়েক কোটি বছর পূর্বে এদের পৃথিবীতে আগমন । এখনো টিকে আছে । তাই জীবন্ত জীবাশ্ম । অতি সম্প্রতি একটি এলিগ্যাটোর ফিশ কলকাতার ডায়মন্ড হারবারের একটা খালে পাওয়া গিয়েছিলো । আনন্দবাজার পত্রিকারডিজিটাল আর্কাইভস থেকে নিচের এই ছবিটি প্রাপ্ত -


সোর্স : আনন্দবাজার ডিজিটাল আর্কাইভস


নার্স হাঙর (Nurse shark)

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


এলিগেটর ফিশ (Alligator gar)

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


কমেট (এক ধরণের গোল্ডফিশের ব্রিড), কোই ফিশ (koi) এবং ইয়েলো কোই অগন (Yellow Koi Ogon)

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


টিনফয়েল বার্ব (Tinfoil barb), জাভা বার্ব ( Java barb), ভেটকি (Barramundi) এবং পটেটো গ্রপার (Potato grouper)

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


অ্যাকোয়ারিয়ামে ঘুরতে ঘুরতে মাঝখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার ফাঁকে ছবি তুললাম । তনুজা ও টিনটিন ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৪০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৯ এপ্রিল ২০২৩

টাস্ক ২৩০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : cf4973e338494268586f94f88d4cb4be51c46d99d8e75279bf3a9d09a8e00e5b

টাস্ক ২৩০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy