পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি - "ফুল, প্রজাপতি ও ফড়িং..."

rme -

বরাবরের মতো আজকেও আবার ফিরে এলুম পুরোনোদিনের কিছু আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে । অন্যান্য এপিসোডগুলোর মতো এই এপিসোডেও ফোটোগ্রাফগুলো আমার নিজস্ব imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে নেওয়া।

ইতিপূর্বে আমি আমার imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে মোট ছ'টি (৬) ধারাবাহিক পর্বে দু'শোর কাছাকাছি পুরোনো দিনের ফোটোগ্রাফি শেয়ার করেছি । আজকে আবারো একটি পর্ব শেয়ার করতে চলেছি এই পুরোনো দিনের ফোটোগ্রাফি নিয়ে। তবে আমাদের আজকের এই পর্বটি একটু ডিফারেন্ট । এই পর্বে শুধুমাত্র ঠাঁই পেয়েছে "ফুল, প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ফোটোগ্রাফ" - এক অন্যরকমের আলোকচিত্র ।

ফুল এমনিতেই খুব সুন্দর, তাকে ক্যামেরাবন্দী করাটাও খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ছবি নেওয়া খুব একটা সহজ কাজ নয় । প্রথমতঃ এরা আকারে হয় অতি ক্ষুদ্রাকৃতির, অনেকগুলো তো সহজে চোখে মেলানোই যায় না । ফুল, লতা-পাতার মধ্যে এমনভাবে মিশে থাকে যে সহজে এদের খুঁজে পাওয়াটাই কঠিন । দ্বিতীয়তঃ প্রজাপতি ও ফড়িং অতি চঞ্চল প্রকৃতির । একটুখানি সাড়া পেলেই তারা উড়ে পালায় । তাই তাদের অতি সঞ্চরণশীল অবয়বকে ক্যামেরার লেন্সবন্দী করতে রীতিমতো হিমশিম খেতে হয় । তবে এদের সৌন্দর্যে মোহিত হয়ে এই কঠিন কাজটাকেই সহজ করে তুলতে হয় । কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যায় না কখনো ।

আজকের আলোকচিত্রসমূহের যেগুলো শেয়ার করতে চলেছি আমি সেগুলো তুলতে মোটামুটি ভালোই পরিশ্রমের প্রয়োজন হয়েছিল । এ কাজে আমাকে সাহায্য করেছিল নিলয়, সৈকত, আশীষ প্রভৃতি । তারা হেল্প না করলে আজকের এই আলোকচিত্রগুলো পেতাম না আমি । আর হ্যাঁ ভাগ্যও আমাদের অনেকটা সহায় ছিল । প্রজাপতি, ফড়িং ও কীটপতঙ্গের ছবি তোলা চাট্টিখানা কথা নয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন । আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের ।


হলুদ ও কমলা ফুলের উপর মধুপানে ব্যস্ত মধুকর


কমলারঙের ফুলের মধুপান শেষ করে মৌমাছির উড়াল দেওয়ার ঠিক আগেকার মুহূর্ত


হলদে-কালো রঙের অপূর্ব জলফড়িং


পাটগাছের গোড়ায় ফড়িং


পাটগাছের শীর্ষে একটি পোকা


Millipede বা কেন্নো জাতীয় আর্থ্রোপড


রাতের আঁধারে লতার ডগায় ঘন নীল রঙের একটি পোকা, চোখে মেলানোই কঠিন


গাছের কাণ্ডে এক থোকা লাল রঙের অজানা পোকা


পাতাখেকো উজ্জ্বল কমলা রঙের পোকা


রাতের আঁধারে তোলা বীরুৎ জাতীয় লতাগুল্মের মগডালে বিরাট একটা শুঁয়োপোকা


সবুজ রঙের গার্ডেন ক্যাটারপিলার


একবিন্দু জলের খোঁজে তৃষ্ণার্ত অপূর্ব সুন্দর একটি প্রজাপতি


সাদার উপরে কালোর বুটি, অপূর্ব সুন্দর এই সাদা-কালো প্রজাপতি


এই সাদাটে তুলোট রঙের মধ্যে হালকা গোলাপি আভার ডানাওয়ালা প্রজাপতিটা দেখতে জাস্ট অপূর্ব সুন্দর


কুচকুচে কালোর ওপরে সাদা ব্যান্ড পরানো ডানাওয়ালা অপূর্ব সুন্দর প্রজাপতি


কালোর উপর উজ্জ্বল অগ্নিবর্ণের নকশা, এই অগ্নিশিখার মতো প্রজাপতিটি দেখতে ভারী সুন্দর


ফুলের মধুপানে ব্যস্ত কালো ভ্রমর


হলুদ-সবুজ রঙের অপূর্ব সুন্দর জলফড়িং


এটি একধরণের বীটল জাতীয় পোকা, নাম Hycleus, গাঢ় কালোর ওপর কমলা রঙের তিনটে ব্যান্ড পরানো


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৬ জুন ২০২৩

টাস্ক ২৮৭ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1acc1f21f4cd68f0a79bcc910c894a3bba86f8630d4f229d358fe3b7b51f6e62

টাস্ক ২৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code



VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy